মালদা, 16 মে : রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন ৷ আর সেই লকডাউনের নির্ধারিত সময়ের পরেও খোলা বাজার ৷ সেই বাজার বন্ধ করতে এবার তৎপর পুলিশ । জমায়েত সরাতে ও মাস্ক ব্যবহার করাতে মালদা শহরের একাধিক বাজারে লাঠিচার্জ করল পুলিশ প্রশাসন ।
করোনা সংক্রমণ রুখতে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজার খোলা থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত । কিন্তু, সময় অতিক্রান্ত হওয়ার পরেও মালদা শহরের নেতাজি পৌর বাজার, ঝলঝলিয়া বাজার, সদরঘাট বাজার সহ বেশ কয়েকটি বাজার খোলা ছিল ৷ খবর পেয়ে সেই বাজারগুলিতে হানা দেয় পুলিশ । জমায়েত সরাতে ও অসচেতন নাগরিকদের মাস্ক ব্যবহার করাতে লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে ।
আরও পড়ুন : মদ কিনতে দোকানে ভিড়, বচসা ; লাঠিচার্জ পুলিশের
ইংরেজবাজার থানার আইসি জানিয়েছেন, জেলাশাসক ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে সকাল দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে । মিষ্টির দোকান খোলার সময় সীমা রাখা হয়েছে 11টা পর্যন্ত । বাজার বন্ধ করতে আমরা রাস্তায় নেমেছি । জরুরি কারণ ছাড়া রাস্তায় কেউ বেরলে, তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা রুজু করা হবে ।