ETV Bharat / state

পিক আপ ভ্যান উল্টে মৃত এক , আহত পাঁচ - বহরমপুর

পেয়ারা বোঝাই পিক আপ ভ্যান উল্টে মৃত এক , আহত পাঁচ ৷

পিক আপ ভ্যান উল্টে মৃত এক জখম পাঁচ
পিক আপ ভ্যান উল্টে মৃত এক জখম পাঁচ
author img

By

Published : May 7, 2021, 9:36 AM IST

রেজিনগর , 7 মে : মুর্শিদাবাদের রেজিনগর থানার মাঙ্গনপাড়া চেকপোষ্টে কাছে পিকআপ ভ্যান উল্টে মৃত এক ৷ মৃতের নাম আলাউদফিন শেখ ৷

দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও পাঁচ জন । দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন রেজিনগর থানার পুলিশ ৷ পুলিশি তৎপরতায় আহতদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বেলডাঙা হালপাতালে ৷

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের নতুন ঠিকানা যুবভারতী

স্থানীয় সূত্রে খবর , আহত এবং নিহত উভয়েরই বাড়িই পলাশিতে ৷

পিক আপ ভ্যান উল্টে মৃত এক , জখম পাঁচ

প্রত্যক্ষদর্শী বলেন , ' পেয়ারা বোঝাই গাড়ি টি যখন পলাশি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল , তখন উল্টো দিক থেকে আরেকটি গাড়ি নিয়ম ভেঙে এই গাড়ি টির সামনে এসে পড়লে , গাড়িটি ব্রেক কষে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পেয়ারা বোঝাই গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত হয় একজনের ৷... বাকি পাঁচ জন বেলডাঙা হাসপাতালে চিকিৎসাধীন ৷ '

রেজিনগর , 7 মে : মুর্শিদাবাদের রেজিনগর থানার মাঙ্গনপাড়া চেকপোষ্টে কাছে পিকআপ ভ্যান উল্টে মৃত এক ৷ মৃতের নাম আলাউদফিন শেখ ৷

দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও পাঁচ জন । দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন রেজিনগর থানার পুলিশ ৷ পুলিশি তৎপরতায় আহতদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বেলডাঙা হালপাতালে ৷

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের নতুন ঠিকানা যুবভারতী

স্থানীয় সূত্রে খবর , আহত এবং নিহত উভয়েরই বাড়িই পলাশিতে ৷

পিক আপ ভ্যান উল্টে মৃত এক , জখম পাঁচ

প্রত্যক্ষদর্শী বলেন , ' পেয়ারা বোঝাই গাড়ি টি যখন পলাশি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল , তখন উল্টো দিক থেকে আরেকটি গাড়ি নিয়ম ভেঙে এই গাড়ি টির সামনে এসে পড়লে , গাড়িটি ব্রেক কষে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পেয়ারা বোঝাই গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত হয় একজনের ৷... বাকি পাঁচ জন বেলডাঙা হাসপাতালে চিকিৎসাধীন ৷ '

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.