ETV Bharat / state

মুর্শিদাবাদের কাপাসডাঙায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী - গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

শনিবার সকালে কাপাসডাঙার শিবনগর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বাধে। গুলিবিদ্ধ হন মিনারুল শেখ। তাঁর পেটে ও বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

Congress member Kapasdanga, Murshidabad
কংগ্রেস কর্মী
author img

By

Published : Apr 25, 2020, 4:39 PM IST

মুর্শিদাবাদ, 25 এপ্রিল: দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরে। প্রাথমিকভাব জখম যুব কংগ্রেসকর্মীকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরের বাসিন্দা গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী মিনারুল শেখ (38)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল। ভেতরে ভেতরে উত্তেজনা ছিল। শনিবার সকালে সেই বিবাদ চরমে ওঠে। বচসা থেকে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। তখনই গুলি চালানোর ঘটনা ঘটে। যাতে গুরুতর জখম হন যুব কংগ্রেসকর্মী মিানারুল শেখ।

এদিকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কর্মী লোমমান শেখের নেতৃত্বে দুষ্কৃতীরা মিনারুলের উপর হামলা চালিয়েছে। মিনারুলকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালানো হয় বলেও দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। ঘটনায় বুকে ও পেটে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলেও দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে লকডাউনের মধ্যে গ্রামে গুলিগোলা চলায় ও এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চরম উত্তেজনা শিবনগরে গ্রামে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। অন্যদিকে থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই হামলার জন্য দায়ি। মিনারুল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

মুর্শিদাবাদ, 25 এপ্রিল: দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরে। প্রাথমিকভাব জখম যুব কংগ্রেসকর্মীকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরের বাসিন্দা গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী মিনারুল শেখ (38)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল। ভেতরে ভেতরে উত্তেজনা ছিল। শনিবার সকালে সেই বিবাদ চরমে ওঠে। বচসা থেকে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। তখনই গুলি চালানোর ঘটনা ঘটে। যাতে গুরুতর জখম হন যুব কংগ্রেসকর্মী মিানারুল শেখ।

এদিকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কর্মী লোমমান শেখের নেতৃত্বে দুষ্কৃতীরা মিনারুলের উপর হামলা চালিয়েছে। মিনারুলকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালানো হয় বলেও দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। ঘটনায় বুকে ও পেটে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলেও দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে লকডাউনের মধ্যে গ্রামে গুলিগোলা চলায় ও এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চরম উত্তেজনা শিবনগরে গ্রামে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। অন্যদিকে থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই হামলার জন্য দায়ি। মিনারুল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.