ETV Bharat / state

বড়ঞায় নির্মীয়মাণ বাড়ি থেকে 54টি বোমা উদ্ধার - বোমা উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ সাটিতাড়া গ্রামের রাজকুমার শেখের বাড়িতে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে ।

ে
s
author img

By

Published : Jul 5, 2021, 11:18 AM IST

বড়ঞা, 5 জুলাই : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার তিন ড্রাম ভর্তি বোমা । মোট 54টি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা থানার সাটিতাড়া গ্রামে ।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ সাটিতাড়া গ্রামের রাজকুমার শেখের বাড়িতে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে । ঘটনায় রাজকুমার কতখানি জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । কে বা কারা কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।

বড়ঞাতে বোমা উদ্ধার

আরও পড়ুন: বীরভূমের কাঁকরতলায় 20টি সকেট বোমা উদ্ধার

তৃণমূলের দুই গোষ্ঠীর চাপানউতোরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বড়ঞা থানার সাটিতড়া, একঘরিয়া গ্রাম । এর আগে এলাকায় বোমা উদ্ধারের পর ব্লক তৃণমূলের যুব সভাপতি মাহে আলম অভিযোগ করেন, তাঁকে খুনের চক্রান্ত করছে তৃণমূলের অপর এক গোষ্ঠী ।

বড়ঞা, 5 জুলাই : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার তিন ড্রাম ভর্তি বোমা । মোট 54টি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা থানার সাটিতাড়া গ্রামে ।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ সাটিতাড়া গ্রামের রাজকুমার শেখের বাড়িতে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে । ঘটনায় রাজকুমার কতখানি জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । কে বা কারা কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।

বড়ঞাতে বোমা উদ্ধার

আরও পড়ুন: বীরভূমের কাঁকরতলায় 20টি সকেট বোমা উদ্ধার

তৃণমূলের দুই গোষ্ঠীর চাপানউতোরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বড়ঞা থানার সাটিতড়া, একঘরিয়া গ্রাম । এর আগে এলাকায় বোমা উদ্ধারের পর ব্লক তৃণমূলের যুব সভাপতি মাহে আলম অভিযোগ করেন, তাঁকে খুনের চক্রান্ত করছে তৃণমূলের অপর এক গোষ্ঠী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.