ETV Bharat / state

Domkal News : সংসার ছেড়ে দ্বিতীয় বিয়ে প্রৌঢ়ের, শেষমেশ চরম পরিণতি - couples body recover from rent house in Murshidabad

স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার বাড়ি থেকে ৷ ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগর পুরনো বিডিও মোড় সংলগ্ন এলাকার ৷ পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ় (Man Died by Suicide After killing Wife) ৷

Domkal News
ডোমকলে যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য
author img

By

Published : Jun 1, 2022, 2:09 PM IST

ডোমকল, 1 জুন : জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগর পুরনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় (Man Died by Suicide After killing Wife) ৷ মৃতদের নাম সুনীল কুণ্ডু (55) এবং আন্না হালদার (42) । ঘটনার খবর থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

জানা গিয়েছে, সুনীল কুণ্ডুর বাড়ি ডোমকলের অম্বরপুর এলাকায় । পেশায় ডোমকল ব্লকের খাদ্য দফতরের অস্থায়ী কর্মী ছিলেন । পাশাপাশি তাঁর স্ত্রী আন্না হালদার অঙ্গনওয়াড়ির কর্মী ছিলেন । বাড়ি ডোমকলের মধুরকুলে । দেড় বছর আগে আন্না হালদারের স্বামী মারা যাওয়ার পরই সুনিল কুণ্ডুর সঙ্গে রেজিষ্ট্রি করে বিয়ে হয় তাঁদের । তারপরেই ডোমকলের পুরনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকেন যুগলে ।

আরও পড়ুন : Beldanga Children Murder : সম্পত্তির লোভে ছেলে-মেয়েকে খুন করে পলাতক বাবা

স্থানীয় সূত্রে খবর, সুনীল কুণ্ডুর প্রথম পক্ষের দুই ছেলে ও এক মেয়ে আছে । তাঁদের সঙ্গে যোগাযোগ কমেছে দ্বিতীয় বিবাহের পরেই । যদিও দ্বিতীয় বিয়ের পরে ভাড়া বাড়িতে থেকেও মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকত তাঁদের মধ্যে । এদিন মৃতা আন্না হালদারের বউমা ফোন করছিলেন ৷ অনেকক্ষণ ফোন কেউ না ধরায় সন্দেহ হয় পরিববারের ৷ এরপর আন্না হালদারের পরিবারের লোকজন ওই ভাড়াবাড়িতে খোঁজ করতে আসেন ৷ এসে দেখেন বাড়ির কোলাপসিবল গেটের ভিতর দিক থেকে তালা লাগানো । তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির পিছনের গেট এবং সামনের কোলাপসিবল গেট ভেঙে বাড়িতে প্রবেশ করতেই মেলে আন্না হালদারের মৃতদেহ ৷ পাশের ঘর থেকে উদ্ধার হয় সুনীল কুণ্ডুর মৃতদেহ । আন্না হালদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । তাঁর বিছানা থেকেই উদ্ধার হয় কিটনাশকের বোতল ।

ডোমকলে যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য

পুলিশের অনুমান, স্ত্রী আন্না হালদারকে খুন করে সুনীল কুণ্ডু নিজেই আত্মঘাতী হয়েছেন । ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।

ডোমকল, 1 জুন : জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগর পুরনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় (Man Died by Suicide After killing Wife) ৷ মৃতদের নাম সুনীল কুণ্ডু (55) এবং আন্না হালদার (42) । ঘটনার খবর থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

জানা গিয়েছে, সুনীল কুণ্ডুর বাড়ি ডোমকলের অম্বরপুর এলাকায় । পেশায় ডোমকল ব্লকের খাদ্য দফতরের অস্থায়ী কর্মী ছিলেন । পাশাপাশি তাঁর স্ত্রী আন্না হালদার অঙ্গনওয়াড়ির কর্মী ছিলেন । বাড়ি ডোমকলের মধুরকুলে । দেড় বছর আগে আন্না হালদারের স্বামী মারা যাওয়ার পরই সুনিল কুণ্ডুর সঙ্গে রেজিষ্ট্রি করে বিয়ে হয় তাঁদের । তারপরেই ডোমকলের পুরনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকেন যুগলে ।

আরও পড়ুন : Beldanga Children Murder : সম্পত্তির লোভে ছেলে-মেয়েকে খুন করে পলাতক বাবা

স্থানীয় সূত্রে খবর, সুনীল কুণ্ডুর প্রথম পক্ষের দুই ছেলে ও এক মেয়ে আছে । তাঁদের সঙ্গে যোগাযোগ কমেছে দ্বিতীয় বিবাহের পরেই । যদিও দ্বিতীয় বিয়ের পরে ভাড়া বাড়িতে থেকেও মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকত তাঁদের মধ্যে । এদিন মৃতা আন্না হালদারের বউমা ফোন করছিলেন ৷ অনেকক্ষণ ফোন কেউ না ধরায় সন্দেহ হয় পরিববারের ৷ এরপর আন্না হালদারের পরিবারের লোকজন ওই ভাড়াবাড়িতে খোঁজ করতে আসেন ৷ এসে দেখেন বাড়ির কোলাপসিবল গেটের ভিতর দিক থেকে তালা লাগানো । তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির পিছনের গেট এবং সামনের কোলাপসিবল গেট ভেঙে বাড়িতে প্রবেশ করতেই মেলে আন্না হালদারের মৃতদেহ ৷ পাশের ঘর থেকে উদ্ধার হয় সুনীল কুণ্ডুর মৃতদেহ । আন্না হালদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । তাঁর বিছানা থেকেই উদ্ধার হয় কিটনাশকের বোতল ।

ডোমকলে যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য

পুলিশের অনুমান, স্ত্রী আন্না হালদারকে খুন করে সুনীল কুণ্ডু নিজেই আত্মঘাতী হয়েছেন । ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.