রঘুনাথগঞ্জ (মুর্শিদাবাদ), 24 এপ্রিল: বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৷ অভিযোগ, বাইক আরোহীরা সকলেই মদ্যপ ছিলেন ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রতিবাদ করাতেই গভীর রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল রঘুনাথগঞ্জ । তার পর বাইক বাহিনী গুলি ও বোমায় এলাকায় সন্ত্রাস চালিয়েছে ৷ আতঙ্কে রাতভর দু’চোখের পাতা এক করতে পারেননি বলে রঘুনাথগঞ্জ থানার সামশুল মোড়ের বাসিন্দারা দাবি করেছেন ।
পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন রঘুনাথগঞ্জের ওই এলাকার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও অনেক দেরিতে পুলিশ পৌঁছান ৷ তাই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা । যদিও এই ঘটনায় এখনও কাউকে পুলিশ আটক করতে পারেনি ৷ ফলে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ উঠতে শুরু করেছে । এই নিয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
রঘুনাথগঞ্জের সামশুল মোড়ের বাসিন্দাদের দাবি, রবিবার রাত একটা নাগাদ এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায় । মদ্যপ অবস্থায় তারা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলে বাসিন্দারা দরজা খুলে বেরিয়ে এসে প্রতিবাদ করে । তাতেই চরম বিশৃঙ্খলা তৈরি হয় । বাসিন্দাদের চাপে একসময় ফিরে যায় মদ্যপ বাইক বাহিনী ।
স্থানীয়দের অভিযোগ, ঘণ্টা দেড়েক পরেই এলাকায় শুরু হয় বোমাবাজি । শোনা যায় বুলেটের আওয়াজও । মুড়ি মুড়কির মতো বোমা ও গুলি চালিয়ে ফের এলাকা ছাড়ে দুস্কৃতীরা । ভয়ে বাড়ি থেকে বের হতে পারেননি কেউ । পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে পৌঁছায় । আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা । তাঁদের দাবি, প্রশাসনের নিস্ক্রিয়তায় এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে ৷
এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে সামশুল মোড়ে বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে ৷ দিন-রাত সারাক্ষণ এই তাণ্ডব চলছে ৷ বেপরোয়া বাইক চলাচল আটকাতে দিনেরবেলা পুলিশি অভিযান চলেছে ৷ অনেকককে আটকও করেছে পুলিশ ৷ তার পরও দুর্ঘটনা ঠেকানো যায়নি ৷ বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে৷ এক জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন আটজন ৷ ওই আটজনের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷
আরও পড়ুন: বিয়ের আগেই নাবালিকা খুন ! হবু স্বামীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পরিবারের