কান্দি, 13 জানুয়ারি : দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন । চারিদিকে ভোটের দামামা বাজছে । শাসক-বিরোধী নানা কর্মসূচি প্রতিদিনই পালিত হচ্ছে । আজ কান্দিতে ভারতীয় জনতা দলের নেতা কর্মীরা "আর নয় অন্যায়" কর্মসূচি পালন করেন মিছিলের মধ্য দিয়ে ।
মহিলা ও শিশুদের সুরক্ষা, বেকরত্ব হ্রাস সহ একাধিক দাবি নিয়ে পথে নামল বিজেপির নেতা কর্মীরা । কান্দির জেমো ইন্দ্রতলা থেকে কান্দি বাস স্ট্যান্ড হয়ে থানার মোড় পর্যন্ত চলে মিছিল । আজ মুর্শিদাবাদের জেলা বিজেপি সভাপতি গৌরিশংকর ঘোষের নেতৃত্বে এই মিছিল হয় ।
আরও পড়ুন : বিজেপির কর্মসূচি বানচালের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মহিলা মোর্চার
আজকের মিছিল থেকে গৌরি বাবু বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও রাজ্যের মহিলা ও বাচ্চাদের কোনও সুরক্ষা নেই । বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । আর এই বেকারত্বের কারণে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে মানুষ । কৃষকেরা তাদের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না । দালালরা তাদের নূন্যতম পাওনা আত্মসাৎ করছে । মানুষের ভালোর স্বার্থে বিজেপি পাশে আছে । আর থাকবে । তার জন্যই এই মিছিল ।"
এই মিছিলে উপস্থিত ছিলেন, দলে সদ্য যোগদানকারী দেবজ্যোতি রায়, সান্ত্বনা রায়, কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায় সহ অন্যান্য কর্মীগণ । মিছিলে কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।