ETV Bharat / state

physical training camp chanchal : চাঁচলের ছেলেমেয়েদের সেনায় সুযোগ করে দিতে প্রশিক্ষণ শিবির সেনা কমান্ডো’র

মালদার চাঁচলে গরিব ঘরের ছেলেমেয়েদের সেনায় ভর্তির সুযোগ করে দিতে দু’বছর আগে বিশেষ ট্রেনিং ক্যাম্পের সূচনা করেছিলেন ভারতীয় সেনার কমান্ডো সাজ্জাদ আলি ৷ আজ তাঁর ট্রেনিং স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 150 ৷ চাঁচলের ছেলেমেয়েদের ভবিষ্য গড়তে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে ৷

training-camp-run-by-army-commando-sajjad-ali-in-chanchal-malda
চাঁচলের ছেলেমেয়ে’দের সেনায় সুযোগ করে দিতে প্রশিক্ষণ শিবির সেনা কমান্ডো’র
author img

By

Published : Aug 9, 2021, 7:26 PM IST

Updated : Aug 11, 2021, 7:40 PM IST

মালদা, 9 অগস্ট : অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছেন মালদার চাঁচলের বাসিন্দারা । সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলেও, তাঁদের চাকরি নেই । কী করে তাঁরা নিজেদের আগামী দিনগুলো গড়ে তুলবেন ? তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন চাঁচলের বাসিন্দা সেনাকর্মী সাজ্জাদ আলি । তাই ঠিক করেন, তাঁর এলাকার ছেলেমেয়েদেরও সেনা কিংবা আধাসেনায় নিয়োগের ব্যবস্থা করবেন । আর তার জন্য প্রয়োজন সঠিক শরীরিক প্রশিক্ষণ । এই ভাবনা মাথায় আসতেই গ্রামের বেকার ছেলেমেয়েদের ট্রেনিং দিতে শুরু করেন ভারতীয় সেনার কমান্ডো সাজ্জাদ আলি (Commando Sajjad Ali)। প্রায় দু’বছর ধরে চলছে তাঁর সেই শারীরিক প্রশিক্ষণ শিবির (Physical training camp) । এখানে প্রশিক্ষণ নিতে কোনও টাকাপয়সা দিতে হয় না । সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন তিনি । এই মুহূর্তে সেখানে ট্রেনিং নিচ্ছেন এলাকার প্রায় দেড়শো জন ছেলেমেয়ে। সাজ্জাদ আলি ছুটিতে বাড়ি এলে নিজে সেখানে প্রশিক্ষণ দেন ৷ আর তাঁর অবর্তমানে সেই প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন তাঁর প্রশিক্ষিত বন্ধুরা ।

সাজ্জাদ আলি ভারতীয় সেনার একজন কমান্ডো । মুম্বইয়ে পোস্টিং রয়েছেন তিনি ৷ বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছেন । প্রতিদিন ভোর পাঁচটা থেকে চাঁচল হাটে শুরু হয় তাঁর ফিজিক্যাল ট্রেনিং ক্লাস । প্রায় চার ঘণ্টা ক্লাস চলে । বছর দু’য়েক আগে হাতে গোনা 5-6 জন ছেলেমেয়ে সেই ক্লাসে যোগ দিয়েছিলেন । এখন সংখ্যাটা প্রায় দেড়শো । রয়েছেন জনা দশেক মেয়েও । সাজ্জাদ আলি বলেন, “ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি ৷ অনেক কষ্টে সেনাবাহিনীতে যোগ দিয়েছি । আমার এলাকায় গরিব মানুষের সংখ্যা বেশি । চাঁচলে বেকারদের সংখ্যা দিন দিন বাড়ছে । তাঁদের অনেকেই সেনা কিংবা আধাসেনায় কাজ করতে চান । কিন্তু ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে না পেরে ফিরে আসেন । তাই তাঁদের জন্য আমি ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি । তাঁদের যেন আর ফিরে আসতে না হয় । সেনাবাহিনীতে কাজ পেতে গেলে কী ধরনের ফিজিক্যাল ট্রেনিং প্রয়োজন, তার একটা ধারণা আমার আছে । আমি সেটাই এখানকার ছেলেমেয়েদের শেখাই ৷ শুধু চাকরিই নয়, এখানকার ছেলেমেয়েরা যাতে দেশের সেবাও করতে পারেন, সেটাও চাই আমি । ট্রেনিংয়ের পরিকাঠামো এখানে কিছু নেই । যা করার আমরা নিজেরাই করি । বিষয়টি আমি চাঁচল থানার আইসিকে জানিয়েছি । তিনিও এতে খুব খুশি । তিনিও এই ছেলেমেয়েদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন । আমি যখন এখানে থাকি না তখন আমার বন্ধু রবিউল হাসান, নওয়াজ এবং দিলওয়ার হোসেন বাচ্চাদের ট্রেনিং দেন ৷ তাঁদেরও পিটি কোর্স করা আছে ৷’’

ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে বছর দেড়েক ধরে ওই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন নার্গিস পারভিন । স্কুল জীবনে অ্যাথলেটিকসে রাজ্যস্তরে ভাল ফল করেছেন তিনি । সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছেন । সংখ্যালঘু পরিবারের মেয়ে সেনায় চাকরি করবে, তা প্রথমে মেনে নিতে পারেননি অভিভাবকরা । ধীরে ধীরে তাঁদের ভরসা জুগিয়েছেন । তিনি বলেন, “ছোট থেকেই সেনায় চাকরি করার স্বপ্ন । দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন চোখেই বড় হয়েছি । কিন্তু চাঁচলে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার মতো কোচ ছিল না । অথচ বাইরে সেই সুযোগ রয়েছে । হঠাৎ জানতে পারি, সাজ্জাদ স্যার চাঁচলের ছেলেদের ট্রেনিং দিচ্ছেন । তখনই মাথায় আসে, স্যারকে গিয়ে বলব, ছেলেরা ট্রেনিং নিতে পারলে মেয়েরা পারবে না কেন ? স্যারের কাছে এসে সেকথা বললাম । তিনি মেয়েদের ট্রেনিং দিতে রাজি হন । এই ট্রেনিংয়ে আমিই প্রথম মেয়ে । পরে আরও অনেক মেয়ে এখানে ট্রেনিং নিচ্ছেন । এখানে কোনও টাকাপয়সা লাগে না । স্যার আমাদের কাছে গর্বের । তাঁর জন্যই আমরা সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি । আমি ছেলে আর মেয়ের মধ্যে কোনও তফাৎ দেখি না । এখন ভারতের মেয়েরা অলিম্পিকস থেকে মেডেল নিয়ে আসছেন । তাহলে আমরা পারব না কেন ? শুধু চেষ্টা করে যেতে হবে ।”

চাঁচলের ছেলেমেয়েদের সেনায় সুযোগ করে দিতে প্রশিক্ষণ শিবির সেনা কমান্ডো’র

আরেক শিক্ষার্থী সৌরভ শীল বলেন, “এখানে সেনায় নিয়োগের জন্য যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয় । আমি খুব গরিব ঘরের ছেলে । জুতো কিংবা টি-শার্ট কেনার ক্ষমতাও ছিল না । স্যারই সব কিনে দিয়েছেন । শুধু আমাকেই নয়, যাদের এসব কেনার ক্ষমতা নেই, স্যার সবাইকেই কিনে দেন । এখন আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে ৷ আমি সেনায় নিশ্চিতভাবে চাকরি পাব । প্রায় দেড় বছর ধরে আমি এখানে ট্রেনিং নিচ্ছি । প্রথমে 7-8 জন দিয়ে শুরু হয়েছিল । এখন একশো পেরিয়ে গিয়েছে । জনা দশেক মেয়েও রয়েছে ।”

দু’মাস ধরে এখানে ট্রেনিং নিতে আসছেন মহবিল খানের ছেলে । চাঁচল হাটে ছেলের ট্রেনিং দেখতে এসে তিনি বলেন, “অনেকদিন ধরেই শুনছিলাম, এখানে সেনায় চাকরির জন্য ট্রেনিং দেওয়া হয় । চাঁচলে এসবের সুযোগ ছিল না । শেষ পর্যন্ত সাজ্জাদ স্যার সেই সুযোগ করে দিয়েছেন । অনেক ছেলেমেয়ে এখানে ট্রেনিং নিচ্ছে । আমাদেরও ভাল লাগছে । এর জন্য আমি সাজ্জাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি । ছোট থেকেই ছেলে দেশের কাজ করার কথা বলত । সেই আশায় আমরাও ওকে এখানে পাঠাচ্ছি । ওকে বলেছি, পরিশ্রম করেই সেনায় চাকরি পাওয়া যায় । তাই ওকেও পরিশ্রম করে যেতে হবে ।”

