মালদা, 4 জুলাই : কাটমানি ফেরত দেওয়ার দাবিতে ব্লক অফিস ঘেরাও করলেন গ্রামবাসীরা । গতকাল দুপুরে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ব্লক অফিসের সামনে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান । এই ঘটনায় ইংরেজবাজার পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
![কাটমানি ফেরত দেওয়ার দাবিতে ব্লক অফিস ঘেরাও করেন গ্রামবাসীরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-3july-cutmoneyissue-wb10016_03072019153359_0307f_1562148239_126.jpeg)
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর তৈরির জন্য এক লাখ কুড়ি হাজার টাকা করে ইংরেজবাজার ব্লক অফিস থেকে দেওয়ার কথা । অভিযোগ, অমৃতি গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু তৃণমূল কর্মী সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে 20 হাজার টাকা দাবি করে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার আশায় গ্রামবাসীরা 20 হাজার টাকা করে তৃণমূলের লোকজনের হাতে তুলে দেয় । কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের সমস্ত টাকা পায়নি গ্রামবাসীরা । ক্ষিপ্ত হয়ে তাই গতকাল দুপুরে গ্রামবাসীরা কাটমানির টাকা ফেরতের দাবি তুলে ব্লক অফিসে বিক্ষোভ দেখায় ।
এই প্রসঙ্গে বিক্ষোভ প্রদর্শনকারী পারুল মণ্ডল নামে এক মহিলা বলেন, "সরকারের পক্ষ থেকে আমাদের ঘর তৈরির জন্য 1 লাখ 20 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । স্থানীয় কিছু তৃণমূল নেতা আমাদের জানায়, বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য তাদের 20 হাজার টাকা করে দিতে হবে । না দিলে বাড়ি তৈরির টাকা ফেরত চলে যাবে । আমাদের টাকা না দেওয়ার ভয় দেখিয়ে এলাকার 80টি পরিবারের কাছ থেকে 20 হাজার টাকা করে নিয়েছে তৃণমূলের লোকজন । বাড়ি তৈরির টাকা আমরা এখনও পাইনি । থানায় সমস্ত বিষয় জানালে পুলিশ BDO অফিসে অভিযোগ জানানোর পরামর্শ দেয় । কাটমানির টাকা ফেরত না পেলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করব।" একই বক্তব্য গ্রামের আরেক বাসিন্দা উজ্জ্বল মণ্ডলেরও ।
ব্লক অফিস সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজারের BDO সুস্মিতা সুব্বা ।