বেলডাঙা, 2 সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বেসরকারি বাস(15 injured in a bus accident in Murshidabad)। দুর্ঘটনায় আহত অন্তত 15 জন যাত্রী । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আমতলা-বেলডাঙা রাজ্য সড়কের উপর বেলডাঙা থানার কালীতলা সংলগ্ন এলাকায় । আহত যাত্রীদের উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনার পর থেকে পলাতক বাস চালক(Bus Accident)।
শুক্রবার দুপুরে বাসটি নওদা থানার আমতলা থেকে ভায়া বেলডাঙা হয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয় । বাসে প্রায় 50 জন যাত্রী ছিল । কালীতলা এলাকায় আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি । উলটো দিক থেকে আসা একটি লরিকে সাইড দিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারায় বলে জানা গিয়েছে । বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ বাসটি উদ্ধারের চেষ্টা করেন তাঁরা ৷ ঘটনার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আটক করা হয়েছে পণ্যবাহী লরিটিকে ।
আরও পড়ুন : অপরিণত শিশুকে সুস্থ করে মায়ের কোলে ফেরাল কান্দি মহকুমা হাসপাতাল