মালদা, 9 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করতে গিয়ে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) প্রসঙ্গ টেনে আনলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এমনকী, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে তাঁর মুখে শোনা গেল বর্ণবৈষম্যমূলক কটাক্ষ (Racist Comment) ! তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস ৷
শুক্রবার বিজেপি-এর তরফে মালদা (Malda) শহরে আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ এই কর্মসূচিতেই যোগ দিয়েছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি ৷ মিছিল করে সারা শহর পরিক্রমা করার পর পুলিশের বাধা পেরিয়ে বিজেপি-এর নেতা ও কর্মীরা মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে হাজির হন ৷ সেখানেই একটি গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত মজুমদার ৷
আরও পড়ুন: 'চোরের মায়ের বড় গলা !' মালদার আইন অমান্যে সুকান্তর নিশানায় মমতা
সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ গোটা তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেন সুকান্ত ৷ এক সময় তিনি সিভিক ভলান্টিয়ারদের প্রসঙ্গ টেনে আনেন ৷ বলেন, "পুলিশ আজ আমাদের বাধা দিয়েছে ৷ কিন্তু পুলিশেরও ডিএ বাকি ৷ শুধু উপরতলার নির্দেশে আমাদের আটকাতে কাজ করে যাচ্ছেন ওঁরা ৷ সিভিক ভলান্টিয়াররা মাসে 9 থেকে 10 হাজার টাকা বেতন পান ৷ রোদে দাঁড়িয়ে কাজ করতে করতে তাঁরা পুড়ে কালো হয়ে গিয়েছেন ! বিয়ের জন্য ভালো মেয়ে পাচ্ছেন না বেচারারা ! আর তৃণমূলের এক-একজন নেতা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার মালিক ৷"
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সুকান্তর এই উক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে ৷ তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু ৷ তিনি বলেন, "সুকান্তবাবু অধ্যাপক মানুষ ৷ অথচ তিনি যে ভাষায় কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয় ৷ পুলিশ কিংবা সিভিক ভলান্টিয়াররা রাস্তায় দাঁড়িয়ে কাজ করবেন, সেটাই স্বাভাবিক ৷ আজ সুকান্তবাবু নিজের মন্তব্যে বলতে চেয়েছেন, এটা ফর্সাদেরই যুগ ! এভাবেই তিনি কালো ও ফর্সার বিভাজন করেছেন ৷ এককথায়, বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছেন তিনি ৷ যে বর্ণবৈষম্যের বিরুদ্ধে একসময় গান্ধিজি আন্দোলন করেছেন, যে বৈষম্যের বিরুদ্ধে সারা পৃথিবী আওয়াজ তুলছে, সেই বর্ণবৈষম্যের পক্ষে আজ মন্তব্য করেছেন বিজেপি-এর রাজ্য সভাপতি ৷ এটা তাঁর (মানসিক) অপরিপক্কতার উদাহরণ ৷ তিনি অরাজনৈতিক কথাই বেশি বলছেন ৷ তাঁর এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে বাধছে ৷"