ETV Bharat / state

গ্যাসের পাইপ খুলে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক শ্বশুর-শাশুড়ি - আটক শ্বশুর-শাশুড়ি

অভিযোগ, গতকাল রাত 10টা নাগাদ ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকেছিলেন সঞ্চিতা ৷ সেই সময় শাশুড়ি বাইরে থেকে রান্নাঘরের শিকল আটকে দেন ৷ আগেই গ্যাস সিলিন্ডারের পাইপ খোলা ছিল ৷ সঞ্চিতা গ্যাস ওভেনের নব খুলে দেশলাই জ্বালতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ৷

malda-housewife-alleged-to-be-murdered-by-father-in-law-and-mother-in-law
malda-housewife-alleged-to-be-murdered-by-father-in-law-and-mother-in-law
author img

By

Published : Mar 29, 2021, 1:41 PM IST

মালদা, 29 মার্চ : পরিকল্পিতভাবে রান্নাঘরে আটকে পুত্রবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ৷ মৃত বধূর তৎপরতায় প্রাণে বাঁচল তাঁর দু-বছরের ছেলে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মধুঘাটে ৷ রাতেই মৃতার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ দোলের রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

মৃত বধূর নাম সঞ্চিতা চৌধুরি ৷ বয়স 23 বছর ৷ বাপেরবাড়ি ইংরেজবাজার থানার ব্যাসপুর গ্রামে ৷ বছর চারেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মধুঘাটের সমীর মণ্ডলকে ৷ সমীর স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করেন ৷ গতকাল রাতে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷ বন্ধুদের সঙ্গে দোলের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সমীরের বাবা কমল মণ্ডল পেশায় মজুর ৷ মা পুস্প মণ্ডল গৃহবধূ ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ির চক্ষুশূল ছিলেন সঞ্চিতা ৷ মাঝেমাঝেই তিনি সঞ্চিতাকে মারধর করতেন ৷ অভিযোগ, গতকাল রাত 10টা নাগাদ ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকেছিলেন সঞ্চিতা ৷ সেই সময় শাশুড়ি বাইরে থেকে রান্নাঘরের শিকল আটকে দেন ৷ আগেই গ্যাস সিলিন্ডারের পাইপ খোলা ছিল ৷ সঞ্চিতা গ্যাস ওভেনের নব খুলে দেশলাই জ্বালতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ৷ আগুন লেগে যায় সঞ্চিতার গায়ে ৷ তাঁর ছেলেকেও আগুন গ্রাস করে ৷ তিনি সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করেন ৷ কিন্তু দরজা বন্ধ থাকায় বাইরে বেরোতে পারেননি ৷ সেই অবস্থাতেই ছেলেকে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দেন সঞ্চীতা ৷ ফলে বেঁচে যায় ছেলে ৷ কিন্তু আগুনে পুড়ে মারা যান সঞ্চিতা ৷ প্রতিবেশীর বাড়িতে আগুন দেখে ছুটে আসেন ৷ গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ খবর যায় কালিয়াচক থানায় ৷ পুলিশ এসে মৃতার শ্বশুর কমল মণ্ডল ও শাশুড়ি পুস্প মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় ৷ সঞ্চিতার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ

আরও পড়ুন: অগ্নিদগ্ধ বধূ, অবৈধ বাড়ি না ভেঙেই ফিরে গেল পুলিশ

সঞ্চিতার মা মমতা চৌধুরি বলেন, “মেয়ে ভালোবেসে সমীরকে বিয়ে করেছিল ৷ বিয়ের চার বছর হয়ে গেলেও মেয়ের শাশুড়ি কোনওদিন ওকে বউমা বলে মানতে পারেনি ৷ শাশুড়িই আগুন লাগিয়ে মেয়েকে মেরে ফেলেছে ৷ সন্ধেতেও মেয়ে ফোন করে বলে, ওকে শাশুড়ি মেরেছে ৷ মেয়েকে বলেছিলাম, সে যেন ছেলেকে নিয়ে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে চলে আসে ৷ কিন্তু শাশুড়ি ওকে বাড়ি থেকে বেরোতে দেয়নি ৷ রাত সাড়ে 10টা নাগাদ খবর পাই মেয়ে পুড়ে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে ছুটে যাই ৷ দেখি, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে ৷ মেয়ে আমার পুড়ে ছাই ৷ বাচ্চাটার পা, হাত আর কপালের কিছু অংশ পুড়ে গিয়েছে ৷ ঘটনার সময় জামাই বাড়িতে ছিল না ৷ তবে এই ঘটনায় আমি জামাই সহ মেয়ের শ্বশুর-শাশুড়ি সবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাব ৷”

