মালদা, 23 মে : জেলার মূল ব্লাড ব্যাঙ্কে রক্তের ভাঁড়ার শূন্য । এদিকে করোনার মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনে ইচ্ছে থাকলেও রক্তদান করতে পারছেন না ডোনাররা । রক্তের চাহিদার কথা মাথায় রেখেই এগিয়ে এল সোশ্যাল মিডিয়ায় মিলিত হওয়া একদল যুবক-যুবতী । রক্তদান শিবিরের আয়োজন করে দাতাদের বাড়ি থেকে নিয়ে এসে রক্তদান করালেন তাঁরা ।
মালদা জেলায় রয়েছে দু'টি ব্লাড ব্যাঙ্ক । জেলার বড় ব্লাড ব্যাঙ্কটি রয়েছে মালদা মেডিকেল কলেজে । সেই ব্লাড ব্যাঙ্কে রবিবার দুপুরে রক্তের মজুত শূন্যে এসে ঠেকে । অথচ মালদা মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কয়েক হাজার মানুষ । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রক্তের চাহিদা রয়েছে কয়েকশো ইউনিটের । অথচ রক্তের মজুত না থাকায় সরবরাহ করা যাচ্ছে না রক্ত । এই পরিস্থিতিতে রক্তদাতা সঙ্গে করে না নিয়ে এলে রক্ত মেলা কার্যত অসম্ভব ।
অন্যদিকে, করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । বন্ধ রয়েছে সমস্ত রকম গণপরিবহণ । ইচ্ছে থাকলেও রক্তদান করতে আসতে পারছেন না ইচ্ছুক ডোনাররা । সমস্ত পরিস্থিতি বিবেচনা করে এগিয়ে এলেন সোশ্যাল মিডিয়ায় মিলিত হওয়া একদল যুবক-যুবতী । 'আমাদের মালদা' নামে ওই দলের পক্ষ থেকে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় তারপরও । ডোনাররা রক্ত দিতে আসতে পারছেন না । তাই ডোনারদের বাড়ি থেকে নিয়ে এসে রক্তদান করিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন স্বেচ্ছাসেবীরা ৷
শিবিরের উদ্যোক্তা রাজর্ষি কুণ্ডু বলেন, “সোশ্যাল মিডিয়ার কিছু বন্ধু মিলে আমরা করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় নেমেছি । বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হোক কিংবা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেওয়া । আজ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি । ব্লাড ব্যাঙ্কের অবস্থা দেখেই আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি । লকডাউনের কারণে অনেকেই রক্ত দেওয়ার ইচ্ছে থাকলেও আসতে পারছেন না । আমরা তাঁদের নিয়ে আসা এবং পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছি । আশা করছি এতে খানিকটা হলেও ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুত থাকবে ।”
আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু