ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1, উদ্ধার জালনোটও

মালদার কালিয়াচকে আগ্নেয়াস্ত্র সহ 1 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ অন্য আরেকটি জায়গা থেকে জালনোট সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷

one person arrest with fire arms from kaliachwak in malda
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1, উদ্ধার জালনোটও
author img

By

Published : Apr 1, 2021, 3:29 PM IST

মালদা, 1 এপ্রিল : ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ অন্য একটি ঘটনায় জালনোট সহ দুই পাচারকারীকে কালিয়াচকের মোজমপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট ৷ এই অবস্থায় মালদার কালিয়াচকের দু’টি পৃথক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার করল পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার ভোররাতে পুলিশের একটি দল কালিয়াচক 2 নং গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙা মোড়ে হানা দেয়। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনে থেকে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপ গান ৷ সেই সঙ্গে 8 মিলিমিটারের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের নাম আসরাউল শেখ, বয়স 26 বছর ৷ তার বাড়ি কালিয়াচক 2নং গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙার বিশটোলায়।

আরও পড়ুন : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী

অন্যদিকে, কালিয়াচক থানার গোলাপগঞ্জের মোজমপুরের ফুটবল ময়দানে হানা দেয় পুলিশ। সেখানে হানা দিয়ে দুই ব্যক্তির থেকে 48 হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয় ৷ উদ্ধার হওয়া সব নোট 500 টাকার। এই ঘটনায় ধৃত দুই পাচারকারীর নাম মান্তু মিঁয়া, বয়স 42 বছর ও ফইজুল ইসলাম বয়স 38 বছর ।

মালদা, 1 এপ্রিল : ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ অন্য একটি ঘটনায় জালনোট সহ দুই পাচারকারীকে কালিয়াচকের মোজমপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট ৷ এই অবস্থায় মালদার কালিয়াচকের দু’টি পৃথক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার করল পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার ভোররাতে পুলিশের একটি দল কালিয়াচক 2 নং গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙা মোড়ে হানা দেয়। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনে থেকে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপ গান ৷ সেই সঙ্গে 8 মিলিমিটারের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের নাম আসরাউল শেখ, বয়স 26 বছর ৷ তার বাড়ি কালিয়াচক 2নং গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙার বিশটোলায়।

আরও পড়ুন : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী

অন্যদিকে, কালিয়াচক থানার গোলাপগঞ্জের মোজমপুরের ফুটবল ময়দানে হানা দেয় পুলিশ। সেখানে হানা দিয়ে দুই ব্যক্তির থেকে 48 হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয় ৷ উদ্ধার হওয়া সব নোট 500 টাকার। এই ঘটনায় ধৃত দুই পাচারকারীর নাম মান্তু মিঁয়া, বয়স 42 বছর ও ফইজুল ইসলাম বয়স 38 বছর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.