ETV Bharat / state

মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়া, অভিমানে আত্মঘাতী কিশোরী - Fight for Mobile Game

মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে ঝগড়া আর তার জেরে আত্মহত্যা করল এক কিশোরী ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

A Girl Committed suicide after fight with brother for playing mobile game in Sagardighi Murshidabad
মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ঝড়গা, অভিমানে আত্মঘাতী কিশোরী
author img

By

Published : Jul 18, 2021, 5:01 PM IST

Updated : Jul 18, 2021, 9:35 PM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 18 জুলাই : মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে ঝগড়া ৷ আর তার জেরে অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির আমলাবাড়ি গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মৃত কিশোরীর নাম সুফিয়া খাতুন, বয়স 14 বছর ৷ খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ সেখানে কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, শনিবার সন্ধ্যায় মোবাইলে গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় সুফিয়ার । তার ভাই গেম খেলার জন্য সুফিয়ার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় । তখন পাল্টা সুফিয়া তার ভাইয়ের কাছ মোবাইল কেড়ে নিতে যায় ৷ সেই সময় তার ভাই মোবাইলটি ছুড়ে ফেলে দেয় ৷ এর পরই অভিমানে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সুফয়া ৷ সেখানেই গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয় বলে পুলিশকে জানিয়েছে পরিবারের সদস্যরা ৷

পুলিশকে পরিবারের তরফে জানানো হয়েছে, রাতের খাবার জন্য সুফিয়াকে ডাকতে গিয়ে ঘটনাটি সামনে আসে । তখনই সাগরদিঘি থানায় খবর দেওয়া হয় । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, মাত্র দু’দিন আগে সামশেরগঞ্জে এক ব্যক্তি তাঁর ছেলেকে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় ওই কিশোর তার মায়ের শাড়ি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । মোবাইল গেম খেলাকে কেন্দ্র নিয়ে বারবার একই ঘটনা ঘটতে চিন্তা বেড়েছে পুলিশ প্রশাসনের মধ্যে ৷ এ নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে ৷ এ নিয়ে সচেতনতামূলক প্রচার করার ভাবনাচিন্তা করছে প্রশাসন ৷

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 18 জুলাই : মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে ঝগড়া ৷ আর তার জেরে অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী ৷ মুর্শিদাবাদের সাগরদিঘির আমলাবাড়ি গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মৃত কিশোরীর নাম সুফিয়া খাতুন, বয়স 14 বছর ৷ খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ সেখানে কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, শনিবার সন্ধ্যায় মোবাইলে গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় সুফিয়ার । তার ভাই গেম খেলার জন্য সুফিয়ার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় । তখন পাল্টা সুফিয়া তার ভাইয়ের কাছ মোবাইল কেড়ে নিতে যায় ৷ সেই সময় তার ভাই মোবাইলটি ছুড়ে ফেলে দেয় ৷ এর পরই অভিমানে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সুফয়া ৷ সেখানেই গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয় বলে পুলিশকে জানিয়েছে পরিবারের সদস্যরা ৷

পুলিশকে পরিবারের তরফে জানানো হয়েছে, রাতের খাবার জন্য সুফিয়াকে ডাকতে গিয়ে ঘটনাটি সামনে আসে । তখনই সাগরদিঘি থানায় খবর দেওয়া হয় । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, মাত্র দু’দিন আগে সামশেরগঞ্জে এক ব্যক্তি তাঁর ছেলেকে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় ওই কিশোর তার মায়ের শাড়ি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । মোবাইল গেম খেলাকে কেন্দ্র নিয়ে বারবার একই ঘটনা ঘটতে চিন্তা বেড়েছে পুলিশ প্রশাসনের মধ্যে ৷ এ নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে ৷ এ নিয়ে সচেতনতামূলক প্রচার করার ভাবনাচিন্তা করছে প্রশাসন ৷

Last Updated : Jul 18, 2021, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.