ETV Bharat / state

কালিয়াচকে খুন যুবক, নেপথ্যে আসিফ কাণ্ডের যোগ ?

কালিয়াচকে রেল লাইনের ধারে পাওয়া গেল যুবকের দেহ ৷ কী বলছে পুলিশ ?

খুন
খুন
author img

By

Published : Jun 23, 2021, 11:57 AM IST

কালিয়াচক, 23 জুন : কালিয়াচকে 19 বছরের ছেলে আসিফের হাতে পরিবারের খুনের ঘটনায় তোলপাড় রাজ্য ৷ ঠিক এই পরিস্থিতিতে মঙ্গলবার কালিয়াচকের ষোল মাইল এলাকায় ফের খুনের ঘটনা ৷ এবার খুন হল আলিউল মোমিন (18) নামে এক যুবক ৷ পরপর এভাবে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

মৃত আলিউল পেশায় টোটো মেকানিক ৷ বাড়ি কালিয়াচকের খাস চাঁদপুরের মারুয়াবাদি এলাকায় ৷ মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াচক কলেজের পাশে রেল লাইন সংলগ্ন এলাকায় আলিউলের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই খবর দেওয়া হয় কালিয়াচক থানায় ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় ৷

আসিফ মহম্মদের হাতে তার পরিবারের চারজনের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সপ্তাহ কাটতে না কাটতেই ফের খুন ৷ দুটি খুনের ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আসিফ কাণ্ডে যেভাবে একের পর এক তথ্য সামনে আসছে, তাতে এই খুনের ঘটনার সঙ্গে কোনওরকম যোগ থাকতে পারে বলে অনুমান অনেকেরই ৷ যদিও পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টা সামনে আসবে ৷

আরও পড়ুন : Malda Murder : চার মাস আগে পরিবারের চারজনকে খুন, বাড়িতে পুঁতে রেখে বাস ছেলের

কালিয়াচক, 23 জুন : কালিয়াচকে 19 বছরের ছেলে আসিফের হাতে পরিবারের খুনের ঘটনায় তোলপাড় রাজ্য ৷ ঠিক এই পরিস্থিতিতে মঙ্গলবার কালিয়াচকের ষোল মাইল এলাকায় ফের খুনের ঘটনা ৷ এবার খুন হল আলিউল মোমিন (18) নামে এক যুবক ৷ পরপর এভাবে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

মৃত আলিউল পেশায় টোটো মেকানিক ৷ বাড়ি কালিয়াচকের খাস চাঁদপুরের মারুয়াবাদি এলাকায় ৷ মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াচক কলেজের পাশে রেল লাইন সংলগ্ন এলাকায় আলিউলের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই খবর দেওয়া হয় কালিয়াচক থানায় ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় ৷

আসিফ মহম্মদের হাতে তার পরিবারের চারজনের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সপ্তাহ কাটতে না কাটতেই ফের খুন ৷ দুটি খুনের ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আসিফ কাণ্ডে যেভাবে একের পর এক তথ্য সামনে আসছে, তাতে এই খুনের ঘটনার সঙ্গে কোনওরকম যোগ থাকতে পারে বলে অনুমান অনেকেরই ৷ যদিও পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টা সামনে আসবে ৷

আরও পড়ুন : Malda Murder : চার মাস আগে পরিবারের চারজনকে খুন, বাড়িতে পুঁতে রেখে বাস ছেলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.