ETV Bharat / state

Malda DRM: কিছুদিনের মধ্যেই মালদা স্টেশন দিয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস, জানালেন ডিআরএম

আগামীকালই বদলি হয়ে যাচ্ছেন যতীন্দ্র কুমার ৷ তাঁর জায়গায় মালদা ডিভিশনের দায়িত্ব নিয়ে আসছেন বিকাশ চৌবে ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আমলে এই ডিভিশনের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন বিদায়ী ডিআরএম (Malda DRM) ৷

Malda DRM News
সংবাদমাধ্যমের মুখোমুখি পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার
author img

By

Published : Oct 11, 2022, 10:54 PM IST

মালদা, 11 অক্টোবর: আর কিছুদিনের মধ্যেই মালদা দিয়ে যাতায়াত করবে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) ৷ তার পরিকাঠামো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে ৷ বিদায়বেলায় সেকথা জানালেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷ তিনি আরও জানান, মাস তিনেকের মধ্যে মালদা স্টেশনে ট্রেন রেস্তোরাঁও চালু হয়ে যাবে ৷ ট্রেনের দুটি বগি ব্যবহার করে সেই রেঁস্তোরা তৈরি করা হয়েছে ৷ তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন ৷

আগামিকালই বদলি হয়ে যাচ্ছেন যতীন্দ্র কুমার ৷ তাঁর জায়গায় মালদা ডিভিশনের দায়িত্ব নিয়ে আসছেন বিকাশ চৌবে ৷ তার আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আমলে এই ডিভিশনের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন বিদায়ী ডিআরএম ৷ তিনি বলেন, "আমার সময়কালে ডিভিশনের একাধিক স্টেশনে লিফট, এস্কেলেটর ও ফুটওভার ব্রিজ চালু করা হয়েছে ৷ মালদা স্টেশন সংলগ্ন একটি পার্ক সংস্কার করে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ পার্কটির দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, মালদা রেলওয়ে হাসপাতালে পরিকাঠামোর আমূল সংস্কার করা হয়েছে ৷ কোভিডকালে হাসপাতালে নতুন অনেক কিছুই চালু করা হয়েছে ৷ আরও বেশি চিকিৎসকও নিয়োগ করা হয়েছে ৷"

আরও পড়ুন: আটকে পড়া পর্যটকদের ফেরাতে এনবিএসটিসি'র বিশেষ বাস পরিষেবা

যতীন্দ্র কুমার আরও জানান, বর্তমানে মালদা-দিল্লি-মালদা ফরাক্কা এক্সপ্রেসে এলএইচভি কোচ ব্যবহার করা হচ্ছে ৷ ফলে এখন এই ট্রেনের নামেই দেশের মানুষ মালদাকে চেনে ৷ মালদা থেকে দিল্লিগামী আরেকটি ট্রেনেও এই কোচ ব্যবহার করা হচ্ছে ৷ ওই ট্রেনে এসি ফার্স্ট ক্লাসও রয়েছে ৷ এছাড়াও জেলাবাসীর আরও কিছু নতুন ট্রেনের চাহিদা রয়েছে ৷ আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷ বর্তমানে এই ডিভিশনের 100 শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে ৷ ফলে ট্রেনের গতিও বেড়েছে ৷ রেল ট্র্যাকের গতি 90 থেকে বাড়িয়ে 110 কিলোমিটার করা হয়েছে ৷ আগামী কিছুদিনের মধ্যে সেই গতি 130 কিলোমিটার করা হবে ৷ মালদা ডিভিশনে মাত্র 5-6 কিলোমিটার অংশে ডবল লাইনের কাজ বাকি রয়েছে ৷ এখান দিয়ে রাজধানী এক্সপ্রেস চালানোর সমস্ত ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে ৷ রেল বোর্ডের তরফে শুধুমাত্র ঘোষণাটাই বাকি ৷ এখান থেকে বর্ধমান পর্যন্ত মেমু চালানোর চেষ্টাও চলছে ৷

সংবাদমাধ্যমের মুখোমুখি পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার

বিদায়ী ডিআরএম আজ জানিয়েছেন, সব মিলিয়ে মালদা ডিভিশনের বার্ষিক গড় আয় প্রায় 1200 কোটি টাকা ৷ কোভিড পরিস্থিতিতে এই আয় অর্ধেকে নেমে এসেছিল ৷ তবে পরবর্তী সময়ে তাঁরা সেই আয়কে আগের জায়গায় নিয়ে এসেছেন ৷ মালদা স্টেশনে ট্রেনের দুটি বগি নিয়ে একটি রেস্তোরাঁ তৈরি করা হয়েছে ৷ তার টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে ৷ এক মাসের মধ্যে বরাতপ্রাপ্ত সংস্থার হাতে সেটি তুলে দেওয়া হবে ৷ আশা করা যাচ্ছে, আগামী তিন মাসের মধ্যে মালদা স্টেশনেরই একাংশে ওই রেস্তোরাঁ চালু হয়ে যাবে ৷

