ETV Bharat / state

কোচবিহারে শববাহী গাড়ি চুরির অপরাধে কালিয়াচকে ধৃত তিন যুবক

author img

By

Published : May 23, 2021, 11:24 AM IST

কোচবিহার থেকে চুরি যাওয়া শববাহী গাড়ি উদ্ধার হল কালিয়াচকে ৷ পুরো ঘটনায় ধৃত তিন ৷

corona virus
corona virus

মালদা, 23 মে : কোচবিহার থেকে চুরি যাওয়া শববাহী গাড়ি উদ্ধার হল কালিয়াচকে ৷ ঘটনায় ধৃত তিন ৷ ধৃতদের আজ পেশ করা হবে মালদা জেলা আদালতে ৷

ধৃতদের নাম সন্দীপ সরকার (২১), আসরাফুল হোসেন (২৬) ও আতিকুর জামাল (১৯) ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা ৷

করোনা পরিস্থিতিতে নাভিশ্বাস উঠছে গোটা রাজ্যে ৷ 24 ঘণ্টা কাজ করে চলেছে শববাহী গাড়িগুলি ৷ এরই মধ্যে চুরি গেল কোচবিহার থেকে একটি শববাহী গাড়ি ৷

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ ৷ তাতেই পুলিশের হাতে আসে ওই শববাহী গাড়ি ৷ সঙ্গে ধরে পড়ে তিন যুবক ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কোচবিহারের কোতওয়ালি থানা এলাকা থেকে তাঁরা চুরি করেছিল গাড়িটি ৷

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 99/402/379/411 IPC ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ তাঁদেরকে পেশ করা হবে মালদা জেলা আদালতে ৷

মালদা, 23 মে : কোচবিহার থেকে চুরি যাওয়া শববাহী গাড়ি উদ্ধার হল কালিয়াচকে ৷ ঘটনায় ধৃত তিন ৷ ধৃতদের আজ পেশ করা হবে মালদা জেলা আদালতে ৷

ধৃতদের নাম সন্দীপ সরকার (২১), আসরাফুল হোসেন (২৬) ও আতিকুর জামাল (১৯) ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা ৷

করোনা পরিস্থিতিতে নাভিশ্বাস উঠছে গোটা রাজ্যে ৷ 24 ঘণ্টা কাজ করে চলেছে শববাহী গাড়িগুলি ৷ এরই মধ্যে চুরি গেল কোচবিহার থেকে একটি শববাহী গাড়ি ৷

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ ৷ তাতেই পুলিশের হাতে আসে ওই শববাহী গাড়ি ৷ সঙ্গে ধরে পড়ে তিন যুবক ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কোচবিহারের কোতওয়ালি থানা এলাকা থেকে তাঁরা চুরি করেছিল গাড়িটি ৷

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 99/402/379/411 IPC ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ তাঁদেরকে পেশ করা হবে মালদা জেলা আদালতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.