মালদা, 30 অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল মানিকচক থানার পুলিশ ৷ এই ঘটনায় তিনটি পাইপগান, তাজা কার্তুজ-সহ ঝাড়খণ্ডের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে (Two youths from Jharkhand arrested with firearms) ৷
জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার রাতে পুলিশের কাছে খবর আসে মানিকচকের রামুটোলা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতিক উদ্দেশ্যে জমায়েত করছে ৷ সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী ওই এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ ৷ ধৃতদের নাম ফিটু শেখ (20) ও রোহন শেখ (22) ৷ ধৃতরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা ৷ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ ৷
![Two youths from Jharkhand arrested with firearms](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-arrested-with-arms-wb10016_30102022095438_3010f_1667103878_871.jpeg)
আরও পড়ুন: পুলিশের জালে অস্ত্র পাচারকারী উদ্ধার আগ্নেয়াস্ত্র
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, মানিকচকের দুই দুষ্কৃতীর সঙ্গে যোগযোগ করে ডাকাতির ছক কষেছিল তারা ৷ মানিকচকের ওই দুই দুষ্কৃতীর নামও তদন্তকারী অফিসারদের জানিয়েছে ধৃত দুই দুষ্কৃতী বলে জানা গিয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ পাশাপাশি ওই দুই স্থানীয় দুষ্কৃতীর খোঁজও শুরু করেছে পুলিশ ।