ETV Bharat / state

Achievement of Murshidabad Boy: কোলাজের উপর নেতাজির ছবি বানিয়ে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম মুর্শিদাবাদের সম্রাটের

মুর্শিদাবাদের খড়গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র সম্রাট কর (Samrat Kar from Khargram Murshidabad) ৷ 20 ফুট লম্বা ও 16 ফুট 7 ইঞ্চি চওড়া কোলাজের উপর নেতাজির ছবি বানিয়ে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তার (Achievement of Murshidabad school Boy) ৷

Achievement of Murshidabad Boy
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 11:10 PM IST

খড়গ্রাম, 20 সেপ্টেম্বর: কোলাজের উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বানিয়ে রেকর্ড করল মুর্শিদাবাদের খড়গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র সম্রাট কর ৷ আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তার ৷ 20 ফুট লম্বা ও 16 ফুট 7 ইঞ্চি চওড়া কোলাজের উপর নেতাজির ছবি বানিয়েছে সে ৷ ইতিমধ্যেই সম্রাটের বাড়ি এসে পৌঁছে গিয়েছে আন্তর্জিতক এই স্বীকৃতির শংসাপত্র ও মেডেল (Achievement of Murshidabad school Boy) ৷

451 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সম্রাট (Samrat Kar from Khargram Murshidabad) । বর্তমানে সে খড়গ্রাম হাইস্কুলের কলাবিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ বাড়ি খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রামে । তার বাবা মলয়চন্দ্র কর পেশায় চাষী, মা সোনালী কর গৃহবধূ । সম্রাটের এক ছোট বোনও আছে । তবে 4 জনের এই ছোট পরিবারে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে সম্রাট ৷ ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর । আর এই পারদর্শীতাই তাকে পৌঁছে দিল সাফল্যের পথে (Achievement of Murshidabad Boy) ৷

আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম মুর্শিদাবাদের সম্রাটের

আরও পড়ুন: কুমোরটুলি পার্ক সর্বজনীনের এবারের পুজো জলের তলায় !

এর আগে, প্রথম বার দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করেছিল সম্রাট । যার মাপ 2 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার ৷ দেশের পতাকা আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড ছিল সেটি । এবার 20 ফুট লম্বা ও 16 ফুট 7 ইঞ্চি চওড়া কোলাজের উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বানিয়েছে সে (Murshidabad school boy makes huge collage painting of Netaji)।

আরও পড়ুন: পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদ, রেল অবরোধ স্কুল পড়ুয়াদের

সম্রাটের তৈরি নেতাজি কোলাজকে 15 অগস্ট স্বীকৃতি দেয় আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস । দ্বিতীয়বার তার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র ও মেডেল । ছোট থেকেই আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে । ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী সম্রাট । তার এই ভালোলাগাই এবার তাকে এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি ৷

খড়গ্রাম, 20 সেপ্টেম্বর: কোলাজের উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বানিয়ে রেকর্ড করল মুর্শিদাবাদের খড়গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র সম্রাট কর ৷ আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তার ৷ 20 ফুট লম্বা ও 16 ফুট 7 ইঞ্চি চওড়া কোলাজের উপর নেতাজির ছবি বানিয়েছে সে ৷ ইতিমধ্যেই সম্রাটের বাড়ি এসে পৌঁছে গিয়েছে আন্তর্জিতক এই স্বীকৃতির শংসাপত্র ও মেডেল (Achievement of Murshidabad school Boy) ৷

451 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সম্রাট (Samrat Kar from Khargram Murshidabad) । বর্তমানে সে খড়গ্রাম হাইস্কুলের কলাবিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ বাড়ি খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রামে । তার বাবা মলয়চন্দ্র কর পেশায় চাষী, মা সোনালী কর গৃহবধূ । সম্রাটের এক ছোট বোনও আছে । তবে 4 জনের এই ছোট পরিবারে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে সম্রাট ৷ ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর । আর এই পারদর্শীতাই তাকে পৌঁছে দিল সাফল্যের পথে (Achievement of Murshidabad Boy) ৷

আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম মুর্শিদাবাদের সম্রাটের

আরও পড়ুন: কুমোরটুলি পার্ক সর্বজনীনের এবারের পুজো জলের তলায় !

এর আগে, প্রথম বার দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করেছিল সম্রাট । যার মাপ 2 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার ৷ দেশের পতাকা আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড ছিল সেটি । এবার 20 ফুট লম্বা ও 16 ফুট 7 ইঞ্চি চওড়া কোলাজের উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বানিয়েছে সে (Murshidabad school boy makes huge collage painting of Netaji)।

আরও পড়ুন: পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদ, রেল অবরোধ স্কুল পড়ুয়াদের

সম্রাটের তৈরি নেতাজি কোলাজকে 15 অগস্ট স্বীকৃতি দেয় আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস । দ্বিতীয়বার তার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র ও মেডেল । ছোট থেকেই আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে । ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী সম্রাট । তার এই ভালোলাগাই এবার তাকে এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.