ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বহরমপুরে কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে - বহরমপুরে হামলা

বহরমপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা ৷ অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (Bengal Civic Polls 2022) ৷

Congress Candidate House Attack
বহরমপুরে কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজা ভাঙা
author img

By

Published : Feb 11, 2022, 11:20 AM IST

Updated : Feb 11, 2022, 12:59 PM IST

বহরমপুর, 11 ফেব্রুয়ারি : কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা ৷ বৃহস্পতিবারের পর শুক্রবার রাতে বহরমপুরে ফের কংগ্রেস প্রার্থীর বাড়ি আক্রমণের অভিযোগ উঠল । বহরমপুর পৌরনিগমের 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়ি এসে তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করে দুষ্কৃতীরা, ভাঙচুর করে চলে যায় (Attack on congress candidate house in Berhampore Murshidabad) ।

অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷ শম্ভু কর্মকার জানান, রাত সাড়ে এগারোটার নাগাদ তিনি বাড়িতে খাওয়াদাওয়া সেরে কাগজ পড়ছিলেন ৷ সেই সময় গলিতে কিছু ছেলের হইচইয়ের আওয়াজ পান তিনি ৷ তারা তাঁর বাড়ির বাইরে থেকে তাঁকে উদ্দেশ্যে করে গালিগালাজ করে, হুমকি দেয় ৷ লাথি মেরে বাড়ির দুটো দরজাই ভেঙে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা ৷ এছাড়া নির্দিষ্ট কোনও মন্তব্য করেনি হামলাকারীরা ৷ আতঙ্কে রয়েছেন প্রার্থী-সহ তাঁর পরিবার।

বহরমপুরে 13 নং ওয়ার্ডের প্রার্থী কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : 29 দিনের বাচ্চা কোলে নিয়ে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর

ঘটনার দায় চাপানো হয়েছে তৃণমূল কংগ্রেসের উপরেই । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল প্রার্থী অপূর্ব দাস বলেন, "ভোট এসেছে ৷ তাই বিরোধীরা বিভিন্ন ভাবে চক্রান্ত করবে ৷" তাঁর দাবি বহরমপুর শহরে তৃণমূল কখনও এমন রাজনীতি করেনি ৷ তিনি আশ্বাস দিয়েছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায় রয়েছেন ৷ তাই বহরমপুরবাসী নিশ্চিন্তে থাকতে পারেন, ভোটপর্ব খুব সুন্দর হবে ৷

অধীর গড়েই একের পর এক কংগ্রেস প্রার্থীর উপর হামলার ঘটনায় বহরমপুরে উত্তেজনার পারদ চড়ছে । এর আগে বৃহস্পতিবার রাতে 3 নম্বর ওয়ার্ডে মহিলা প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রার্থী ও তাঁর স্বামী । শুক্রবার রাতে ফের 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা ।

অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে । অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ ।

বহরমপুর, 11 ফেব্রুয়ারি : কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা ৷ বৃহস্পতিবারের পর শুক্রবার রাতে বহরমপুরে ফের কংগ্রেস প্রার্থীর বাড়ি আক্রমণের অভিযোগ উঠল । বহরমপুর পৌরনিগমের 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়ি এসে তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করে দুষ্কৃতীরা, ভাঙচুর করে চলে যায় (Attack on congress candidate house in Berhampore Murshidabad) ।

অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷ শম্ভু কর্মকার জানান, রাত সাড়ে এগারোটার নাগাদ তিনি বাড়িতে খাওয়াদাওয়া সেরে কাগজ পড়ছিলেন ৷ সেই সময় গলিতে কিছু ছেলের হইচইয়ের আওয়াজ পান তিনি ৷ তারা তাঁর বাড়ির বাইরে থেকে তাঁকে উদ্দেশ্যে করে গালিগালাজ করে, হুমকি দেয় ৷ লাথি মেরে বাড়ির দুটো দরজাই ভেঙে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা ৷ এছাড়া নির্দিষ্ট কোনও মন্তব্য করেনি হামলাকারীরা ৷ আতঙ্কে রয়েছেন প্রার্থী-সহ তাঁর পরিবার।

বহরমপুরে 13 নং ওয়ার্ডের প্রার্থী কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : 29 দিনের বাচ্চা কোলে নিয়ে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর

ঘটনার দায় চাপানো হয়েছে তৃণমূল কংগ্রেসের উপরেই । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল প্রার্থী অপূর্ব দাস বলেন, "ভোট এসেছে ৷ তাই বিরোধীরা বিভিন্ন ভাবে চক্রান্ত করবে ৷" তাঁর দাবি বহরমপুর শহরে তৃণমূল কখনও এমন রাজনীতি করেনি ৷ তিনি আশ্বাস দিয়েছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায় রয়েছেন ৷ তাই বহরমপুরবাসী নিশ্চিন্তে থাকতে পারেন, ভোটপর্ব খুব সুন্দর হবে ৷

অধীর গড়েই একের পর এক কংগ্রেস প্রার্থীর উপর হামলার ঘটনায় বহরমপুরে উত্তেজনার পারদ চড়ছে । এর আগে বৃহস্পতিবার রাতে 3 নম্বর ওয়ার্ডে মহিলা প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রার্থী ও তাঁর স্বামী । শুক্রবার রাতে ফের 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা ।

অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে । অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ ।

Last Updated : Feb 11, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.