ETV Bharat / state

বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায় - মালদা

Inhuman Incident in Malda: রাস্তা বেহাল হওয়ায় আসেনি অ্যাম্বুল্যান্স ৷ ফলে খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় রোগীকে ৷ হাসপাতালে দেরিতে পৌঁছানোয় বাঁচানো যায়নি রোগীকে ৷ মালদার বামনগোলায় এই ঘটনাটি ঘটেছে ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ওই ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গিয়েছে ৷

Inhuman Incident in Malda
Inhuman Incident in Malda
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 3:23 PM IST

Updated : Nov 18, 2023, 9:08 PM IST

বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়

বামনগোলা (মালদা), 18 নভেম্বর: বেহাল রাস্তার জন্য প্রাণ গেল মাত্র 19 বছর বয়সী এক বধূর ৷ কাঁধে চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে ৷ গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামে ৷ রাতে গোটা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় তুলে ধরেন ওই এলাকার বিজেপি নেত্রী ৷

ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিয়ো ক্লিপ ৷ ইটিভি ভারত ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি ৷ বিজেপি নেত্রী সাফ জানিয়েছেন, তিনিই সেই ভিডিয়ো ক্লিপ তুলেছেন ৷ এদিকে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস তৃণমূলের জেলা সভাপতি ৷ ওই এলাকায় দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিডিও ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মামনি রায় ৷ বয়স মাত্র 19 বছর ৷ বাড়ি মালডাঙা গ্রামেই ৷ স্বামী কার্তিক রায় কৃষক ৷ গত বৃহস্পতিবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন মামনি ৷ গতকাল দুপুরে তাঁর শারীরিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে পড়ে ৷ পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু গ্রামের খারাপ রাস্তায় অ্যাম্বুল্যান্স কিংবা কোনও গাড়ি ঢুকতে চায় না ৷

এদিকে হাসপাতালও গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে ৷ তাই তাঁকে খাটিয়ায় তুলে বামনগোলা গ্রামীণ হাসপাতালের দিকে রওনা দেন পরিবারের লোকজন ৷ একসময় হাসপাতালে পৌঁছান ৷ কিন্তু চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন ৷ তাঁরা পরিবারের সদস্যদের জানান, খানিক আগে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁরা রোগীকে বাঁচানোর চেষ্টা করতে পারতেন ৷

ফেসবুক ওই ঘটনার ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেন এলাকার বাসিন্দা ও বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য বীণা সরকার কীর্তনিয়া ৷ সেখানে তিনি বলেন, “রাস্তা সংস্কারের দাবিতে মালডাঙা বুথের মানুষ এর আগেও পথ অবরোধ করেছিল ৷ তখন বিডিও কথা দিয়েছিলেন, দ্রুত ওই রাস্তা করে দেবেন ৷ কিন্তু তিনি রাস্তা তৈরি করেননি ৷ সেই রাস্তার জন্যই মাত্র 19 বছরের একটি নিষ্পাপ মেয়েকে আজ চলে যেতে হল ৷ দু’বছরের বাচ্চা মাকে হারাল ৷’’

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার এখন পথশ্রী করে বেড়াচ্ছে ৷ মালডাঙায় কোথায় সেই পথশ্রী ? যদি সত্যিই পথশ্রীর কাজ হত, তবে দুধের শিশুকে রেখে এক মাকে অকালে ঝরে যেতে হত না ৷ যেভাবে এই গ্রামের মানুষকে হাসপাতাল নিয়ে যেতে হয়, তা যেন মধ্যযুগীয় ব্যবস্থাকে মনে করিয়ে দেয় ৷ কেন্দ্র থেকে রাজ্যকে টাকা পাঠানো হয় ৷ সেই টাকা শুধু কয়লা-গরুর পিছনে চলে যায় ৷”

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসিকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, “এমন ঘটনার কথা আমার জানা নেই ৷ রাজ্য সরকারের একাধিক প্রকল্পে গ্রামগঞ্জের রাস্তা সংস্কার করা হচ্ছে ৷ এই রাজ্যের সব জেলাতেই চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে ৷ এই অবস্থায় এমন ঘটনা ঘটার কথা নয় ৷ যদি সত্যিই তা ঘটে থাকে, তবে তা খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হবে ৷”

বামনগোলার বিডিও রাজু কুণ্ডু বলেন, “ওই এলাকায় পাঁচ কিলোমিটার বেহাল রাস্তার খবর জানি ৷ এর আগে ওই রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা আন্দোলনও করেছিলেন ৷ রাস্তাটির জন্য আমরা স্কিম করে উপর মহলে পাঠিয়েছি ৷ প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে ৷ আশা করছি, খুব তাড়াতাড়ি স্কিমটি অনুমোদিত হয়ে যাবে ৷”

অন্যদিকে শান্তনু সেন বলেন, "রাজ্যের 11 কোটি মানুষ জানেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর রাজ্যের স্বাস্থ্যে পরিষেবা ও পরিকাঠামোগত উন্নতি কতটা হয়েছে । আগে গরিব মানুষেরা ঘটিবাটি বিক্রি করে হলেও চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতেন। এখন সমাজের ধনী-গরিব সব মানুষেরা সরকারি হাসপাতালে যান । বাংলাই একমাত্র রাজ্য যেখানে 100% বিনামূল্যে পায় । কোনও একটা বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টাটা ভুল ।"

আরও পড়ুন:

