ETV Bharat / state

দেড় বিঘা জমির দখল ঘিরে কাকাকে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ! - তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Man kills Uncle in Malda: মালদায় দেড় বিঘা জমিকে ঘিরে বিবাদের জেরে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে ৷ এক অভিযুক্ত আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷

Man kills Uncle in Malda
কাকাকে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের !
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 5:59 PM IST

Updated : Dec 1, 2023, 7:30 PM IST

মালদা, 1 ডিসেম্বর: মাত্র দেড় বিঘা জমির দখলকে কেন্দ্র করে কাকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা গ্রামে ৷ খবর পেয়ে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ ৷ এক ডিএসপি-র নেতৃত্বে শুক্রবার ঘটনাস্থলে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, অন্তত সাতজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে ৷

নিহতের নাম দেবনারায়ণ যাদব ৷ বয়স 53 বছর ৷ পেশায় গোপালক ৷ বঙ্কুটোলা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা ৷ পরিবারের লোকজন জানাচ্ছেন, দেড় বিঘা জমির দখল নিয়ে মাসখানেক ধরে দেবনারায়ণের সঙ্গে তাঁরই ভাইপো, মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামবিহারী যাদবের ঝামেলা চলছিল ৷ অভিযোগ, এই বিবাদের জেরে কিছুদিন ধরেই শ্যামবিহারী কাকাকে খুনের হুমকি দিতেন ৷ গতকাল রাতে লোকজনকে সঙ্গে নিয়ে তিনি দেবনারায়ণের উপর হামলা চালান ৷ ধারালো হাঁসুয়া দিয়ে তিনি কাকার পেট চিরে দেন বলে অভিযোগ ৷

পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীরাও আহত দেবনারায়ণকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু শ্যামবিহারী ও তাঁর দলবল কারওকে এগোতে দেয়নি বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত দু’ঘণ্টা পর আহত দেবনারায়ণকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে তৎক্ষণাৎ মালদা মেডিক্যালে রেফার করে দেন চিকিৎসকরা ৷ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷

দেবনারায়ণের মেয়ে সুরভি যাদব জানান, “দেড় বিঘা জমির রেজিস্ট্রি নিয়ে বাবার সঙ্গে ওদের ঝামেলা চলছিল ৷ ওরা আমার জ্যেঠার ছেলে ৷ তাঁদের একজন সদানন ওরফে পতন বাবাকে বলে, জমি তোর নামে হয়ে গেলেও সেখানে ফসল লাগাতে দেব না ৷ গতকাল বাবা নতুন ঘরের ছাদ দেওয়ার জন্য বালি-সিমেন্ট আনতে গিয়েছিল ৷ ওরা বাবাকে বলে, বেঁচে থাকাকালীন তোকে ছাদের ঘরে ঘুমোতে দেব না ৷ মরার পর ছাদের ঘরে বসবি, ঘুমোবি ৷ রাতে বাবা ঘুমিয়ে পড়েছিল ৷ আমাদের একটা মোষের বাচ্চা ওদের বাড়িতে চলে যায় ৷ তখন ওরা চিৎকার শুরু করে দেয় ৷ দাদা সেই বাচ্চাটাকে সরিয়ে আনতে যাচ্ছিল ৷ কিন্তু বাবা, দাদাকে ওদের বাড়িতে যেতে দেয়নি ৷ খানিক পরেই লোকজন নিয়ে এসে ওরা আমার বাবার পেটে হাঁসুয়া ভরে দেয় ৷ তারপর টানতে টানতে রাস্তায় নিয়ে যায় ৷ পাশের পুকুরে বাবাকে ডুবিয়ে দেয় ৷ বাবাকে হাসপাতাল নিয়ে যেতে দেয়নি ওরা ৷ গ্রামের লোকজনকেও ওরা বাধা দেয় ৷ বলে, মরে না গেলে বাবাকে ওঠাতে দেবে না ৷ ওদের জন্যই বাবা মরে গেল ৷”

