ETV Bharat / state

আজও স্বাভাবিক হল না মুর্শিদাবাদ, 4 দিনে গ্রেপ্তার 160

শুক্রবার থেকে আজ পর্যন্ত মোট 160 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । কিন্তু আজও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয় । মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে । পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় নেট পরিষেবা বন্ধ থাকবে ।"

author img

By

Published : Dec 16, 2019, 10:12 PM IST

Updated : Dec 16, 2019, 10:18 PM IST

ফাইল ফোটো
ফাইল ফোটো

বহরমপুর, 16 ডিসেম্বর : আজও স্বাভাবিক হল না মুর্শিদাবাদ । বিক্ষোভ- প্রতিবাদের মধ্যেই বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থাকল জেলা ।নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে শুক্রবার থেকে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জেলা । এই ঘটনায় আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 160 জনকে । সুতির দু'টি ব্লকে জারি রয়েছে 144 ধারা ।

নাগরিকত্ব(সংশোধনী) আইন -এর প্রতিবাদে শুক্রবার থেকে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । অশান্তি এড়াতে 6 টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট । মুর্শিদাবাদের ভালুকা স্টেশন, সারগাছি স্টেশন, লালগোলা, বেলডাঙা স্টেশন, রেজিনগরে গন্ডগোল হয় । লালগোলার কৃষ্ণপুরে আগুন ধরিয়ে দেওয়া হয় লালগোলা প্যাসেঞ্জারে । আগুন ধরিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও । পরিস্থিতি সামাল দিতে পুলিশ নামালেও কাজ হয়নি । পুলিশকে লক্ষ্য করেই হামলা হয় । এই ঘটনায় শুক্রবার থেকে আজ পর্যন্ত মোট 160 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । কিন্তু আজও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয় । মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে । পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় নেট পরিষেবা বন্ধ থাকবে ।"

আজ সকালে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা রঘুনাথগঞ্জে জমায়েত হতে শুরু করে । পরে তারা মিছিল করে উমরপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে । তবে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি বেসামাল হয়নি । অন্যদিকে, আজ জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রেল স্টেশন পরিদর্শন করেন স্থানীয় সাংসদ অধীর চৌধুরি । পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন তিনি । পাশাপাশি মানুষকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার জন্য প্রচার চালান ।

বহরমপুর, 16 ডিসেম্বর : আজও স্বাভাবিক হল না মুর্শিদাবাদ । বিক্ষোভ- প্রতিবাদের মধ্যেই বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থাকল জেলা ।নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে শুক্রবার থেকে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জেলা । এই ঘটনায় আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 160 জনকে । সুতির দু'টি ব্লকে জারি রয়েছে 144 ধারা ।

নাগরিকত্ব(সংশোধনী) আইন -এর প্রতিবাদে শুক্রবার থেকে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । অশান্তি এড়াতে 6 টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট । মুর্শিদাবাদের ভালুকা স্টেশন, সারগাছি স্টেশন, লালগোলা, বেলডাঙা স্টেশন, রেজিনগরে গন্ডগোল হয় । লালগোলার কৃষ্ণপুরে আগুন ধরিয়ে দেওয়া হয় লালগোলা প্যাসেঞ্জারে । আগুন ধরিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও । পরিস্থিতি সামাল দিতে পুলিশ নামালেও কাজ হয়নি । পুলিশকে লক্ষ্য করেই হামলা হয় । এই ঘটনায় শুক্রবার থেকে আজ পর্যন্ত মোট 160 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । কিন্তু আজও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয় । মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে । পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় নেট পরিষেবা বন্ধ থাকবে ।"

আজ সকালে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা রঘুনাথগঞ্জে জমায়েত হতে শুরু করে । পরে তারা মিছিল করে উমরপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে । তবে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি বেসামাল হয়নি । অন্যদিকে, আজ জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রেল স্টেশন পরিদর্শন করেন স্থানীয় সাংসদ অধীর চৌধুরি । পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন তিনি । পাশাপাশি মানুষকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার জন্য প্রচার চালান ।

Intro:বহরমপুরে হাসপাতালে জখম জওয়ানের সঙ্গে দেখা করে গেলেন বিএসএফের আইজি। Body:বহরমপুর - গুলিবিদ্ধ জখম জওয়ান দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এলেন বিএসএফের আইজি ওয়াই বি খুরানিয়া। এদিন তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুলটি ওয়ার্ডে জখম রাজবীর সিংয়ের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে বেশ কিছুক্ষন কথাও বলেন। পরে তিনি সাংবাদিকদের সামনে বলেন, রাজবীর সিং ধীরে ধীরে সুস্থ হচ্ছে। বেটার চিকিৎসার জন্য আজই তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে আইজি এদিনও নিখোঁজ মৎস্যজীবী সম্পর্কে মুখ খোলেন নি।
গত বৃহস্পতিবার এক মৎস্যজীবীকে আটকে রাখায় পদ্মার উপর বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। কিন্তু ফ্ল্যাগ মিটিং চলাওকালিন বিজিবি পাঁচটি বোট ধীরে ধীরে বিএসএফের বোট সহ পঁচ জওয়ানকে আটক করার পরিকল্পনা নেয়। পরিস্থিতি বুঝতে পেরে বোটের চালক রাজবীর সিং বোট ঘুরিয়ে ভারত সিমান্তের দিকা মোড় নেয়। সেই সময় এলোপাথারি গুলি চালায় বিজিবি। ঘটনায় মৃত্যু হয় হেড কনস্টবল বিজয় ভান সিং। হাতে গুলি লাগে রাজবীর সংয়ের। আজ তাকেই হাসপাতালে দেখতে আসেন আইজি। এখনও ভারতের এক মৎস্যজীবী বিজিবির কব্জায় রয়েছে। মৎস্যজীবীকে ফেরাতে দুই দেশের শীর্ষ কর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে।Conclusion:এখনও নিখোঁজ এক ভারতীয় মৎস্যজীবী।
Last Updated : Dec 16, 2019, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.