ETV Bharat / state

জটিলতা কাটায় 2 মাস পর চালু হল ধুলিয়ান ফেরিঘাট

2 মাস ধরে জটিলতা কাটার পর চালু হল ধুলিয়ান পুরসভার সমস্ত ফেরিঘাট । এই নিয়ে এ দিন একটি বৈঠক হয় ৷

dhulian ferry service opened after 2 months
জটিলতা কাটায় দুমাস পর চালু হলো ধুলিয়ান ফেরিঘাট
author img

By

Published : May 25, 2021, 7:46 PM IST

সামশেরগঞ্জ, 25 মে : প্রশাসনিক হস্তক্ষেপে দুমাস পর খুলল ফেরিঘাট । ফেরিঘাটের ইজারদার ও মাঝিদের মধ্যে সমস্যার কারণে টানা দু'মাস ধরে বন্ধ ছিল ধুলিয়ান পুরসভার সমস্ত ফেরিঘাট । অবশেষে মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকে সেই জটিলতা কাটল । যদিও কার্যত লকডাউনে শুধু আপৎকালীন জরুরি পরিষেবা মিলবে ।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, ওসি সমিত তালুকদার ও পৌর প্রশাসক হাসেন আলি বিশ্বাস । ধুলিয়ান পৌরসভা এলাকায় গঙ্গার উপরে দুটি ফেরিঘাট রয়েছে । নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এই ঘাট । প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত চলে । স্কুল কলেজ থেকে শুরু করে বাজারহাট সব কিছুর জন্যই এলাকাবাসীদের একমাত্র ভরসা গঙ্গার ফেরিঘাট ।

আরও পড়ুন: গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ

কিন্তু এপ্রিল মাস থেকে ঘাট মালিক ও মাঝিদের মধ্যে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় পারাপার । ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে । অবশেষে সেই দুর্ভোগ দূর করে চালু হল পারাপার ।

সামশেরগঞ্জ, 25 মে : প্রশাসনিক হস্তক্ষেপে দুমাস পর খুলল ফেরিঘাট । ফেরিঘাটের ইজারদার ও মাঝিদের মধ্যে সমস্যার কারণে টানা দু'মাস ধরে বন্ধ ছিল ধুলিয়ান পুরসভার সমস্ত ফেরিঘাট । অবশেষে মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকে সেই জটিলতা কাটল । যদিও কার্যত লকডাউনে শুধু আপৎকালীন জরুরি পরিষেবা মিলবে ।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, ওসি সমিত তালুকদার ও পৌর প্রশাসক হাসেন আলি বিশ্বাস । ধুলিয়ান পৌরসভা এলাকায় গঙ্গার উপরে দুটি ফেরিঘাট রয়েছে । নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এই ঘাট । প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত চলে । স্কুল কলেজ থেকে শুরু করে বাজারহাট সব কিছুর জন্যই এলাকাবাসীদের একমাত্র ভরসা গঙ্গার ফেরিঘাট ।

আরও পড়ুন: গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ

কিন্তু এপ্রিল মাস থেকে ঘাট মালিক ও মাঝিদের মধ্যে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় পারাপার । ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে । অবশেষে সেই দুর্ভোগ দূর করে চালু হল পারাপার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.