ETV Bharat / state

Panchayat Elections 2023: কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগ, মালদায় জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের - অবরোধ করল কংগ্রেস

কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগে মালদার জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেস ৷ জেলাজুড়ে ফের ভোট করার দাবি জানিয়েছে তারা ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 9, 2023, 3:50 PM IST

Updated : Jul 9, 2023, 5:46 PM IST

মালদায় জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের

মালদা, 9 জুলাই: দলীয় কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস । পাশাপাশি মুখ্যমন্ত্রী, জেলাশাসক ও পুলিশ সুপারের ইস্তফার দাবি জানিয়েছে তারা ৷ মালদায় নতুন করে ভোট করার দাবিতে সরব হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব ।

উল্লেখ্য, শনিবার জেলাজুড়ে ভোট লুট, বোমাবাজি, দেদার ছাপ্পা ভোট মারার অভিযোগ উঠেছে । বারবার ভোট লুট, বুথ দখল, ছাপ্পা ভোট-সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলে জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছে কংগ্রেস । অভিযোগ, জেলা নির্বাচনী আধিকারিক কংগ্রেস নেতৃত্বের কোনও অভিযোগকে গুরুত্ব দেননি । উলটে শাসকদলের মদত দিয়েছে ।

ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে আজ দুপুর 12টায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস । উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, আলবেরুণি জুলকারনাইন-সহ অন্যান্য নেতাকর্মীরা । দলীয় কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগ তোলে কংগ্রেস নেতৃত্ব । অবরোধের পর জেলাশাসকের দফতর ঘেরাও করার কর্মসূচি রয়েছে কংগ্রেসের ।

আরও পড়ুন: বৈষ্ণবনগরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত তৃণমূল কর্মী, মালদায় ভোটের হিংসার বলি বেড়ে 2

প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের-সহ সভাপতি ইশা খান চৌধুরি বলেন, “আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ।" তাঁর অভিযোগ, গতকাল যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে গণতন্ত্রকে খুন করা হয়েছে । গোটা জেলাজুড়ে ভোট লুট করা হয়েছে । ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে পালানো হয়েছে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে । পুলিশ ফোন ধরেনি । সেক্টর অফিসারদের কোনও ফোর্স ছিল না । তাঁরা সাফ জানান তাঁদের কিছু করার নেই । হাইকোর্ট থেকে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু সেই নির্দেশ মানা হয়নি । যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার প্রয়োজন ছিল না, সেই সমস্ত কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল । পুরোপুরি প্ল্যান মাফিক ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর কাজ, জেলাশাসক-পুলিশ সুপারের কাজ মানুষের ভোটের অধিকারকে বাঁচানোর । মালদায় যত হিংসার ঘটনা ঘটেছে তার দায় মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রসাশনের । আমরা মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলাশাসক ও পুলিশ সুপারের ইস্তফার দাবি করছি । আমরা গোটা জেলায় পুনরায় ভোটের দাবি জানাচ্ছি ।”

মালদায় জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের

মালদা, 9 জুলাই: দলীয় কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস । পাশাপাশি মুখ্যমন্ত্রী, জেলাশাসক ও পুলিশ সুপারের ইস্তফার দাবি জানিয়েছে তারা ৷ মালদায় নতুন করে ভোট করার দাবিতে সরব হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব ।

উল্লেখ্য, শনিবার জেলাজুড়ে ভোট লুট, বোমাবাজি, দেদার ছাপ্পা ভোট মারার অভিযোগ উঠেছে । বারবার ভোট লুট, বুথ দখল, ছাপ্পা ভোট-সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলে জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছে কংগ্রেস । অভিযোগ, জেলা নির্বাচনী আধিকারিক কংগ্রেস নেতৃত্বের কোনও অভিযোগকে গুরুত্ব দেননি । উলটে শাসকদলের মদত দিয়েছে ।

ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে আজ দুপুর 12টায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস । উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, আলবেরুণি জুলকারনাইন-সহ অন্যান্য নেতাকর্মীরা । দলীয় কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগ তোলে কংগ্রেস নেতৃত্ব । অবরোধের পর জেলাশাসকের দফতর ঘেরাও করার কর্মসূচি রয়েছে কংগ্রেসের ।

আরও পড়ুন: বৈষ্ণবনগরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত তৃণমূল কর্মী, মালদায় ভোটের হিংসার বলি বেড়ে 2

প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের-সহ সভাপতি ইশা খান চৌধুরি বলেন, “আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ।" তাঁর অভিযোগ, গতকাল যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে গণতন্ত্রকে খুন করা হয়েছে । গোটা জেলাজুড়ে ভোট লুট করা হয়েছে । ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে পালানো হয়েছে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে । পুলিশ ফোন ধরেনি । সেক্টর অফিসারদের কোনও ফোর্স ছিল না । তাঁরা সাফ জানান তাঁদের কিছু করার নেই । হাইকোর্ট থেকে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু সেই নির্দেশ মানা হয়নি । যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার প্রয়োজন ছিল না, সেই সমস্ত কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল । পুরোপুরি প্ল্যান মাফিক ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর কাজ, জেলাশাসক-পুলিশ সুপারের কাজ মানুষের ভোটের অধিকারকে বাঁচানোর । মালদায় যত হিংসার ঘটনা ঘটেছে তার দায় মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রসাশনের । আমরা মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলাশাসক ও পুলিশ সুপারের ইস্তফার দাবি করছি । আমরা গোটা জেলায় পুনরায় ভোটের দাবি জানাচ্ছি ।”

Last Updated : Jul 9, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.