মালদা, 15 মার্চ : পিএইচডি করতে গিয়ে মিশরে মৃত্যু ছাত্রের ৷ বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ ৷ পরিবারের সন্দেহ, খুন করা হয়েছে তাঁকে ৷ খবর পেয়ে গতকালই পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় যোগাযোগ করেন ৷ পুলিশের তরফে মিশরের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্যক্তি
মৃতের নাম মোসারফ হোসেন (35) ৷ 10 বছর আগে স্কলারশিপ পেয়ে মিশরে পড়াশোনা করতে গিয়েছিলেন মোসারফ ৷ বর্তমানে মিশরের আলমুনিরে পিএইচডি করছিলেন ৷ চলতি বছর এপ্রিলে কোর্স শেষ করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর ৷
আরও পড়ুন :দুটি ট্রাক হাইজ্যাকের অভিযোগ মালিকের বিরুদ্ধে
গতকাল ভোরে মোসারফের বন্ধুরা বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর দেন ৷ সেই খবর পেয়েই ইংরেজবাজার থানায় যোগাযোগ করেন পরিবারের লোকজন ৷ ইংরেজবাজার থানার পক্ষ থেকে তাঁদের কলকাতায় অবস্থিত মিশরের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় ৷
মোসারফের আত্মীয় মহম্মদ পিয়ার আলি বলেন, "মোসারফ 10 বছর আগে স্কলারশিপ পেয়ে মিশরে যায় পিএইচডি করতে ৷ আল আজরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল ৷ প্রায় সাড়ে তিন বছর আগে বাড়ি এসেছিল ৷ ফের নিজের পড়াশোনা করতে মিশরে ফিরে যায় ৷ এপ্রিলেই বাড়ি ফেরার কথা ছিল ৷ গত দু'দিন ধরে বন্ধুরা মোসারফের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না ৷ সন্দেহ হওয়ায় বন্ধুরা ওর ফ্ল্যাটে গিয়ে দেখে দরজা বন্ধ ৷ ঘরে মোবাইল বাজছে ৷ পরে স্থানীয় প্রশাসনকে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে দেখে মোসারফের মৃতদেহ পড়ে রয়েছে ৷ ভোরে মোসারফের এক বন্ধু ফোন করে জানায়, মোসারফ মারা গিয়েছে ৷ আমরা পুরো ঘটনার তদন্ত চাই ৷"