মালদা, 23 ডিসেম্বর : আড়াই হাজার ফেনসিডিলের বোতল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম হারুন শেখ । বাড়ি কালিয়াচকের হাটখোলা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে পুলিশের একটি দল জালুয়াবাথাল গ্রামের নতুন শ্রীরামপুরে হানা দেয় । তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ । তল্লাশির সময় উদ্ধার হয় 2 হাজার 500 বোতল ফেনসিডিল । এরপরেই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 2 হাজার 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।