ETV Bharat / state

Adhir appeals to Biman: সাগরদিঘীতে সমর্থন চেয়ে বিমানকে চিঠি অধীরের, জোটে সায় বাম শরিকদেরও

আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘী বিধানসভা আসনে উপনির্বাচন (Sagardighi Bye Election) ৷ তৃণমূলের সুব্রত সাহার প্রয়াণে ওই কেন্দ্রে ফের ভোট হচ্ছে ৷ কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করলেও এখনও বামেরা কারও নাম জানায়নি ৷ তার আগে কংগ্রেস প্রার্থীর জন্য সমর্থন চেয়ে বিমান বসুকে চিঠি লিখলেন অধীর চৌধুরী ৷

Adhir appeals to Biman
Adhir appeals to Biman
author img

By

Published : Feb 3, 2023, 4:04 AM IST

কলকাতা ও বহরমপুর, 2 জানুয়ারি: বাংলায় উপনির্বাচনের আগে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhury) বামফ্রন্টের সমর্থন চেয়ে চিঠি লিখলেন বিমান বসুকে (CPIM Leader Biman Basu) । নির্বাচন কমিশন 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে । রাজ্যের রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি তাদের প্রার্থী ঘোষণা করেছে । তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে ৷ আর বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মনোনীত করেছে দিলীপ সাহাকে ।

অন্যদিকে কংগ্রেসের তরফে বাইরণ বিশ্বাসকে প্রার্থী করেছে । বৃহস্পতিবার পর্যন্ত ওই কেন্দ্রে বামেদের তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি । মনোনয়ন জমার শেষ তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছেন বলেই আলমুদ্দিন স্ট্রিট ও বিধানভবন সূত্রে খবর ।

রাজ্য বামফ্রন্ট সূত্রে খবর, সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসকেই সমর্থন করার কথা ভাবা হচ্ছে । কারণ, বাম-কংগ্রেস উভয়ের কাছে যাহাই তৃণমূল, তাহাই বিজেপি । একথা বারবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কিংবা কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর মুখে শোনা গিয়েছে ৷ শুধু তাই নয়, সিপিএম ছাড়াও অন্যান্য বাম শরিকদেরও বক্তব্য, সাগরদিঘীতে কংগ্রেসের হাত ধরা ছাড়া বামেদের কোনও উপায় নেই । বরং, হাত না ধরলেই বোকামি হবে ।

চিঠিতে বিমান বসুকে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন, "আমি আপনাকে বাম দলগুলির জেলা নেতৃত্বকে আমাদের প্রার্থীর পক্ষে তাদের পূর্ণ রাজনৈতিক সমর্থন করতে ও উক্ত নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি । আমার বিশ্বাস যে বাম ও কংগ্রেস যদি ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৷ যদি বিরোধী ভোটগুলি বিভক্ত না হয় ও মেরুকরণ না হয়, তবে কংগ্রেস প্রার্থী জয়ী হতে সক্ষম হবে ।"

Congress
মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর মনোয়ন পেশ৷ বৃহস্পতিবার বহরমপুরে৷

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বাম কংগ্রেসের লক্ষ্য কার্যত একই । সেকথা স্মরণ করিয়ে চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী আরও লিখেছেন, "আমাদের লক্ষ্য যখন বাংলাকে লুণ্ঠনকারী, চোর এবং দুর্নীতিবাজদের শাসন থেকে মুক্ত করা, তখন আমরা সময়ের আহ্বানকে অস্বীকার করতে পারি না । পশ্চিমবঙ্গে যে অত্যাচারী ও স্বৈরাচারী সরকারের পরাজয় নিশ্চিত করতে আমাদের একসঙ্গে লড়াই করা উচিত ।"

এদিকে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন কংগ্রেসের প্রার্থী ৷ এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে তিনি প্রশাসনিক ভবনে যান মনোনয়ন পত্র জমা দিতে । মনোনয়ন পেশের পর তিনি জানিয়েছেন যে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী । এছাড়া তিনি সাগরদিঘী উপ নির্বাচনে বাম ও কংগ্রেস জোট হতে পারে বলে ইঙ্গিত দেন ৷ তিনি বলেন, ‘‘সিপিএম আমাকে সমর্থন করছে । কংগ্রেস মনোনীত প্রার্থী হলেও আমি জোটের প্রার্থী হিসাবেই নিজেকে মনে করছি । আমি যতদূর জানি সিপিএম আমাকে সমর্থন করছে ।’’ এদিন তিনি যখন জোটের পক্ষে সওয়াল করেন, তখন তাঁর সঙ্গেই ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ৷

