বহরমপুর, 30 অগাস্ট : আগামীকাল থেকে শুরু হতে চলেছে অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি ৷ আজ বিকেলে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা ৷ বৈঠকে এই বিষয়ে কোনও সমাধান সূত্র না বের হওয়ায় তাঁদের এই সিদ্ধান্ত বলে জানা গেছে ৷ এর জেরে আগামীকাল থেকেই অচলাবস্থা দেখা দিতে চলেছে বহরমপুর পৌরসভা এলাকায় ৷ সাফাই কর্মীদের পাশাপাশি বেতন বৃদ্ধি ও বোনাসের দাবি তুলে সরব হয়েছেন পৌরসভা এলাকার স্কুলগুলির মিড ডে মিলের রান্নার কর্মীরাও ।
বহরমপুর পৌরসভার প্রজেক্ট কো-অর্ডিনেটর নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, "ফের আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে । দ্রুত কোনও সমাধান সূত্র মিলবে ।" একমাস আগে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু, একমাস পরেও এবিষয়ে কোনও পদক্ষেপ করেনি বহরমপুর পৌরসভা ৷ তাই আজ এই নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা । কিন্তু দীর্ঘক্ষণ আলোচনায় কোনও সমাধান সূত্র বের না হওয়ায় বাইরে বেরিয়ে সাফাই কর্মীরা অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতির ডাক দেন ।
পৌরসভার এক সাফাই কর্মী বলেন, "আমাদের বেতন বাড়ানো হবে সেই আশ্বাসেই মাত্র ছ’হাজার টাকায় আমরা এতদিন কাজ করে এসেছি ৷ স্থায়ীকরণ নিয়েও পৌর কর্তৃপক্ষের মধ্যে অগোছালো মনোভাব রয়েছে । ফলে আমরা কর্মবিরতির পথেই হাঁটতে বাধ্য হয়েছি । কর্মবিরতি ঘোষণা করে আজ বহরমপুরে প্রতিবাদ মিছিল করে অস্থায়ী কর্মীরা । অপরদিকে মিড ডে মিলের কর্মী রাখি হালদার বলেন, "আমরা দিনে 50 টাকা মজুরিতে কাজ করি । সেই হিসাবে পুরো মাসের বেতনও দেওয়া হয় না । না আছে বোনাস, না আছে বেতন বৃদ্ধির কোন আশ্বাস । এভাবে আমরা কাজ চালাতে পারব না ।"