ETV Bharat / state

কান্দিতে বাড়ি তৈরির টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

author img

By

Published : Nov 29, 2019, 7:31 PM IST

Updated : Nov 29, 2019, 8:32 PM IST

'হাউস ফর অল'-র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা হাতে পাচ্ছেন না প্রাপক । কান্দি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুলা চৌধুরির অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস এই টাকা আত্মসাৎ করছেন ৷

Councilor accused for "House for all" project's Money laundering in Kandi, Murshidabad
বাড়ি তৈরির টাকা তছরুপের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

কান্দি, 29 নভেম্বর : বাড়ি তৈরীর টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে । মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ ওই ওয়ার্ডের বাসিন্দা বুলা চৌধুরির অভিযোগ, তাঁদের ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস 'হাউস ফর অল' - এর টাকা তুলে নিয়েছেন ৷ সেকারণে তিনি বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না ৷ গৌরী সিনহা বিশ্বাসের নামে কান্দি মহকুমা শাসকের কাছে অভিযোগও জানিয়েছেন বুলা চৌধুরি ৷

বুলা চৌধুরির অভিযোগ, 'হাউস ফর অল'-র টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তিনি তা হাতে পাচ্ছেন না । বাড়ি নেই, প্রায় দেড় বছর ধরে তিনি খোলা আকাশের নিচে রয়েছেন । বাড়ি তৈরির জন্য সরকারি বরাদ্দ টাকা ঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা তিনি পাচ্ছেন না ৷ অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর সেই টাকা তুলে নিয়েছেন । বুলা চৌধুরি বলেন, "গত অনেক দিন ধরে আমার ব্যাঙ্কের চেক বই, পাস বই নিজের কাছে রেখে দিয়েছেন কাউন্সিলর গৌরী । ফলে বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারছি না । আমি চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ "

ভিডিয়ো শুনুন বক্তব্য

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস । তিনি বলেন, "যার অ্যাকাউন্ট তিনিই তো টাকা তুলতে পারবেন ৷ অন্যজনের অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে টাকা তুলব ? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে ৷" কান্দির মহকুমা শাসক অভীক কুমার দাস, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

কান্দি, 29 নভেম্বর : বাড়ি তৈরীর টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে । মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ ওই ওয়ার্ডের বাসিন্দা বুলা চৌধুরির অভিযোগ, তাঁদের ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস 'হাউস ফর অল' - এর টাকা তুলে নিয়েছেন ৷ সেকারণে তিনি বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না ৷ গৌরী সিনহা বিশ্বাসের নামে কান্দি মহকুমা শাসকের কাছে অভিযোগও জানিয়েছেন বুলা চৌধুরি ৷

বুলা চৌধুরির অভিযোগ, 'হাউস ফর অল'-র টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তিনি তা হাতে পাচ্ছেন না । বাড়ি নেই, প্রায় দেড় বছর ধরে তিনি খোলা আকাশের নিচে রয়েছেন । বাড়ি তৈরির জন্য সরকারি বরাদ্দ টাকা ঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা তিনি পাচ্ছেন না ৷ অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর সেই টাকা তুলে নিয়েছেন । বুলা চৌধুরি বলেন, "গত অনেক দিন ধরে আমার ব্যাঙ্কের চেক বই, পাস বই নিজের কাছে রেখে দিয়েছেন কাউন্সিলর গৌরী । ফলে বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারছি না । আমি চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ "

ভিডিয়ো শুনুন বক্তব্য

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস । তিনি বলেন, "যার অ্যাকাউন্ট তিনিই তো টাকা তুলতে পারবেন ৷ অন্যজনের অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে টাকা তুলব ? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে ৷" কান্দির মহকুমা শাসক অভীক কুমার দাস, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

Intro:বাড়ী তৈরীর টাকা তছরুপের অভিযোগ এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে।Body:বাড়ী তৈরীর টাকা তছরুপের অভিযোগ এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে।

'হাউস ফর অল'-র টাকা ব্যাঙ্ক একাউন্টে ঢুকলেও তা হাতে পাচ্ছেননা প্রাপক। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌরি সিনহা বিশ্বাস সেই টাকা তুলে নিয়েছেন এমনই অভিযোগ নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বুলা চৌধুরি নামের এক মহিলা। ওই মহিলার অভিযোগ প্রায় দেড় বছর সময় ধরে খোলা আকাশের নিচে বাস করছি। বাড়ি তৈরির জন্য সরকারি বরাদ্দ টাকা সময়ে ব্যাঙ্ক একাউন্টে ঢুকলেও তা ওয়ার্ড কাউন্সলার তুলে নিয়েছেন। দীর্ঘ দিন থেকে আমার ব্যাঙ্কের চেক বই, পাস বই নিজের কাছে রেখে দিয়েছেন। ফলে বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারছি না। আমি চাই প্রশাসন যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করার ব্যাবস্থা করুক। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই কাউন্সিলর। তবে কান্দির মহকুমা শাসক অভিক কুমার দাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।Conclusion:কান্দির মহকুমা শাসক অভিক কুমার দাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
Last Updated : Nov 29, 2019, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.