মালদা, 5 ফেব্রুয়ারি: মালদার ঐতিহাসিক স্থাপত্যগুলিকে সংরক্ষণ ও পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হল গৌড় মালদা ম্যারাথন (Gour Malda Marathon) । রবিবার সকালে মালদার গৌড় এলাকায় চারটি বিভাগে এই ম্যারাথনের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ডিআইজি মালদা রেঞ্জ অনুপ জয়সওয়াল, জেলাশাসক নিতীন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ অন্যান্যরা ।
জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে । 21.1 কিলোমিটার পুরুষ ও মহিলা, 10 কিলোমিটার পুরুষ ও মহিলা, 10 কিলোমিটার আর্মড ফোর্স ও 5 কিলোমিটার ওপেন ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এদিন । রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি, দেশের বিভিন্ন রাজ্য থেকেও প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেন । এই প্রতিযোগিতায় অংশ নেন নেপালের কিছু অ্যাথলেটিকরাও । সমস্ত বিভাগ মিলিয়ে আড়াই হাজারের বেশি প্রতিযোগী দৌড়ে অংশ নেন রবিবার ।
জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "আজ জেলা পুলিশের পক্ষ থেকে গৌড় মালদা ম্যারাথনের আয়োজন করা হয়েছিল । এখানে 2 হাজার 500 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন । প্রতিযোগী আরও ছিল । কিন্তু প্রথম বছরে আমরা 2 হাজার 500 প্রতিযোগী নিয়ে এই ম্যারাথন করার সিদ্ধান্ত নিয়েছিলাম । আমরা যথেষ্ট ভালো সাড়া পেয়েছি । প্রতিযোগিতাও যথেষ্ট ভালো হয়েছে । আমরা এই ম্যারাথনের রুট এমনভাবে তৈরি করেছিলাম যাতে প্রতিটি ঐতিহাসিক স্থাপত্য প্রতিযোগীদের নজরে আসে । প্রতিযোগীদের মাধ্যমে আমরা গৌড়ে পর্যটকদের আকর্ষণ করতে চাইছি । আমরা এই প্রতিযোগিতা প্রতি বছর করতে চাইছি । পরবর্তী সময়ে প্রতিযোগীর সংখ্যা আরও বাড়ানো হবে । এবারের প্রতিযোগিতায় জেলার ঐতিহাসিক স্থাপত্যগুলিকে সংরক্ষণ ও পর্যটকদের আকর্ষণের ওপর থিম করা হয়েছিল । পরবর্তীতে আমরা অন্য থিম করব ।"
আবির চট্টোপাধ্যায় বলেন, "আমি গতবছরই এখানে সিনেমার শ্যুটিংয়ে এসেছিলাম । সেই সিনেমার মাধ্যমেও আমরা বাংলার ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি । গৌড় নিজের মতোই থাকুক আমরা সেটাই চাই । পর্যটকরা আসুক বাংলার ইতিহাস জানুক, স্থাপত্য দেখুক, সেটাই সবার চাওয়া । গৌড়ে শ্যুটিং করে দারুন আনন্দ হয়েছিল । আজও তেমনভাবেই দিন কাটল । আজ যে ম্যারাথনে এসেছি, সেই প্রতিযোগিতার থিমও বাংলার স্থাপত্য সংরক্ষণ করা ।"
আরও পড়ুন: নয়া রেকর্ডে কলকাতা ম্যারাথন ফিরল চেনা ছন্দে