ETV Bharat / state

Maternal Death চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যালে - মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ৷ ঘটনাটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ (Maternal Death in Murshidabad Medical) ৷

Maternal Death
চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ
author img

By

Published : Aug 12, 2022, 7:29 PM IST

বহরমপুর, 12 অগস্ট: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maternal Death in Murshidabad Medical)। বৃহস্পতিবার রাতে রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হয় বলে অভিযোগ । পালটা রোগীর এক আত্মীয়কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । মৃত প্রসূতির নাম জারিয়া খাতুন (24) । বাড়ি বহরমপুর থানার গজধর এলাকার শোলাডাঙায় ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় জারিনা খাতুনকে । সন্ধ্যা 6টা নাগাদ রক্তের প্রয়োজন পড়ে প্রসূতির । প্রসূতির আত্মীয়রা ব্লাড ব্যাংকে রক্তদাতা নিয়ে হাজির হলেও রক্ত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ । রক্তের অভাবে আটটা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় হাসপাতালে । কর্তৃপক্ষের উপর চড়াও হয় মৃতের পরিজনরা ।

চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ

আরও পড়ুন: অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সন্তানের নামে এক লাখ টাকার ফিক্সড ডিপোজ়িটের নির্দেশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ । রোগীর এক আত্মীয়কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । মাতৃমা বিভাগের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে রোগীর আত্মীয়দের ।

বহরমপুর, 12 অগস্ট: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maternal Death in Murshidabad Medical)। বৃহস্পতিবার রাতে রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হয় বলে অভিযোগ । পালটা রোগীর এক আত্মীয়কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । মৃত প্রসূতির নাম জারিয়া খাতুন (24) । বাড়ি বহরমপুর থানার গজধর এলাকার শোলাডাঙায় ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় জারিনা খাতুনকে । সন্ধ্যা 6টা নাগাদ রক্তের প্রয়োজন পড়ে প্রসূতির । প্রসূতির আত্মীয়রা ব্লাড ব্যাংকে রক্তদাতা নিয়ে হাজির হলেও রক্ত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ । রক্তের অভাবে আটটা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় হাসপাতালে । কর্তৃপক্ষের উপর চড়াও হয় মৃতের পরিজনরা ।

চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ

আরও পড়ুন: অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, সন্তানের নামে এক লাখ টাকার ফিক্সড ডিপোজ়িটের নির্দেশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ । রোগীর এক আত্মীয়কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । মাতৃমা বিভাগের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে রোগীর আত্মীয়দের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.