  1. জঞ্জাল সমস্যায় জেরবার 150 বছরের পুরাতন মালদা পৌরসভা, জেলা প্রশাসনের কাছে জমির আর্জি
  2. 19 মাস ধরে বন্ধ বেতন, আত্মহত্যার হুমকি মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের

বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়

বামনগোলা (মালদা), 18 নভেম্বর: বেহাল রাস্তার জন্য প্রাণ গেল মাত্র 19 বছর বয়সী এক বধূর ৷ কাঁধে চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে ৷ গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামে ৷ রাতে গোটা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় তুলে ধরেন ওই এলাকার বিজেপি নেত্রী ৷

ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিয়ো ক্লিপ ৷ ইটিভি ভারত ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি ৷ বিজেপি নেত্রী সাফ জানিয়েছেন, তিনিই সেই ভিডিয়ো ক্লিপ তুলেছেন ৷ এদিকে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস তৃণমূলের জেলা সভাপতি ৷ ওই এলাকায় দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিডিও ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মামনি রায় ৷ বয়স মাত্র 19 বছর ৷ বাড়ি মালডাঙা গ্রামেই ৷ স্বামী কার্তিক রায় কৃষক ৷ গত বৃহস্পতিবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন মামনি ৷ গতকাল দুপুরে তাঁর শারীরিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে পড়ে ৷ পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু গ্রামের খারাপ রাস্তায় অ্যাম্বুল্যান্স কিংবা কোনও গাড়ি ঢুকতে চায় না ৷

এদিকে হাসপাতালও গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে ৷ তাই তাঁকে খাটিয়ায় তুলে বামনগোলা গ্রামীণ হাসপাতালের দিকে রওনা দেন পরিবারের লোকজন ৷ একসময় হাসপাতালে পৌঁছান ৷ কিন্তু চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন ৷ তাঁরা পরিবারের সদস্যদের জানান, খানিক আগে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁরা রোগীকে বাঁচানোর চেষ্টা করতে পারতেন ৷

ফেসবুক ওই ঘটনার ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেন এলাকার বাসিন্দা ও বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য বীণা সরকার কীর্তনিয়া ৷ সেখানে তিনি বলেন, “রাস্তা সংস্কারের দাবিতে মালডাঙা বুথের মানুষ এর আগেও পথ অবরোধ করেছিল ৷ তখন বিডিও কথা দিয়েছিলেন, দ্রুত ওই রাস্তা করে দেবেন ৷ কিন্তু তিনি রাস্তা তৈরি করেননি ৷ সেই রাস্তার জন্যই মাত্র 19 বছরের একটি নিষ্পাপ মেয়েকে আজ চলে যেতে হল ৷ দু’বছরের বাচ্চা মাকে হারাল ৷’’

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার এখন পথশ্রী করে বেড়াচ্ছে ৷ মালডাঙায় কোথায় সেই পথশ্রী ? যদি সত্যিই পথশ্রীর কাজ হত, তবে দুধের শিশুকে রেখে এক মাকে অকালে ঝরে যেতে হত না ৷ যেভাবে এই গ্রামের মানুষকে হাসপাতাল নিয়ে যেতে হয়, তা যেন মধ্যযুগীয় ব্যবস্থাকে মনে করিয়ে দেয় ৷ কেন্দ্র থেকে রাজ্যকে টাকা পাঠানো হয় ৷ সেই টাকা শুধু কয়লা-গরুর পিছনে চলে যায় ৷”

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসিকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, “এমন ঘটনার কথা আমার জানা নেই ৷ রাজ্য সরকারের একাধিক প্রকল্পে গ্রামগঞ্জের রাস্তা সংস্কার করা হচ্ছে ৷ এই রাজ্যের সব জেলাতেই চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে ৷ এই অবস্থায় এমন ঘটনা ঘটার কথা নয় ৷ যদি সত্যিই তা ঘটে থাকে, তবে তা খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হবে ৷”

বামনগোলার বিডিও রাজু কুণ্ডু বলেন, “ওই এলাকায় পাঁচ কিলোমিটার বেহাল রাস্তার খবর জানি ৷ এর আগে ওই রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা আন্দোলনও করেছিলেন ৷ রাস্তাটির জন্য আমরা স্কিম করে উপর মহলে পাঠিয়েছি ৷ প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে ৷ আশা করছি, খুব তাড়াতাড়ি স্কিমটি অনুমোদিত হয়ে যাবে ৷”

অন্যদিকে শান্তনু সেন বলেন, "রাজ্যের 11 কোটি মানুষ জানেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর রাজ্যের স্বাস্থ্যে পরিষেবা ও পরিকাঠামোগত উন্নতি কতটা হয়েছে । আগে গরিব মানুষেরা ঘটিবাটি বিক্রি করে হলেও চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতেন। এখন সমাজের ধনী-গরিব সব মানুষেরা সরকারি হাসপাতালে যান । বাংলাই একমাত্র রাজ্য যেখানে 100% বিনামূল্যে পায় । কোনও একটা বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টাটা ভুল ।"

আরও পড়ুন:

  1. জঞ্জাল সমস্যায় জেরবার 150 বছরের পুরাতন মালদা পৌরসভা, জেলা প্রশাসনের কাছে জমির আর্জি
  2. 19 মাস ধরে বন্ধ বেতন, আত্মহত্যার হুমকি মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের
Last Updated : Nov 18, 2023, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.