ETV Bharat / state

শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরলেন 570 জন

উত্তরপ্রদেশের মথুরা থেকে 570 জন যাত্রী নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি । এরপর প্রশাসনিক নিরাপত্তায় তাঁদের স্টেডিয়াম মাঠে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এরপর তাঁদের নির্দিষ্ট বাসে তুলে দেওয়া হয় । জেলা প্রশাসনের তরফে প্রত্যেককে খাবারের প্যাকেট দেওয়া হয় ।

murshidabad
murshidabad
author img

By

Published : May 24, 2020, 1:25 PM IST

বহরমপুর, 24 মে : পরিযায়ী শ্রমিকদের নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে এল শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল দুপুর আড়াইটে নাগাদ 570 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে আসে ট্রেনটি । একই দিনে ফরাক্কা স্টেশনে পৌঁছায় আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন ।

কোর্ট স্টেশনে পৌঁছানো ট্রেন থেকে ডানকুনিতে 1010 জন পরিযায়ী শ্রমিককে আগেই নামানো হয়েছিল । যাঁরা বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছান তাঁদের মধ্যে মুর্শিদাবাদ ছাড়াও পাশের জেলার যাত্রীরাও ছিলেন । তাঁদের বহরমপুর স্টেডিয়ামে থার্মাল স্ক্রিনিং করা হয় । পরে তাঁদের বাড়ি পাঠানোর জন্য নির্দিষ্ট বাসে তুলে দেওয়া হয় । জেলা প্রশাসনের তরফে প্রত্যেককে খাবারের প্যাকেট দেওয়া হয় ।

ট্রেন, বাস, লরিতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে । বিরোধীরা দাবি করেছেন, জেলায় ফেরার পরেই তাঁদের লালারস পরীক্ষা করা হোক । যদিও থার্মাল স্ক্রিনিং করে তাঁদের হোম কোয়ারানটিনে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে ।

বহরমপুর, 24 মে : পরিযায়ী শ্রমিকদের নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে এল শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল দুপুর আড়াইটে নাগাদ 570 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে আসে ট্রেনটি । একই দিনে ফরাক্কা স্টেশনে পৌঁছায় আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন ।

কোর্ট স্টেশনে পৌঁছানো ট্রেন থেকে ডানকুনিতে 1010 জন পরিযায়ী শ্রমিককে আগেই নামানো হয়েছিল । যাঁরা বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছান তাঁদের মধ্যে মুর্শিদাবাদ ছাড়াও পাশের জেলার যাত্রীরাও ছিলেন । তাঁদের বহরমপুর স্টেডিয়ামে থার্মাল স্ক্রিনিং করা হয় । পরে তাঁদের বাড়ি পাঠানোর জন্য নির্দিষ্ট বাসে তুলে দেওয়া হয় । জেলা প্রশাসনের তরফে প্রত্যেককে খাবারের প্যাকেট দেওয়া হয় ।

ট্রেন, বাস, লরিতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে । বিরোধীরা দাবি করেছেন, জেলায় ফেরার পরেই তাঁদের লালারস পরীক্ষা করা হোক । যদিও থার্মাল স্ক্রিনিং করে তাঁদের হোম কোয়ারানটিনে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.