মৃতের এক ভাইপো শ্রীকৃষ্ণ যাদব বলেন, “দেড় বিঘা জমি নিয়ে এই ঝামেলা ৷ দুই পরিবারই তৃণমূল করে ৷ কাকাকে যারা মেরেছে তাদের মধ্যে শ্যামবিহারী যাদব আবার পঞ্চায়েত সদস্য ৷ নিজেদের পরিবারের সদস্য বলে আমরাই সবাই ভোট দিয়ে ওকে এ বার ভোটে জিতিয়েছি ৷ ওরা 5-7 জন কাকাকে মেরেছে ৷ হাঁসুয়া দিয়ে পেট ফাঁসিয়ে দেওয়ার পর কাকাকে ওরা হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে দেয়নি ৷ গ্রামের লোকজনকেও অস্ত্রশস্ত্র দেখিয়ে তাড়িয়ে দিয়েছে ৷”

এ নিয়ে রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয় সিন্‌হা বলেন, “ঘটনাটি জানতে পেরেছি ৷ আমরা বিষয়টি নিয়ে খোঁজখবরও নিয়েছি ৷ এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই ৷ ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ এ ক্ষেত্রে আইন নিজের পথে চলবে ৷ পুলিশ তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ করবে ৷ আমরাও পরে আলোচনায় বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব ৷ এর বেশি আমার কিছু বলার নেই ৷”

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে এখনও পর্যন্ত রতুয়া থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও ঘটনাস্থলে তদন্তে পৌঁছে যায় পুলিশ ৷ ডিএসপি বিপুল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করে ৷ যদিও অভিযুক্তরা সবাই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁদের খোঁজ পাননি পুলিশকর্মীরা ৷ এ নিয়ে পুলিশ এখনই কিছু বলতে রাজি হয়নি ৷ ডিএসপি শুধু জানিয়েছেন, অভিযোগ হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  2. স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা
  3. খুনের পর 400 টুকরো দেহ, প্রায় দু'মাস পর যুবকের রহস্যমৃত্যুর কিনারা গোয়ালিয়রে

মালদা, 1 ডিসেম্বর: মাত্র দেড় বিঘা জমির দখলকে কেন্দ্র করে কাকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা গ্রামে ৷ খবর পেয়ে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ ৷ এক ডিএসপি-র নেতৃত্বে শুক্রবার ঘটনাস্থলে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, অন্তত সাতজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে ৷

নিহতের নাম দেবনারায়ণ যাদব ৷ বয়স 53 বছর ৷ পেশায় গোপালক ৷ বঙ্কুটোলা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা ৷ পরিবারের লোকজন জানাচ্ছেন, দেড় বিঘা জমির দখল নিয়ে মাসখানেক ধরে দেবনারায়ণের সঙ্গে তাঁরই ভাইপো, মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামবিহারী যাদবের ঝামেলা চলছিল ৷ অভিযোগ, এই বিবাদের জেরে কিছুদিন ধরেই শ্যামবিহারী কাকাকে খুনের হুমকি দিতেন ৷ গতকাল রাতে লোকজনকে সঙ্গে নিয়ে তিনি দেবনারায়ণের উপর হামলা চালান ৷ ধারালো হাঁসুয়া দিয়ে তিনি কাকার পেট চিরে দেন বলে অভিযোগ ৷

পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীরাও আহত দেবনারায়ণকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু শ্যামবিহারী ও তাঁর দলবল কারওকে এগোতে দেয়নি বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত দু’ঘণ্টা পর আহত দেবনারায়ণকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে তৎক্ষণাৎ মালদা মেডিক্যালে রেফার করে দেন চিকিৎসকরা ৷ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷

দেবনারায়ণের মেয়ে সুরভি যাদব জানান, “দেড় বিঘা জমির রেজিস্ট্রি নিয়ে বাবার সঙ্গে ওদের ঝামেলা চলছিল ৷ ওরা আমার জ্যেঠার ছেলে ৷ তাঁদের একজন সদানন ওরফে পতন বাবাকে বলে, জমি তোর নামে হয়ে গেলেও সেখানে ফসল লাগাতে দেব না ৷ গতকাল বাবা নতুন ঘরের ছাদ দেওয়ার জন্য বালি-সিমেন্ট আনতে গিয়েছিল ৷ ওরা বাবাকে বলে, বেঁচে থাকাকালীন তোকে ছাদের ঘরে ঘুমোতে দেব না ৷ মরার পর ছাদের ঘরে বসবি, ঘুমোবি ৷ রাতে বাবা ঘুমিয়ে পড়েছিল ৷ আমাদের একটা মোষের বাচ্চা ওদের বাড়িতে চলে যায় ৷ তখন ওরা চিৎকার শুরু করে দেয় ৷ দাদা সেই বাচ্চাটাকে সরিয়ে আনতে যাচ্ছিল ৷ কিন্তু বাবা, দাদাকে ওদের বাড়িতে যেতে দেয়নি ৷ খানিক পরেই লোকজন নিয়ে এসে ওরা আমার বাবার পেটে হাঁসুয়া ভরে দেয় ৷ তারপর টানতে টানতে রাস্তায় নিয়ে যায় ৷ পাশের পুকুরে বাবাকে ডুবিয়ে দেয় ৷ বাবাকে হাসপাতাল নিয়ে যেতে দেয়নি ওরা ৷ গ্রামের লোকজনকেও ওরা বাধা দেয় ৷ বলে, মরে না গেলে বাবাকে ওঠাতে দেবে না ৷ ওদের জন্যই বাবা মরে গেল ৷”

মৃতের এক ভাইপো শ্রীকৃষ্ণ যাদব বলেন, “দেড় বিঘা জমি নিয়ে এই ঝামেলা ৷ দুই পরিবারই তৃণমূল করে ৷ কাকাকে যারা মেরেছে তাদের মধ্যে শ্যামবিহারী যাদব আবার পঞ্চায়েত সদস্য ৷ নিজেদের পরিবারের সদস্য বলে আমরাই সবাই ভোট দিয়ে ওকে এ বার ভোটে জিতিয়েছি ৷ ওরা 5-7 জন কাকাকে মেরেছে ৷ হাঁসুয়া দিয়ে পেট ফাঁসিয়ে দেওয়ার পর কাকাকে ওরা হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে দেয়নি ৷ গ্রামের লোকজনকেও অস্ত্রশস্ত্র দেখিয়ে তাড়িয়ে দিয়েছে ৷”

এ নিয়ে রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয় সিন্‌হা বলেন, “ঘটনাটি জানতে পেরেছি ৷ আমরা বিষয়টি নিয়ে খোঁজখবরও নিয়েছি ৷ এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই ৷ ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ এ ক্ষেত্রে আইন নিজের পথে চলবে ৷ পুলিশ তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ করবে ৷ আমরাও পরে আলোচনায় বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব ৷ এর বেশি আমার কিছু বলার নেই ৷”

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে এখনও পর্যন্ত রতুয়া থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও ঘটনাস্থলে তদন্তে পৌঁছে যায় পুলিশ ৷ ডিএসপি বিপুল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করে ৷ যদিও অভিযুক্তরা সবাই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁদের খোঁজ পাননি পুলিশকর্মীরা ৷ এ নিয়ে পুলিশ এখনই কিছু বলতে রাজি হয়নি ৷ ডিএসপি শুধু জানিয়েছেন, অভিযোগ হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  2. স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা
  3. খুনের পর 400 টুকরো দেহ, প্রায় দু'মাস পর যুবকের রহস্যমৃত্যুর কিনারা গোয়ালিয়রে
Last Updated : Dec 1, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.