সাগরদিঘীর বিধায়ক ছিলেন সুব্রত সাহা৷ কংগ্রেসের গড়ে 2011 সালে তিনি ছিলেন একমাত্র তৃণমূল বিধায়ক ৷ 2021 পর্যন্ত পরপর তিনবার তিনি জিতেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ৷ সম্প্রতি তাঁর মৃত্যু হয় ৷ তার পরই এই কেন্দ্রে উপ নির্বাচন করাচ্ছে নির্বাচন কমিশন ৷ আগামী 27 ফেব্রুয়ারি ভোট৷ ফল ঘোষণা 2 মার্চ ৷

আরও পড়ুন: সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ব্যারণ বিশ্বাস

কলকাতা ও বহরমপুর, 2 জানুয়ারি: বাংলায় উপনির্বাচনের আগে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhury) বামফ্রন্টের সমর্থন চেয়ে চিঠি লিখলেন বিমান বসুকে (CPIM Leader Biman Basu) । নির্বাচন কমিশন 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে । রাজ্যের রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি তাদের প্রার্থী ঘোষণা করেছে । তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে ৷ আর বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মনোনীত করেছে দিলীপ সাহাকে ।

অন্যদিকে কংগ্রেসের তরফে বাইরণ বিশ্বাসকে প্রার্থী করেছে । বৃহস্পতিবার পর্যন্ত ওই কেন্দ্রে বামেদের তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি । মনোনয়ন জমার শেষ তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছেন বলেই আলমুদ্দিন স্ট্রিট ও বিধানভবন সূত্রে খবর ।

রাজ্য বামফ্রন্ট সূত্রে খবর, সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসকেই সমর্থন করার কথা ভাবা হচ্ছে । কারণ, বাম-কংগ্রেস উভয়ের কাছে যাহাই তৃণমূল, তাহাই বিজেপি । একথা বারবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কিংবা কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর মুখে শোনা গিয়েছে ৷ শুধু তাই নয়, সিপিএম ছাড়াও অন্যান্য বাম শরিকদেরও বক্তব্য, সাগরদিঘীতে কংগ্রেসের হাত ধরা ছাড়া বামেদের কোনও উপায় নেই । বরং, হাত না ধরলেই বোকামি হবে ।

চিঠিতে বিমান বসুকে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন, "আমি আপনাকে বাম দলগুলির জেলা নেতৃত্বকে আমাদের প্রার্থীর পক্ষে তাদের পূর্ণ রাজনৈতিক সমর্থন করতে ও উক্ত নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি । আমার বিশ্বাস যে বাম ও কংগ্রেস যদি ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৷ যদি বিরোধী ভোটগুলি বিভক্ত না হয় ও মেরুকরণ না হয়, তবে কংগ্রেস প্রার্থী জয়ী হতে সক্ষম হবে ।"

Congress
মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর মনোয়ন পেশ৷ বৃহস্পতিবার বহরমপুরে৷

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বাম কংগ্রেসের লক্ষ্য কার্যত একই । সেকথা স্মরণ করিয়ে চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী আরও লিখেছেন, "আমাদের লক্ষ্য যখন বাংলাকে লুণ্ঠনকারী, চোর এবং দুর্নীতিবাজদের শাসন থেকে মুক্ত করা, তখন আমরা সময়ের আহ্বানকে অস্বীকার করতে পারি না । পশ্চিমবঙ্গে যে অত্যাচারী ও স্বৈরাচারী সরকারের পরাজয় নিশ্চিত করতে আমাদের একসঙ্গে লড়াই করা উচিত ।"

এদিকে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন কংগ্রেসের প্রার্থী ৷ এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে তিনি প্রশাসনিক ভবনে যান মনোনয়ন পত্র জমা দিতে । মনোনয়ন পেশের পর তিনি জানিয়েছেন যে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী । এছাড়া তিনি সাগরদিঘী উপ নির্বাচনে বাম ও কংগ্রেস জোট হতে পারে বলে ইঙ্গিত দেন ৷ তিনি বলেন, ‘‘সিপিএম আমাকে সমর্থন করছে । কংগ্রেস মনোনীত প্রার্থী হলেও আমি জোটের প্রার্থী হিসাবেই নিজেকে মনে করছি । আমি যতদূর জানি সিপিএম আমাকে সমর্থন করছে ।’’ এদিন তিনি যখন জোটের পক্ষে সওয়াল করেন, তখন তাঁর সঙ্গেই ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ৷

সাগরদিঘীর বিধায়ক ছিলেন সুব্রত সাহা৷ কংগ্রেসের গড়ে 2011 সালে তিনি ছিলেন একমাত্র তৃণমূল বিধায়ক ৷ 2021 পর্যন্ত পরপর তিনবার তিনি জিতেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ৷ সম্প্রতি তাঁর মৃত্যু হয় ৷ তার পরই এই কেন্দ্রে উপ নির্বাচন করাচ্ছে নির্বাচন কমিশন ৷ আগামী 27 ফেব্রুয়ারি ভোট৷ ফল ঘোষণা 2 মার্চ ৷

আরও পড়ুন: সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ব্যারণ বিশ্বাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.