ETV Bharat / state

অনাস্থার আগেই পদত্যাগ মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাধিপতির - পদত্যাগ কংগ্রেস জেলা পরিষদ সভাধিপতির

তৃণমূল আগামী 24 মে অনাস্থা আনবে বলে জানিয়ে দিয়েছিল । কিন্তু তার আগেই সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন মোশারফ হোসেন মণ্ডল ।

congress-district-council-president-mosharaf-hossain-mondal-resigned-before-no-confidence
congress-district-council-president-mosharaf-hossain-mondal-resigned-before-no-confidence
author img

By

Published : May 13, 2021, 7:29 PM IST

বহরমপুর, 13 : তৃণমূল অনাস্থা আনার আগেই জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল । ডিভিশনাল কমিশনারের কাছে গতকালই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি । আজ সাংবাদিক বৈঠক ডেকে পদত্যাগের কথা ঘোষণা করেন । মোশরফের বক্তব্য, নৈতিক কারণেই ইস্তফা দিয়েছেন ৷

মোশারফ হোসেনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । তৃণমূল শিবিরের দাবি, আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই নিজে থেকে সরেছেন মোশারফ । যদিও কংগ্রেস নেতার বক্তব্য, নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে । তাই নৈতিক কারণেই পদত্যাগ করেছেন ।

শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে জেলা পরিষদের সভাধিপতির চেয়ারে বসেছিলেন মোশারফ হোসেন মণ্ডল । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দলে কোণঠাসা মোশারফ 2020 সালের ডিসেম্বরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন ৷ কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে নওদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে ব্যাপক ভোটে পরাজিত হন । এদিকে মুর্শিদাবাদে কংগ্রেসও এবার একটি আসনেও জিততে পারেনি । এরপর নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া চলছিল । তৃণমূল আগামী 24 মে অনাস্থা আনবে বলে জানিয়ে দিয়েছিল । কিন্তু তার আগেই সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন মোশারফ হোসেন মণ্ডল ।

শুনুন কী বললেন কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন: করোনাকালে স্থগিত থাকছে কংগ্রেসের সভাপতি নির্বাচন

এদিন মোশারফ হোসেন মণ্ডল বলেন, "ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি গতকাল । যদিও পদত্যাগ গৃহীত হওয়ার চিঠি পাইনি । জেলায় কংগ্রেসের ভারাডুবি হয়েছে । ফলে পদে থাকা উচিত নয় বলেই মনে করি । তাই নীতি নৈতিকতার কারণে পদত্যাগ করেছি । আমার বিরুদ্ধে অনাস্থার কথা জানি না ৷"

যদিও জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে নিজে থেকে সরেছেন মোশারফ ।"

বহরমপুর, 13 : তৃণমূল অনাস্থা আনার আগেই জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল । ডিভিশনাল কমিশনারের কাছে গতকালই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি । আজ সাংবাদিক বৈঠক ডেকে পদত্যাগের কথা ঘোষণা করেন । মোশরফের বক্তব্য, নৈতিক কারণেই ইস্তফা দিয়েছেন ৷

মোশারফ হোসেনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । তৃণমূল শিবিরের দাবি, আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই নিজে থেকে সরেছেন মোশারফ । যদিও কংগ্রেস নেতার বক্তব্য, নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে । তাই নৈতিক কারণেই পদত্যাগ করেছেন ।

শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে জেলা পরিষদের সভাধিপতির চেয়ারে বসেছিলেন মোশারফ হোসেন মণ্ডল । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দলে কোণঠাসা মোশারফ 2020 সালের ডিসেম্বরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন ৷ কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে নওদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে ব্যাপক ভোটে পরাজিত হন । এদিকে মুর্শিদাবাদে কংগ্রেসও এবার একটি আসনেও জিততে পারেনি । এরপর নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া চলছিল । তৃণমূল আগামী 24 মে অনাস্থা আনবে বলে জানিয়ে দিয়েছিল । কিন্তু তার আগেই সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন মোশারফ হোসেন মণ্ডল ।

শুনুন কী বললেন কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন: করোনাকালে স্থগিত থাকছে কংগ্রেসের সভাপতি নির্বাচন

এদিন মোশারফ হোসেন মণ্ডল বলেন, "ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি গতকাল । যদিও পদত্যাগ গৃহীত হওয়ার চিঠি পাইনি । জেলায় কংগ্রেসের ভারাডুবি হয়েছে । ফলে পদে থাকা উচিত নয় বলেই মনে করি । তাই নীতি নৈতিকতার কারণে পদত্যাগ করেছি । আমার বিরুদ্ধে অনাস্থার কথা জানি না ৷"

যদিও জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে নিজে থেকে সরেছেন মোশারফ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.