মালদা, 11 অক্টোবর: আর কিছুদিনের মধ্যেই মালদা দিয়ে যাতায়াত করবে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) ৷ তার পরিকাঠামো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে ৷ বিদায়বেলায় সেকথা জানালেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷ তিনি আরও জানান, মাস তিনেকের মধ্যে মালদা স্টেশনে ট্রেন রেস্তোরাঁও চালু হয়ে যাবে ৷ ট্রেনের দুটি বগি ব্যবহার করে সেই রেঁস্তোরা তৈরি করা হয়েছে ৷ তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন ৷

আগামিকালই বদলি হয়ে যাচ্ছেন যতীন্দ্র কুমার ৷ তাঁর জায়গায় মালদা ডিভিশনের দায়িত্ব নিয়ে আসছেন বিকাশ চৌবে ৷ তার আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আমলে এই ডিভিশনের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন বিদায়ী ডিআরএম ৷ তিনি বলেন, "আমার সময়কালে ডিভিশনের একাধিক স্টেশনে লিফট, এস্কেলেটর ও ফুটওভার ব্রিজ চালু করা হয়েছে ৷ মালদা স্টেশন সংলগ্ন একটি পার্ক সংস্কার করে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ পার্কটির দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, মালদা রেলওয়ে হাসপাতালে পরিকাঠামোর আমূল সংস্কার করা হয়েছে ৷ কোভিডকালে হাসপাতালে নতুন অনেক কিছুই চালু করা হয়েছে ৷ আরও বেশি চিকিৎসকও নিয়োগ করা হয়েছে ৷"

আরও পড়ুন: আটকে পড়া পর্যটকদের ফেরাতে এনবিএসটিসি'র বিশেষ বাস পরিষেবা

যতীন্দ্র কুমার আরও জানান, বর্তমানে মালদা-দিল্লি-মালদা ফরাক্কা এক্সপ্রেসে এলএইচভি কোচ ব্যবহার করা হচ্ছে ৷ ফলে এখন এই ট্রেনের নামেই দেশের মানুষ মালদাকে চেনে ৷ মালদা থেকে দিল্লিগামী আরেকটি ট্রেনেও এই কোচ ব্যবহার করা হচ্ছে ৷ ওই ট্রেনে এসি ফার্স্ট ক্লাসও রয়েছে ৷ এছাড়াও জেলাবাসীর আরও কিছু নতুন ট্রেনের চাহিদা রয়েছে ৷ আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷ বর্তমানে এই ডিভিশনের 100 শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে ৷ ফলে ট্রেনের গতিও বেড়েছে ৷ রেল ট্র্যাকের গতি 90 থেকে বাড়িয়ে 110 কিলোমিটার করা হয়েছে ৷ আগামী কিছুদিনের মধ্যে সেই গতি 130 কিলোমিটার করা হবে ৷ মালদা ডিভিশনে মাত্র 5-6 কিলোমিটার অংশে ডবল লাইনের কাজ বাকি রয়েছে ৷ এখান দিয়ে রাজধানী এক্সপ্রেস চালানোর সমস্ত ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে ৷ রেল বোর্ডের তরফে শুধুমাত্র ঘোষণাটাই বাকি ৷ এখান থেকে বর্ধমান পর্যন্ত মেমু চালানোর চেষ্টাও চলছে ৷

সংবাদমাধ্যমের মুখোমুখি পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার

বিদায়ী ডিআরএম আজ জানিয়েছেন, সব মিলিয়ে মালদা ডিভিশনের বার্ষিক গড় আয় প্রায় 1200 কোটি টাকা ৷ কোভিড পরিস্থিতিতে এই আয় অর্ধেকে নেমে এসেছিল ৷ তবে পরবর্তী সময়ে তাঁরা সেই আয়কে আগের জায়গায় নিয়ে এসেছেন ৷ মালদা স্টেশনে ট্রেনের দুটি বগি নিয়ে একটি রেস্তোরাঁ তৈরি করা হয়েছে ৷ তার টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে ৷ এক মাসের মধ্যে বরাতপ্রাপ্ত সংস্থার হাতে সেটি তুলে দেওয়া হবে ৷ আশা করা যাচ্ছে, আগামী তিন মাসের মধ্যে মালদা স্টেশনেরই একাংশে ওই রেস্তোরাঁ চালু হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.