ETV Bharat / state

টিকিট পেতে তৃণমূলের বিক্ষুব্ধরা কংগ্রেসের দুয়ারে, ফেরালেন ডালু - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছে মালদার তৃণমূলের বিক্ষুব্ধরা ৷ ই-টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন মালদার কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷ তবে, বহিরাগতদের তিনি টিকিট দেবেন না বলে সাফ জানালেন ৷

west-bengal-assembly-election-2021-many-tmc-leaders-contact-with-malda-congress-president-abu-hasem-khan-choudhuri-for-election-ticket
টিকিট পেতে তৃণমূলের বিক্ষুব্ধরা কংগ্রেসের দুয়ারে, ফেরালেন ডালু
author img

By

Published : Mar 6, 2021, 10:52 PM IST

মালদা, 06 মার্চ : বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূলের বহু নেতাই যে বিক্ষুব্ধ, তা আবারও স্পষ্ট হয়ে গেল ৷ আর তা স্পষ্ট হল মালদার কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর কথায় ৷ ই-টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, বিক্ষুব্ধ বহু তৃণমূল নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ তাঁরা সবাই কংগ্রেসের হয়ে ভোটের টিকিট চেয়েছেন বলে জানান ডালু ৷ তবে, তা করতে যে তিনি অপারগ, তাও স্পষ্ট করে দিয়েছেন আবু হাসেম খান চৌধুরী ৷ কারণ তাঁর নিজের দলের বহু দাবিদার নেতাদের তিনি বিধানসভা ভোটে টিকিট দিতে পারছেন না বলে জানিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে আবু হাসেম খান চৌধুরী জানান, ‘‘টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কিন্তু আমি তাঁদের সাফ বলে দিয়েছি, আমার দলের লোকদেরই টিকিট দিতে পারছি না। তাই অন্য দলের কাউকে টিকিট দেওয়ার কথা আমরা ভাবছিই না ।’’ ডালুর কথায় এই বিষয়টা স্পষ্ট যে, বহু তৃণমূল নেতা এমনকি বিদায়ী বিধায়ক যাঁরা বিধানসভার টিকিট পাননি, তাঁরা বেজায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ তাই নয় এমনকি মালদার তৃণমূলের সভাপতি মৌসম নূরের দফতরে গিয়েও অনেকে বিক্ষোভ দেখান ৷ তবে, বিক্ষুব্ধ নেতা কর্মীদের এড়াতে আজ নিজের দফতরে যাননি তিনি ৷এই পরিস্থিতিতে মালদার অনেক তৃণমূল নেতাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগায়োগ করেছেন বলে জানা গিয়েছে ৷ তবে, এ নিয়ে জেলার কোনও বিজেপি নেতা মুখ খুলতে চাননি ৷

আরও পড়ুন : ইংরেজবাজারে প্রার্থী হলেন কৃষ্ণেন্দুনারায়ণ,প্রতিপক্ষ নীহাররঞ্জনের ঠাঁই হল চাঁচলে

অন্যদিকে, কংগ্রেস তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও মালদার জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী প্রচার কাজ শুরু করে দিয়েছেন, কংগ্রেস প্রার্থীদের হয়ে ৷ তাঁর দলবদলের এই রাজনীতির মাঝেই ডালুর গলায় আত্মবিশ্বাসের সুর ৷ তাঁর দাবি, মালদা জেলা তাঁর নিয়ন্ত্রণেই রয়েছে ৷ সেখানে কংগ্রেস ভালো ফল করবে বলেই আশা তাঁর ৷ তবে, মালদার কোন কেন্দ্রে কাদের কংগ্রেস হাই কমান্ড প্রার্থী করবেন? এ নিয়ে কোনও ধারণাই তাঁর নেই ৷ সেটা সম্পূর্ণভাবে দিল্লির সিদ্ধান্ত বলে জানিয়েছেন আবু হাসেম খান চৌধুরী ৷

মালদা, 06 মার্চ : বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূলের বহু নেতাই যে বিক্ষুব্ধ, তা আবারও স্পষ্ট হয়ে গেল ৷ আর তা স্পষ্ট হল মালদার কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর কথায় ৷ ই-টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, বিক্ষুব্ধ বহু তৃণমূল নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ তাঁরা সবাই কংগ্রেসের হয়ে ভোটের টিকিট চেয়েছেন বলে জানান ডালু ৷ তবে, তা করতে যে তিনি অপারগ, তাও স্পষ্ট করে দিয়েছেন আবু হাসেম খান চৌধুরী ৷ কারণ তাঁর নিজের দলের বহু দাবিদার নেতাদের তিনি বিধানসভা ভোটে টিকিট দিতে পারছেন না বলে জানিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে আবু হাসেম খান চৌধুরী জানান, ‘‘টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কিন্তু আমি তাঁদের সাফ বলে দিয়েছি, আমার দলের লোকদেরই টিকিট দিতে পারছি না। তাই অন্য দলের কাউকে টিকিট দেওয়ার কথা আমরা ভাবছিই না ।’’ ডালুর কথায় এই বিষয়টা স্পষ্ট যে, বহু তৃণমূল নেতা এমনকি বিদায়ী বিধায়ক যাঁরা বিধানসভার টিকিট পাননি, তাঁরা বেজায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ তাই নয় এমনকি মালদার তৃণমূলের সভাপতি মৌসম নূরের দফতরে গিয়েও অনেকে বিক্ষোভ দেখান ৷ তবে, বিক্ষুব্ধ নেতা কর্মীদের এড়াতে আজ নিজের দফতরে যাননি তিনি ৷এই পরিস্থিতিতে মালদার অনেক তৃণমূল নেতাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগায়োগ করেছেন বলে জানা গিয়েছে ৷ তবে, এ নিয়ে জেলার কোনও বিজেপি নেতা মুখ খুলতে চাননি ৷

আরও পড়ুন : ইংরেজবাজারে প্রার্থী হলেন কৃষ্ণেন্দুনারায়ণ,প্রতিপক্ষ নীহাররঞ্জনের ঠাঁই হল চাঁচলে

অন্যদিকে, কংগ্রেস তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও মালদার জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী প্রচার কাজ শুরু করে দিয়েছেন, কংগ্রেস প্রার্থীদের হয়ে ৷ তাঁর দলবদলের এই রাজনীতির মাঝেই ডালুর গলায় আত্মবিশ্বাসের সুর ৷ তাঁর দাবি, মালদা জেলা তাঁর নিয়ন্ত্রণেই রয়েছে ৷ সেখানে কংগ্রেস ভালো ফল করবে বলেই আশা তাঁর ৷ তবে, মালদার কোন কেন্দ্রে কাদের কংগ্রেস হাই কমান্ড প্রার্থী করবেন? এ নিয়ে কোনও ধারণাই তাঁর নেই ৷ সেটা সম্পূর্ণভাবে দিল্লির সিদ্ধান্ত বলে জানিয়েছেন আবু হাসেম খান চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.