ETV Bharat / state

মুর্শিদাবাদে মহিলার গলাকাটা দেহ উদ্ধার - woman body rescued Murshidabad

25 বছর আগে আক্তারার বিয়ে হয় তাঁর গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে । কিন্তু তাদের কোনও সন্তান ছিল না । ফলে তাদের মধ্যে মাঝেমধ্যেই এই নিয়ে অশান্তি হত । যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে । গতকাল রাত্রে হঠাৎই বাড়ির লোকজন তাঁকে গলাকাটা অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকতে দেখা যায় । মুর্শিদাবাদের সাগরদিঘি থানার গাংড্ডা এলাকার ঘটনা ।

Murshidabad
ছবিটির প্রতীকী
author img

By

Published : Jun 15, 2020, 2:06 PM IST

সাগরদিঘি , 15 জুন : সাগরদিঘিতে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার । মৃতের নাম আক্তারা বিবি (40) । গতকাল রাতে তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয় । মুর্শিদাবাদের সাগরদিঘি থানার গাংড্ডা এলাকার ঘটনা ।

পরিবার সূত্রে খবর , 25 বছর আগে আক্তারার বিয়ে হয় ওই গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে । কিন্তু তাদের কোনও সন্তান ছিল না । ফলে তাদের মধ্যে মাঝেমধ্যেই এই নিয়ে অশান্তি হত । তাই পাঁচ বছর মাত্র সংসার করে বাবার বাড়িতে চলে যান তিনি । প্রায় কুড়ি বছর ধরে বাবার বাড়িতেই থাকেন । জানা গেছে , দীর্ঘদিন তিনি মানসিক অবসাদে ভুগছিলেন । চিকিৎসা চলছিল তাঁর । গতকাল রাত্রে হঠাৎই বাড়ির লোকজন তাঁকে গলাকাটা অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকতে দেখে । সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় । সাগরদিঘী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

আত্মহত্যা না খুন তারই তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ ।

সাগরদিঘি , 15 জুন : সাগরদিঘিতে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার । মৃতের নাম আক্তারা বিবি (40) । গতকাল রাতে তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয় । মুর্শিদাবাদের সাগরদিঘি থানার গাংড্ডা এলাকার ঘটনা ।

পরিবার সূত্রে খবর , 25 বছর আগে আক্তারার বিয়ে হয় ওই গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে । কিন্তু তাদের কোনও সন্তান ছিল না । ফলে তাদের মধ্যে মাঝেমধ্যেই এই নিয়ে অশান্তি হত । তাই পাঁচ বছর মাত্র সংসার করে বাবার বাড়িতে চলে যান তিনি । প্রায় কুড়ি বছর ধরে বাবার বাড়িতেই থাকেন । জানা গেছে , দীর্ঘদিন তিনি মানসিক অবসাদে ভুগছিলেন । চিকিৎসা চলছিল তাঁর । গতকাল রাত্রে হঠাৎই বাড়ির লোকজন তাঁকে গলাকাটা অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকতে দেখে । সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় । সাগরদিঘী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

আত্মহত্যা না খুন তারই তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.