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আজই কালিয়াচক থানায় অভিযোগ জানাবেন সঞ্চিতার বাবা বাবলু চৌধুরি ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ঘটনার খবর পেয়ে রাতেই মৃত বধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে ৷ বধূর মৃতদেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

মালদা, 29 মার্চ : পরিকল্পিতভাবে রান্নাঘরে আটকে পুত্রবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ৷ মৃত বধূর তৎপরতায় প্রাণে বাঁচল তাঁর দু-বছরের ছেলে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মধুঘাটে ৷ রাতেই মৃতার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ দোলের রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

মৃত বধূর নাম সঞ্চিতা চৌধুরি ৷ বয়স 23 বছর ৷ বাপেরবাড়ি ইংরেজবাজার থানার ব্যাসপুর গ্রামে ৷ বছর চারেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মধুঘাটের সমীর মণ্ডলকে ৷ সমীর স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করেন ৷ গতকাল রাতে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷ বন্ধুদের সঙ্গে দোলের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সমীরের বাবা কমল মণ্ডল পেশায় মজুর ৷ মা পুস্প মণ্ডল গৃহবধূ ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ির চক্ষুশূল ছিলেন সঞ্চিতা ৷ মাঝেমাঝেই তিনি সঞ্চিতাকে মারধর করতেন ৷ অভিযোগ, গতকাল রাত 10টা নাগাদ ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকেছিলেন সঞ্চিতা ৷ সেই সময় শাশুড়ি বাইরে থেকে রান্নাঘরের শিকল আটকে দেন ৷ আগেই গ্যাস সিলিন্ডারের পাইপ খোলা ছিল ৷ সঞ্চিতা গ্যাস ওভেনের নব খুলে দেশলাই জ্বালতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ৷ আগুন লেগে যায় সঞ্চিতার গায়ে ৷ তাঁর ছেলেকেও আগুন গ্রাস করে ৷ তিনি সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করেন ৷ কিন্তু দরজা বন্ধ থাকায় বাইরে বেরোতে পারেননি ৷ সেই অবস্থাতেই ছেলেকে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দেন সঞ্চীতা ৷ ফলে বেঁচে যায় ছেলে ৷ কিন্তু আগুনে পুড়ে মারা যান সঞ্চিতা ৷ প্রতিবেশীর বাড়িতে আগুন দেখে ছুটে আসেন ৷ গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ খবর যায় কালিয়াচক থানায় ৷ পুলিশ এসে মৃতার শ্বশুর কমল মণ্ডল ও শাশুড়ি পুস্প মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় ৷ সঞ্চিতার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ

আরও পড়ুন: অগ্নিদগ্ধ বধূ, অবৈধ বাড়ি না ভেঙেই ফিরে গেল পুলিশ

সঞ্চিতার মা মমতা চৌধুরি বলেন, “মেয়ে ভালোবেসে সমীরকে বিয়ে করেছিল ৷ বিয়ের চার বছর হয়ে গেলেও মেয়ের শাশুড়ি কোনওদিন ওকে বউমা বলে মানতে পারেনি ৷ শাশুড়িই আগুন লাগিয়ে মেয়েকে মেরে ফেলেছে ৷ সন্ধেতেও মেয়ে ফোন করে বলে, ওকে শাশুড়ি মেরেছে ৷ মেয়েকে বলেছিলাম, সে যেন ছেলেকে নিয়ে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে চলে আসে ৷ কিন্তু শাশুড়ি ওকে বাড়ি থেকে বেরোতে দেয়নি ৷ রাত সাড়ে 10টা নাগাদ খবর পাই মেয়ে পুড়ে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে ছুটে যাই ৷ দেখি, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে ৷ মেয়ে আমার পুড়ে ছাই ৷ বাচ্চাটার পা, হাত আর কপালের কিছু অংশ পুড়ে গিয়েছে ৷ ঘটনার সময় জামাই বাড়িতে ছিল না ৷ তবে এই ঘটনায় আমি জামাই সহ মেয়ের শ্বশুর-শাশুড়ি সবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাব ৷”

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আজই কালিয়াচক থানায় অভিযোগ জানাবেন সঞ্চিতার বাবা বাবলু চৌধুরি ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ঘটনার খবর পেয়ে রাতেই মৃত বধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে ৷ বধূর মৃতদেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.