ETV Bharat / state

মালদায় পরিষেবা শুরু হলেও দেখা মিলল অল্প সংখ্যক বাসের - breaking news today

করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল গণপরিবহণ ব্যবস্থা । আজ, বৃহস্পতিবার থেকে গণপরিবহণে ছাড় দিয়েছে সরকার ৷ তবে মালদার রাস্তায় খুব কম সংখ্যক বাসের দেখাই মিলেছে ।

very few bus resumed service after government announcement at malda
মালদায় পরিষেবা শুরু হলেও দেখা মিলল কম সংখ্যক বাসের
author img

By

Published : Jul 1, 2021, 6:34 PM IST

মালদা, 1 জুলাই : সরকারি নির্দেশিকা মেনে 50 শতাংশ যাত্রী নিয়ে পথে নামল সরকারি ও বেসরকারি বাস । আজ সকালে অবশ্য মালদার রাস্তায় খুব কম সংখ্যক বাসের দেখাই মিলেছে । তবে যাত্রীদের অনেকের মুখে যেমন মাস্কের দেখা মেলেনি, তেমনই বেসরকারি বাসে 50 শতাংশের বেশি যাত্রীও লক্ষ্য করা গিয়েছে ।

করোনার জেরে দীর্ঘদিন গণপরিবহণ ব্যবস্থা বন্ধ ছিল । সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে রাজ্যে করোনা বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হচ্ছে । আজ থেকে সরকারি ও বেসরকারি বাস-সহ অন্যান্য যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার । তবে প্রতিটি বাস এবং অন্যান্য যানকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে । তাছাড়া প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক থাকাও বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজ্য সরকার ।

আরও পড়ুন : লোকাল ট্রেন-মেট্রো না চালানো খামখেয়ালি, চালু করতে রেলমন্ত্রীকে চিঠি স্বপনের

রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা অনুযায়ী, আজ থেকেই গোটা রাজ্যে রাস্তায় ফের বাসের দেখা মিলছে । সকাল থেকেই বিভিন্ন রুটে রওনা দিয়েছে সরকারি বাস । তবে বেসরকারি বাসের সংখ্যা আজ ছিল নিতান্তই হাতেগোনা । সরকারি বাসে স্বাস্থ্যবিধি খানিকটা মেনে চলা হলেও বেসরকারি বাসে তার কোনও ছবি দেখা যায়নি । এমনকি কয়েকটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে ।

রায়গঞ্জ যাওয়ার জন্য আজ সরকারি বাসে চেপে বসেছিলেন প্রিতাংশু রায় । তিনি বলেন, “অনেকদিন পর বাস চলছে । এতে খুব ভাল লাগছে । এখনও পর্যন্ত বাসে 50 শতাংশ যাত্রীকেই তোলা হয়েছে । সবার মুখে মাস্কও রয়েছে । আমি পকেটে স্যানিটাইজারও রেখেছি । তবে রাস্তায় কী হবে তা বলা মুশকিল ।” একই বক্তব্য ওই বাসে থাকা বিক্রম দাসেরও ।

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

মালদা, 1 জুলাই : সরকারি নির্দেশিকা মেনে 50 শতাংশ যাত্রী নিয়ে পথে নামল সরকারি ও বেসরকারি বাস । আজ সকালে অবশ্য মালদার রাস্তায় খুব কম সংখ্যক বাসের দেখাই মিলেছে । তবে যাত্রীদের অনেকের মুখে যেমন মাস্কের দেখা মেলেনি, তেমনই বেসরকারি বাসে 50 শতাংশের বেশি যাত্রীও লক্ষ্য করা গিয়েছে ।

করোনার জেরে দীর্ঘদিন গণপরিবহণ ব্যবস্থা বন্ধ ছিল । সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে রাজ্যে করোনা বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হচ্ছে । আজ থেকে সরকারি ও বেসরকারি বাস-সহ অন্যান্য যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার । তবে প্রতিটি বাস এবং অন্যান্য যানকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে । তাছাড়া প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক থাকাও বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজ্য সরকার ।

আরও পড়ুন : লোকাল ট্রেন-মেট্রো না চালানো খামখেয়ালি, চালু করতে রেলমন্ত্রীকে চিঠি স্বপনের

রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা অনুযায়ী, আজ থেকেই গোটা রাজ্যে রাস্তায় ফের বাসের দেখা মিলছে । সকাল থেকেই বিভিন্ন রুটে রওনা দিয়েছে সরকারি বাস । তবে বেসরকারি বাসের সংখ্যা আজ ছিল নিতান্তই হাতেগোনা । সরকারি বাসে স্বাস্থ্যবিধি খানিকটা মেনে চলা হলেও বেসরকারি বাসে তার কোনও ছবি দেখা যায়নি । এমনকি কয়েকটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে ।

রায়গঞ্জ যাওয়ার জন্য আজ সরকারি বাসে চেপে বসেছিলেন প্রিতাংশু রায় । তিনি বলেন, “অনেকদিন পর বাস চলছে । এতে খুব ভাল লাগছে । এখনও পর্যন্ত বাসে 50 শতাংশ যাত্রীকেই তোলা হয়েছে । সবার মুখে মাস্কও রয়েছে । আমি পকেটে স্যানিটাইজারও রেখেছি । তবে রাস্তায় কী হবে তা বলা মুশকিল ।” একই বক্তব্য ওই বাসে থাকা বিক্রম দাসেরও ।

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.