ETV Bharat / state

মালদার পথসাথী ভবনকে COVID-19 হাসপাতাল বানাল জেলা প্রশাসন

পুরোনো মালদার নারায়ণপুরের পথসাথী ভবনকে COVID-19 হাসপাতাল বানানো হল । ওই ভবনের দোতলায় থাকা প্রায় 22টি বেড কোরোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের জন্য তৈরি করা হয়েছে ৷ পুরাতন মালদার ব্লক উন্নয়ন আধিকারিককে সেখানে প্রথম নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ।

malda
malda
author img

By

Published : Jun 25, 2020, 8:19 PM IST

মালদা, 25 জুন : পুরোনো মালদার নারায়ণপুরের পথসাথী ভবনকে বানানো হল COVID-19 হাসপাতাল । জেলায় দিনের পর দিন কোরোনা সংক্রমণ বাড়ছে । স্বাস্থ্যকর্তা সহ প্রশাসনিক কর্তারাও সংক্রমিত হতে শুরু করেছেন । এদিকে জেলার একমাত্র কোরোনা হাসপাতালের প্রায় সব বেডেই সংক্রমিতরা ভরতি রয়েছেন । এই পরিস্থিতিতেই আরও একটি কোরোনা হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসনের তরফে ।

জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 473 । কয়েকদিন আগে সংক্রমিত হয়েছেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক । আজ কোরোনায় সংক্রামিত হয়েছেন পুরাতন মালদার ব্লক উন্নয়ন আধিকারিক । একের পর এক প্রশাসনিক কর্তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তিত জেলা প্রশাসন । প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্য 34নম্বর জাতীয় সড়কের পাশে পথসাথী ভবনটিকেই COVID-19 হাসপাতালে পরিণত করা হয়েছে ৷ ওই ভবনের দোতলায় থাকা প্রায় 22টি বেড করোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের জন্য তৈরি করা হয়েছে ৷ পুরাতন মালদার ব্লক উন্নয়ন আধিকারিককে সেখানে প্রথম নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, পথসাথী ভবনকে শুধুমাত্র করোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্যই কোরোনা হাসপাতালে পরিণত করা হয়েছে ৷ পথচলতি মানুষের জন্য এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ৷ এই দায়িত্বে ছিল এলাকার কয়েকটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী ৷ গোষ্ঠীগুলির সদস্যদের এদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে ৷

আজ এই ভবনের ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন অতিরিক্ত জেলাশাসক । জেলা প্রশাসনের একাধিক কর্তাও উপস্থিত ছিলেন ৷ তবে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি ৷ জানা গিয়েছে, আজই এই ভবনে স্বাস্থ্যদপ্তরের তরফে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে ৷

মালদা, 25 জুন : পুরোনো মালদার নারায়ণপুরের পথসাথী ভবনকে বানানো হল COVID-19 হাসপাতাল । জেলায় দিনের পর দিন কোরোনা সংক্রমণ বাড়ছে । স্বাস্থ্যকর্তা সহ প্রশাসনিক কর্তারাও সংক্রমিত হতে শুরু করেছেন । এদিকে জেলার একমাত্র কোরোনা হাসপাতালের প্রায় সব বেডেই সংক্রমিতরা ভরতি রয়েছেন । এই পরিস্থিতিতেই আরও একটি কোরোনা হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসনের তরফে ।

জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 473 । কয়েকদিন আগে সংক্রমিত হয়েছেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক । আজ কোরোনায় সংক্রামিত হয়েছেন পুরাতন মালদার ব্লক উন্নয়ন আধিকারিক । একের পর এক প্রশাসনিক কর্তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তিত জেলা প্রশাসন । প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্য 34নম্বর জাতীয় সড়কের পাশে পথসাথী ভবনটিকেই COVID-19 হাসপাতালে পরিণত করা হয়েছে ৷ ওই ভবনের দোতলায় থাকা প্রায় 22টি বেড করোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের জন্য তৈরি করা হয়েছে ৷ পুরাতন মালদার ব্লক উন্নয়ন আধিকারিককে সেখানে প্রথম নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, পথসাথী ভবনকে শুধুমাত্র করোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্যই কোরোনা হাসপাতালে পরিণত করা হয়েছে ৷ পথচলতি মানুষের জন্য এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ৷ এই দায়িত্বে ছিল এলাকার কয়েকটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী ৷ গোষ্ঠীগুলির সদস্যদের এদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে ৷

আজ এই ভবনের ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন অতিরিক্ত জেলাশাসক । জেলা প্রশাসনের একাধিক কর্তাও উপস্থিত ছিলেন ৷ তবে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি ৷ জানা গিয়েছে, আজই এই ভবনে স্বাস্থ্যদপ্তরের তরফে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.