মালদা, 10 মে : ফুটপাথ বলে আর কোনও অস্তিত্ব নেই । সবটা চলে গিয়েছে ব্যবসায়ী আর অবৈধ পার্কিংয়ের হাতে । এদিকে ফুটপাথ না থাকায় জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা (Pedestrians facing problem in Malda)। তাতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা । এবার ফুটপাথ দখলমুক্ত করতে একজোটে অভিযান শুরু করল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা । একই সঙ্গে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও শুরু হয়েছে অভিযান । আজ পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের দু'ধার-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে । নেতৃত্বে ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও থানার আইসি ।
এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, "বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি জাতীয় সড়কের দু'ধার-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ফুটপাথ জবরদখল করে ব্যবসা চলছে । সারাদিন ব্যবসা করে ব্যবসায়ীরা ৷ আবার রাতে ফুটপাথের জবরদখল করা অংশ তালা দিয়ে চলে যাচ্ছেন । তার সঙ্গে রয়েছে বেআইনি পার্কিং । শুধু জাতীয় সড়কের ধারে থাকা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন সংলগ্ন এলাকায় নয়, আরও অনেক রাস্তাতেই বেআইনি পার্কিং চলছে । ফুটপাথের উপর লরি-সহ নানা যানবাহন রেখে দেওয়া হচ্ছে । মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারছে না । তাই আজ আমরা মালদা থানা ও মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িকে সঙ্গে নিয়ে এসবের বিরুদ্ধে অভিযানে নেমেছি । বেআইনি পার্কিং করা বেশ কিছু গাড়ির বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে । আজ আমরা সবাইকে এনিয়ে বুঝিয়েছি । এরপরেও যদি ফুটপাথ দখল করে গাড়ি পার্কিং করা থাকে, তবে আমরা আরও কঠোর আইনি পদক্ষেপ নেব ।"
আরও পড়ুন : টালিগঞ্জে ফুটপাত জুড়ে বেআইনি পার্কিং, সমস্যায় পথচারীরা
মালদা থানার আইসি হীরক বিশ্বাস বলেন, "ফুটপাথ দখল হয়ে থাকায় মানুষের চলাচলে সত্যিই সমস্যা হচ্ছে । মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে । তাই আজ আমরা বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছি । এখনও পর্যন্ত পাঁচটি লরি আটক করেছি । প্রতিটি লরিকে ফাইন করা হবে । কিছু গাড়িকে আমরা আজ স্পট ফাইনও করেছি ।"