ETV Bharat / state

ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকীতে মালদায় কৃষি আইনের প্রতিবাদে মিছিল কংগ্রেসের - সভাপতি আবু হাসেম খান চৌধুরি

ইন্দিরা গান্ধির মৃত্যুদিবস ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সারা দেশের সঙ্গে মালদাতেও পথে নামল কংগ্রেস। কর্মসূচিতে দেখা মিলল সদ্য প্রাক্তন জেলা সভাপতির ।

Protest procession of Congress on Agriculture Bill in Malda
মালদায় কৃষিবিলের প্রতিবাদ মিছিল কংগ্রেসের
author img

By

Published : Oct 31, 2020, 10:14 PM IST

মালদা, 31 অক্টোবর : দীর্ঘদিন পর কংগ্রেসের মিছিল দেখল মালদা শহর । ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকী ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে আজ মালদা শহরে মিছিল করে কংগ্রেস । মিছিলে অংশ নিয়েছিলেন দলীয় প্রত্যেক বিধায়ক, ব্লক সভাপতিসহ অন্য নেতা কর্মীরা । বেশ কিছুদিন পর আজ কংগ্রেসের কর্মসূচি দেখা গিয়েছে প্রাক্তন জেলা সভাপতি মোস্তাক আলমকে । মিছিল থেকে কেন্দ্রীয় কৃষি আইন ও BJP-র বিরুদ্ধে স্লোগান ওঠে ।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে মোস্তাক সাহেব বলেন, "আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুদিবস । তাঁর সম্পর্কে নতুন কিছু বলার নেই । এছাড়া আজ দেশের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 146তম জন্মদিবস । আজ আমরা তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি । সারা দেশ এখন কৃষির উপর নির্ভরশীল । ইন্দিরা গান্ধির জমানায় দেশে সবুজ বিপ্লব হয়েছিল । প্রয়াত বরকত সাহেব এই জেলায় সেচের ব্যবস্থা করেছিলেন । কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক বিরোধী মনোভাব নিয়ে চলছেন । গোপিনাথন কমিশনের রায় অনুযায়ী মনমোহন সিং ও রাহুল গান্ধির সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ফসল কেনার ব্যবস্থা করেছিল । কিন্তু মোদি সেটা প্রত্যাহার করে দেশটাকে বিকিয়ে দিচ্ছেন । যেভাবে ব্যাঙ্কে লুটতরাজ করা হয়েছে, সেভাবেই রেলসহ আরও অনেক সেক্টর বিক্রি করে দেওয়ার ব্যবস্থা চলছে । এরা শুধু নিজেদের ফান্ড বাড়াতেই ব্যস্ত । তাই AICC-র নির্দেশ অনুযায়ী আজ সারা দেশে কংগ্রেস প্রতিবাদ আন্দোলনে নেমেছে । আমরা যে কোনও মূল্যে কৃষক স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করব । তার জন্য দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের কাজ চলছে ।"

মালদায় কৃষি আইনের প্রতিবাদে মিছিল কংগ্রেসের

আজকের কর্মসূচিতে দেখা যায়নি জেলা কংগ্রেসের বর্তমান সভাপতি আবু হাসেম খান চৌধুরিকে । কোরোনার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি । তবে কংগ্রেসের আজকের এই কর্মসূচির সঙ্গে একুশের বিধানসভা ভোট জড়িয়ে রয়েছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল । সেই মহলের বক্তব্য, একসময় নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদায় প্রতিদিনই শক্তি ক্ষয় হচ্ছে কংগ্রেসের । এই অবস্থায় শহরজুড়ে মিছিল বের করে আজ তাঁরা নিজেদের উপস্থিতি জানান দিতে চেয়েছে । তবে এই মিছিলের জন্য আজ শহরের রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে ।

মালদা, 31 অক্টোবর : দীর্ঘদিন পর কংগ্রেসের মিছিল দেখল মালদা শহর । ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকী ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে আজ মালদা শহরে মিছিল করে কংগ্রেস । মিছিলে অংশ নিয়েছিলেন দলীয় প্রত্যেক বিধায়ক, ব্লক সভাপতিসহ অন্য নেতা কর্মীরা । বেশ কিছুদিন পর আজ কংগ্রেসের কর্মসূচি দেখা গিয়েছে প্রাক্তন জেলা সভাপতি মোস্তাক আলমকে । মিছিল থেকে কেন্দ্রীয় কৃষি আইন ও BJP-র বিরুদ্ধে স্লোগান ওঠে ।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে মোস্তাক সাহেব বলেন, "আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুদিবস । তাঁর সম্পর্কে নতুন কিছু বলার নেই । এছাড়া আজ দেশের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 146তম জন্মদিবস । আজ আমরা তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি । সারা দেশ এখন কৃষির উপর নির্ভরশীল । ইন্দিরা গান্ধির জমানায় দেশে সবুজ বিপ্লব হয়েছিল । প্রয়াত বরকত সাহেব এই জেলায় সেচের ব্যবস্থা করেছিলেন । কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক বিরোধী মনোভাব নিয়ে চলছেন । গোপিনাথন কমিশনের রায় অনুযায়ী মনমোহন সিং ও রাহুল গান্ধির সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ফসল কেনার ব্যবস্থা করেছিল । কিন্তু মোদি সেটা প্রত্যাহার করে দেশটাকে বিকিয়ে দিচ্ছেন । যেভাবে ব্যাঙ্কে লুটতরাজ করা হয়েছে, সেভাবেই রেলসহ আরও অনেক সেক্টর বিক্রি করে দেওয়ার ব্যবস্থা চলছে । এরা শুধু নিজেদের ফান্ড বাড়াতেই ব্যস্ত । তাই AICC-র নির্দেশ অনুযায়ী আজ সারা দেশে কংগ্রেস প্রতিবাদ আন্দোলনে নেমেছে । আমরা যে কোনও মূল্যে কৃষক স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করব । তার জন্য দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের কাজ চলছে ।"

মালদায় কৃষি আইনের প্রতিবাদে মিছিল কংগ্রেসের

আজকের কর্মসূচিতে দেখা যায়নি জেলা কংগ্রেসের বর্তমান সভাপতি আবু হাসেম খান চৌধুরিকে । কোরোনার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি । তবে কংগ্রেসের আজকের এই কর্মসূচির সঙ্গে একুশের বিধানসভা ভোট জড়িয়ে রয়েছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল । সেই মহলের বক্তব্য, একসময় নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদায় প্রতিদিনই শক্তি ক্ষয় হচ্ছে কংগ্রেসের । এই অবস্থায় শহরজুড়ে মিছিল বের করে আজ তাঁরা নিজেদের উপস্থিতি জানান দিতে চেয়েছে । তবে এই মিছিলের জন্য আজ শহরের রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.