ETV Bharat / state

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ফরাক্কায় গ্রেফতার অস্ত্র কারবারি - ফরাক্কা

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 7.6 বোরের 8টি অটোমেটিক পিস্তল, 184 রাউন্ড কার্তুজ ও 8টি ম্যাগাজিন ।

s
s
author img

By

Published : Jul 6, 2021, 12:58 PM IST

ফরাক্কা, 6 জুলাই : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ । সোমবার সন্ধ্যায় ওই অস্ত্র কারবারিকে ফরাক্কা ব্যারেজের মুখ থেকে গ্রেফতার করা হয় ।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 7.6 বোরের 8টি অটোমেটিক পিস্তল, 184 রাউন্ড কার্তুজ ও 8টি ম্যাগাজিন । ধৃতের নাম বদরোদ্দাজা শেখ । বাড়ি মালদা জেলার কালিয়াচকে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র সংগ্রহ করে মালদার কালিয়াচকে হাতবদল করতে যাচ্ছিল ৷ মালদায় তা কাকে দেওয়া হত তা খতিয়ে দেখা হচ্ছে ।

গ্রেফতার অস্ত্র কারবারি

আরও পড়ুন : 2টি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানান, এসটিএফ (STF) সূত্রে খবর পেয়ে সোমবার ফরাক্কা ব্যারেজে নাকা চেকিং বসানো হয় । সন্ধ্যে নাগাদ একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয় । এর পরই বদরোদ্দাজা শেখকে গ্রেফতার করা হয় ৷ গাড়িটিও আটক করা হয় । আজ ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

ফরাক্কা, 6 জুলাই : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ । সোমবার সন্ধ্যায় ওই অস্ত্র কারবারিকে ফরাক্কা ব্যারেজের মুখ থেকে গ্রেফতার করা হয় ।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 7.6 বোরের 8টি অটোমেটিক পিস্তল, 184 রাউন্ড কার্তুজ ও 8টি ম্যাগাজিন । ধৃতের নাম বদরোদ্দাজা শেখ । বাড়ি মালদা জেলার কালিয়াচকে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র সংগ্রহ করে মালদার কালিয়াচকে হাতবদল করতে যাচ্ছিল ৷ মালদায় তা কাকে দেওয়া হত তা খতিয়ে দেখা হচ্ছে ।

গ্রেফতার অস্ত্র কারবারি

আরও পড়ুন : 2টি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানান, এসটিএফ (STF) সূত্রে খবর পেয়ে সোমবার ফরাক্কা ব্যারেজে নাকা চেকিং বসানো হয় । সন্ধ্যে নাগাদ একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয় । এর পরই বদরোদ্দাজা শেখকে গ্রেফতার করা হয় ৷ গাড়িটিও আটক করা হয় । আজ ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.