শুধু ফিজিক্যাল ট্রেনিংই নয় । সেনায় চাকরিপ্রার্থী ছেলেমেয়েদের জন্য সাজ্জাদ আলি ও তাঁর তিন বন্ধু এক শিক্ষক নিয়োগ করেছেন । তার জন্য তাঁরা ওই শিক্ষককে প্রতি মাসে আট হাজার টাকা সাম্মানিক দেন । সেই শিক্ষক শিক্ষার্থীদের অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ট্রেনিং দেন । প্রতিদিন ফিজিক্যাল ট্রেনিং শেষে ছেলেমেয়েদের সেই শিক্ষকের কাছে পড়াশোনাও করতে হয় । যদিও সেই শিক্ষক ক্যামেরা থেকে নিজেকে আড়ালেই রেখেছেন । এবারই প্রথম তাঁদের প্রশিক্ষিত 20 জন ছেলেমেয়ে সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ান হওয়ার জন্য আবেদন দাখিল করেছেন ।

মালদা, 9 অগস্ট : অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছেন মালদার চাঁচলের বাসিন্দারা । সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলেও, তাঁদের চাকরি নেই । কী করে তাঁরা নিজেদের আগামী দিনগুলো গড়ে তুলবেন ? তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন চাঁচলের বাসিন্দা সেনাকর্মী সাজ্জাদ আলি । তাই ঠিক করেন, তাঁর এলাকার ছেলেমেয়েদেরও সেনা কিংবা আধাসেনায় নিয়োগের ব্যবস্থা করবেন । আর তার জন্য প্রয়োজন সঠিক শরীরিক প্রশিক্ষণ । এই ভাবনা মাথায় আসতেই গ্রামের বেকার ছেলেমেয়েদের ট্রেনিং দিতে শুরু করেন ভারতীয় সেনার কমান্ডো সাজ্জাদ আলি (Commando Sajjad Ali)। প্রায় দু’বছর ধরে চলছে তাঁর সেই শারীরিক প্রশিক্ষণ শিবির (Physical training camp) । এখানে প্রশিক্ষণ নিতে কোনও টাকাপয়সা দিতে হয় না । সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন তিনি । এই মুহূর্তে সেখানে ট্রেনিং নিচ্ছেন এলাকার প্রায় দেড়শো জন ছেলেমেয়ে। সাজ্জাদ আলি ছুটিতে বাড়ি এলে নিজে সেখানে প্রশিক্ষণ দেন ৷ আর তাঁর অবর্তমানে সেই প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন তাঁর প্রশিক্ষিত বন্ধুরা ।

সাজ্জাদ আলি ভারতীয় সেনার একজন কমান্ডো । মুম্বইয়ে পোস্টিং রয়েছেন তিনি ৷ বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছেন । প্রতিদিন ভোর পাঁচটা থেকে চাঁচল হাটে শুরু হয় তাঁর ফিজিক্যাল ট্রেনিং ক্লাস । প্রায় চার ঘণ্টা ক্লাস চলে । বছর দু’য়েক আগে হাতে গোনা 5-6 জন ছেলেমেয়ে সেই ক্লাসে যোগ দিয়েছিলেন । এখন সংখ্যাটা প্রায় দেড়শো । রয়েছেন জনা দশেক মেয়েও । সাজ্জাদ আলি বলেন, “ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি ৷ অনেক কষ্টে সেনাবাহিনীতে যোগ দিয়েছি । আমার এলাকায় গরিব মানুষের সংখ্যা বেশি । চাঁচলে বেকারদের সংখ্যা দিন দিন বাড়ছে । তাঁদের অনেকেই সেনা কিংবা আধাসেনায় কাজ করতে চান । কিন্তু ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে না পেরে ফিরে আসেন । তাই তাঁদের জন্য আমি ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি । তাঁদের যেন আর ফিরে আসতে না হয় । সেনাবাহিনীতে কাজ পেতে গেলে কী ধরনের ফিজিক্যাল ট্রেনিং প্রয়োজন, তার একটা ধারণা আমার আছে । আমি সেটাই এখানকার ছেলেমেয়েদের শেখাই ৷ শুধু চাকরিই নয়, এখানকার ছেলেমেয়েরা যাতে দেশের সেবাও করতে পারেন, সেটাও চাই আমি । ট্রেনিংয়ের পরিকাঠামো এখানে কিছু নেই । যা করার আমরা নিজেরাই করি । বিষয়টি আমি চাঁচল থানার আইসিকে জানিয়েছি । তিনিও এতে খুব খুশি । তিনিও এই ছেলেমেয়েদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন । আমি যখন এখানে থাকি না তখন আমার বন্ধু রবিউল হাসান, নওয়াজ এবং দিলওয়ার হোসেন বাচ্চাদের ট্রেনিং দেন ৷ তাঁদেরও পিটি কোর্স করা আছে ৷’’

ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে বছর দেড়েক ধরে ওই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন নার্গিস পারভিন । স্কুল জীবনে অ্যাথলেটিকসে রাজ্যস্তরে ভাল ফল করেছেন তিনি । সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছেন । সংখ্যালঘু পরিবারের মেয়ে সেনায় চাকরি করবে, তা প্রথমে মেনে নিতে পারেননি অভিভাবকরা । ধীরে ধীরে তাঁদের ভরসা জুগিয়েছেন । তিনি বলেন, “ছোট থেকেই সেনায় চাকরি করার স্বপ্ন । দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন চোখেই বড় হয়েছি । কিন্তু চাঁচলে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার মতো কোচ ছিল না । অথচ বাইরে সেই সুযোগ রয়েছে । হঠাৎ জানতে পারি, সাজ্জাদ স্যার চাঁচলের ছেলেদের ট্রেনিং দিচ্ছেন । তখনই মাথায় আসে, স্যারকে গিয়ে বলব, ছেলেরা ট্রেনিং নিতে পারলে মেয়েরা পারবে না কেন ? স্যারের কাছে এসে সেকথা বললাম । তিনি মেয়েদের ট্রেনিং দিতে রাজি হন । এই ট্রেনিংয়ে আমিই প্রথম মেয়ে । পরে আরও অনেক মেয়ে এখানে ট্রেনিং নিচ্ছেন । এখানে কোনও টাকাপয়সা লাগে না । স্যার আমাদের কাছে গর্বের । তাঁর জন্যই আমরা সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি । আমি ছেলে আর মেয়ের মধ্যে কোনও তফাৎ দেখি না । এখন ভারতের মেয়েরা অলিম্পিকস থেকে মেডেল নিয়ে আসছেন । তাহলে আমরা পারব না কেন ? শুধু চেষ্টা করে যেতে হবে ।”

চাঁচলের ছেলেমেয়েদের সেনায় সুযোগ করে দিতে প্রশিক্ষণ শিবির সেনা কমান্ডো’র

আরেক শিক্ষার্থী সৌরভ শীল বলেন, “এখানে সেনায় নিয়োগের জন্য যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয় । আমি খুব গরিব ঘরের ছেলে । জুতো কিংবা টি-শার্ট কেনার ক্ষমতাও ছিল না । স্যারই সব কিনে দিয়েছেন । শুধু আমাকেই নয়, যাদের এসব কেনার ক্ষমতা নেই, স্যার সবাইকেই কিনে দেন । এখন আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে ৷ আমি সেনায় নিশ্চিতভাবে চাকরি পাব । প্রায় দেড় বছর ধরে আমি এখানে ট্রেনিং নিচ্ছি । প্রথমে 7-8 জন দিয়ে শুরু হয়েছিল । এখন একশো পেরিয়ে গিয়েছে । জনা দশেক মেয়েও রয়েছে ।”

দু’মাস ধরে এখানে ট্রেনিং নিতে আসছেন মহবিল খানের ছেলে । চাঁচল হাটে ছেলের ট্রেনিং দেখতে এসে তিনি বলেন, “অনেকদিন ধরেই শুনছিলাম, এখানে সেনায় চাকরির জন্য ট্রেনিং দেওয়া হয় । চাঁচলে এসবের সুযোগ ছিল না । শেষ পর্যন্ত সাজ্জাদ স্যার সেই সুযোগ করে দিয়েছেন । অনেক ছেলেমেয়ে এখানে ট্রেনিং নিচ্ছে । আমাদেরও ভাল লাগছে । এর জন্য আমি সাজ্জাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি । ছোট থেকেই ছেলে দেশের কাজ করার কথা বলত । সেই আশায় আমরাও ওকে এখানে পাঠাচ্ছি । ওকে বলেছি, পরিশ্রম করেই সেনায় চাকরি পাওয়া যায় । তাই ওকেও পরিশ্রম করে যেতে হবে ।”

শুধু ফিজিক্যাল ট্রেনিংই নয় । সেনায় চাকরিপ্রার্থী ছেলেমেয়েদের জন্য সাজ্জাদ আলি ও তাঁর তিন বন্ধু এক শিক্ষক নিয়োগ করেছেন । তার জন্য তাঁরা ওই শিক্ষককে প্রতি মাসে আট হাজার টাকা সাম্মানিক দেন । সেই শিক্ষক শিক্ষার্থীদের অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ট্রেনিং দেন । প্রতিদিন ফিজিক্যাল ট্রেনিং শেষে ছেলেমেয়েদের সেই শিক্ষকের কাছে পড়াশোনাও করতে হয় । যদিও সেই শিক্ষক ক্যামেরা থেকে নিজেকে আড়ালেই রেখেছেন । এবারই প্রথম তাঁদের প্রশিক্ষিত 20 জন ছেলেমেয়ে সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ান হওয়ার জন্য আবেদন দাখিল করেছেন ।

Last Updated : Aug 11, 2021, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.