ETV Bharat / state

মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজার খোলা থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত । কিন্তু, সময় অতিক্রান্ত হওয়ার পরেও মালদা শহরের নেতাজি পৌর বাজার, ঝলঝলিয়া বাজার, সদরঘাট বাজার সহ বেশ কয়েকটি বাজার খোলা ছিল ৷ খবর পেয়ে সেই বাজারগুলিতে হানা দেয় পুলিশ ।

The market open in Malda town even after the time is over the police takes steps
মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের
author img

By

Published : May 16, 2021, 3:56 PM IST

মালদা, 16 মে : রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন ৷ আর সেই লকডাউনের নির্ধারিত সময়ের পরেও খোলা বাজার ৷ সেই বাজার বন্ধ করতে এবার তৎপর পুলিশ । জমায়েত সরাতে ও মাস্ক ব্যবহার করাতে মালদা শহরের একাধিক বাজারে লাঠিচার্জ করল পুলিশ প্রশাসন ।

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজার খোলা থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত । কিন্তু, সময় অতিক্রান্ত হওয়ার পরেও মালদা শহরের নেতাজি পৌর বাজার, ঝলঝলিয়া বাজার, সদরঘাট বাজার সহ বেশ কয়েকটি বাজার খোলা ছিল ৷ খবর পেয়ে সেই বাজারগুলিতে হানা দেয় পুলিশ । জমায়েত সরাতে ও অসচেতন নাগরিকদের মাস্ক ব্যবহার করাতে লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে ।

মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের

আরও পড়ুন : মদ কিনতে দোকানে ভিড়, বচসা ; লাঠিচার্জ পুলিশের

ইংরেজবাজার থানার আইসি জানিয়েছেন, জেলাশাসক ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে সকাল দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে । মিষ্টির দোকান খোলার সময় সীমা রাখা হয়েছে 11টা পর্যন্ত । বাজার বন্ধ করতে আমরা রাস্তায় নেমেছি । জরুরি কারণ ছাড়া রাস্তায় কেউ বেরলে, তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা রুজু করা হবে ।

মালদা, 16 মে : রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন ৷ আর সেই লকডাউনের নির্ধারিত সময়ের পরেও খোলা বাজার ৷ সেই বাজার বন্ধ করতে এবার তৎপর পুলিশ । জমায়েত সরাতে ও মাস্ক ব্যবহার করাতে মালদা শহরের একাধিক বাজারে লাঠিচার্জ করল পুলিশ প্রশাসন ।

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজার খোলা থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত । কিন্তু, সময় অতিক্রান্ত হওয়ার পরেও মালদা শহরের নেতাজি পৌর বাজার, ঝলঝলিয়া বাজার, সদরঘাট বাজার সহ বেশ কয়েকটি বাজার খোলা ছিল ৷ খবর পেয়ে সেই বাজারগুলিতে হানা দেয় পুলিশ । জমায়েত সরাতে ও অসচেতন নাগরিকদের মাস্ক ব্যবহার করাতে লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে ।

মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের

আরও পড়ুন : মদ কিনতে দোকানে ভিড়, বচসা ; লাঠিচার্জ পুলিশের

ইংরেজবাজার থানার আইসি জানিয়েছেন, জেলাশাসক ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে সকাল দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে । মিষ্টির দোকান খোলার সময় সীমা রাখা হয়েছে 11টা পর্যন্ত । বাজার বন্ধ করতে আমরা রাস্তায় নেমেছি । জরুরি কারণ ছাড়া রাস্তায় কেউ বেরলে, তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা রুজু করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.