ETV Bharat / state

TMCP Factionalism: জঙ্গিপুর কলেজে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, মারধর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের

জঙ্গিপুর কলেজে উত্তেজনা ৷ কলেজের সম্পত্তি ভাঙচুরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন পড়ুয়াদের বিরুদ্ধে ৷

Jangipur College
জঙ্গিপুর কলেজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 6:30 PM IST

জঙ্গিপুর কলেজে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

জঙ্গিপুর, 12 সেপ্টেম্বর: ফের কলেজে চলল প্রাক্তনীদের তাণ্ডব । তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন পড়ুয়ারা জঙ্গিপুর কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বর্তমানদের । ভাঙচুর করা হয়েছে কলেজের সম্পত্তি । এমনকী অধ্যাপকদের ঘরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে । বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ । মঙ্গলবার টিএমসিপির প্রাক্তন ও বর্তমান দুই ছাত্র সংগঠনের হাতাহাতিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর কলেজ ।

বর্তমান ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, বহিরাগতরা মদ্যপ অবস্থায় কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে । তাদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের বিরুদ্ধে । বর্তমান ও প্রাক্তনীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এ দিন জঙ্গিপুর কলেজ । জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রায় 30 থেকে 40 জন বহিরাগত কলেজে ঢুকে পড়ে ৷ এরপর তারা পড়ুয়াদের মারধর ও কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ । বর্তমান ছাত্র সংসদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগতরা বিনা প্রয়োজনে কলেজে আনাগোনা করছে । অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনও উদ্যোগ নেননি বলেই তাদের অভিযোগ । এমনকী অধ্যক্ষ বগিরাগতদের প্রচ্ছন্ন মদত দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে ।

আরও পড়ুন: কলেজে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, অধ্যক্ষ-সহ অধ্যাপকদের আটকে রেখে ছাত্র বিক্ষোভ

টিএমসিপি সদস্য মহম্মদ আজিজ বলেন, "এ দিন একদল বহিরাগত যারা এই কলেজেরই প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তারা কলেজে ঢুকে বর্তমান ছাত্র সংসদের সদস্যদের উপর চড়াও হয় । শুরু হয় হাতাহাতি । এরপরেই বহিরাগতরা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় ।" সূত্রের খবর, ঘটনার পর অভিযোগকারীরা অধ্যক্ষকে ঘেরাও করে রাখে । দোষীদের শাস্তির দাবিও জানায় তারা । যাদবপুরে ছাত্র মৃত্যু কাণ্ডের পরও বহিরাগতদের বিনা প্রয়োজনে কলেজে প্রবেশ বন্ধ করতে পারেনি বহু কলেজ কর্তৃপক্ষ । এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

জঙ্গিপুর কলেজে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

জঙ্গিপুর, 12 সেপ্টেম্বর: ফের কলেজে চলল প্রাক্তনীদের তাণ্ডব । তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন পড়ুয়ারা জঙ্গিপুর কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বর্তমানদের । ভাঙচুর করা হয়েছে কলেজের সম্পত্তি । এমনকী অধ্যাপকদের ঘরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে । বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ । মঙ্গলবার টিএমসিপির প্রাক্তন ও বর্তমান দুই ছাত্র সংগঠনের হাতাহাতিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর কলেজ ।

বর্তমান ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, বহিরাগতরা মদ্যপ অবস্থায় কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে । তাদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের বিরুদ্ধে । বর্তমান ও প্রাক্তনীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এ দিন জঙ্গিপুর কলেজ । জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রায় 30 থেকে 40 জন বহিরাগত কলেজে ঢুকে পড়ে ৷ এরপর তারা পড়ুয়াদের মারধর ও কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ । বর্তমান ছাত্র সংসদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগতরা বিনা প্রয়োজনে কলেজে আনাগোনা করছে । অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনও উদ্যোগ নেননি বলেই তাদের অভিযোগ । এমনকী অধ্যক্ষ বগিরাগতদের প্রচ্ছন্ন মদত দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে ।

আরও পড়ুন: কলেজে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, অধ্যক্ষ-সহ অধ্যাপকদের আটকে রেখে ছাত্র বিক্ষোভ

টিএমসিপি সদস্য মহম্মদ আজিজ বলেন, "এ দিন একদল বহিরাগত যারা এই কলেজেরই প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তারা কলেজে ঢুকে বর্তমান ছাত্র সংসদের সদস্যদের উপর চড়াও হয় । শুরু হয় হাতাহাতি । এরপরেই বহিরাগতরা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় ।" সূত্রের খবর, ঘটনার পর অভিযোগকারীরা অধ্যক্ষকে ঘেরাও করে রাখে । দোষীদের শাস্তির দাবিও জানায় তারা । যাদবপুরে ছাত্র মৃত্যু কাণ্ডের পরও বহিরাগতদের বিনা প্রয়োজনে কলেজে প্রবেশ বন্ধ করতে পারেনি বহু কলেজ কর্তৃপক্ষ । এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.