ETV Bharat / state

Malda Congress: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রিয়াঙ্কাকে আনার পরিকল্পনা মালদা কংগ্রেসের

নতুন বছরের প্রথম দিকেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত নির্বাচন ৷ মালদায় এই ভোটের প্রচারে প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে আসতে চাইছে জেলা কংগ্রেস নেতৃত্ব (Malda congress wants Priyanka Gandhi in Panchayat Election campaign) ৷

author img

By

Published : Dec 9, 2022, 7:59 PM IST

Etv Bharat
Etv Bharat

মালদা, 9 ডিসেম্বর:“গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স বদল করেছিল তৃণমূল ৷ নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ তাই এবার কালিয়াচক হাইস্কুলে স্ট্রং রুম করার আবেদন জানাচ্ছি ৷” যে কালিয়াচকের নিরাপত্তা নিয়ে মাথাব্যথা পুলিশ প্রশাসনের, সেখানকার নিরাপত্তার উপরেই ভরসা রেখে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে এই আবেদন রেখেছেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা) ৷ পঞ্চায়েত ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে তিনি মালদায় প্রিয়াংকা গান্ধিকেও নিয়ে আসতে চাইছেন (Malda Congress) ৷

যদিও ডালুবাবুর স্ট্রং রুম কালিয়াচকে করার আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস শিবির ৷ এক সময়ের গড়ে বর্তমানে কংগ্রেসের একজনও বিধায়ক নেই, এটা মেনে নিতে পারছে না নেতৃত্ব ৷ তাই পঞ্চায়েত নির্বাচনের মতো ভোটেও প্রিয়াঙ্কা গান্ধিকে ময়দানে নামানোর চেষ্টা করছেন তাঁরা (Malda congress wants Priyanka Gandhi in Panchayat Election campaign) ৷ আবু হাসেম খান চৌধুরি বলেন, “প্রিয়াঙ্কা গান্ধি মালদায় আসবেন ৷ আমি সোনিয়া গান্ধির সঙ্গে এনিয়ে কথা বলেছি ৷ তিনি বলেছেন, প্রয়োজনে আমরা প্রিয়াঙ্কাকে মালদায় নিয়ে আসতে পারি ৷ ডিসেম্বরের শেষে আমরা তাঁকে মালদায় নিয়ে আসব ৷ আপাতত তাঁর জনসভার জন্য তিনটি জায়গা ঠিক করেছি ৷ মোথাবাড়ি ফুটবল মাঠ, বৈষ্ণবনগরের সাউথ মালদা কলেজ মাঠ আর সুজাপুরের হাতিমারি মাঠের মধ্যে কোথাও সেই সভা করা হবে ৷ বেশিরভাগ মানুষ মোথাবাড়ি মাঠেই প্রিয়াঙ্কা গান্ধির সভা করানোর জন্য আমাদের বলছেন ৷ আমি এর মধ্যেই দিল্লি যাচ্ছি ৷ প্রিয়াঙ্কা গান্ধির মালদা আসা নিয়ে ফের সোনিয়া গান্ধির সঙ্গে কথা বলব ৷”

আরও পড়ুন: পুলিশের খাতায় ফেরার তৃণমূল নেতাকে রেশনের ডিলারশিপ, অভিযোগ দায়ের

এরপরেই ডালুবাবু তৃণমূলের বিরুদ্ধে সরব হন ৷ তিনি বলেন,“গত বিধানসভা নির্বাচনে সিএএ ইস্যুতে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সংখ্যালঘু ভোট তাদের দিকে টেনেছিল ৷ তারা প্রচার করেছিল, সংখ্যালঘুদের নাকি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রীই রক্ষা করবেন ৷ লোকেরা ভয়ে চোখ বন্ধ করে ওকে ভোট দিয়েছিল ৷ এখন ভোটাররা আমাদের বলছে, তাদের ভুল হয়েছিল ৷ তাই আমরা বলছি, কংগ্রেসকে ফিরিয়ে আনুন ৷ অধিকারীবাবুর আমলে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের উপর জুলুম হয়েছিল ৷ পুলিশের সাহায্যে ব্যালট বাক্স বদল করে ওরা জিতেছিল ৷ এবার হয়তো ততটা হবে না ৷ আমরা রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং আদালতের কাছে আবেদন জানাচ্ছি, এবার যেন স্ট্রং রুম চত্বরে সব দলের লোক থাকতে পারে ৷ যেমনটা লোকসভা ও বিধানসভা নির্বাচনে হয় ৷ কালিয়াচক হাইস্কুলে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ৷ তাই সেখানে স্ট্রং রুম করলে ভালো হয় ৷ মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবে ৷ কিন্তু ভোট দেওয়ার আগেই যদি ভোট হয়ে যায়, সেটা অন্যায় ৷ তবে আমরা, কংগ্রেসিরা গতবারের অবস্থা থেকে নতুন কিছু শিখেছি ৷ এবারের নির্বাচনে সেটা কাজে লাগাব ৷ ভোটারদেরও শেখাব ৷”

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রিয়াঙ্কাকে আনার পরিকল্পনা মালদা কংগ্রেসের

ডালুবাবুর পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুম কালিয়াচকে নিয়ে যাওয়ার আবেদনের প্রেক্ষিতে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি বলেন, “ওনারা 28 বছর পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় ছিলেন ৷ ভোটে তাঁরা কী করতেন তা সবাই জানে ৷ এসব দেখে দেখে আমরা অভ্যস্ত ৷ তবে এদের দেখে মানুষ আতঙ্কিত ৷ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গে স্বচ্ছতার সঙ্গে ভোট হচ্ছে ৷ এবারও হবে ৷ এসব কথা বলে এঁরা মানুষকে বিভ্রান্ত এবং আতঙ্কিত করার চেষ্টা করছেন৷ আমরা আজও বলে রাখছি, ভোট নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে হবে ৷ সব মানুষই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন৷ ভোট যে স্বচ্ছতার সঙ্গে হবে, তা আমরা প্রমাণ করে দেব ৷”

মালদা, 9 ডিসেম্বর:“গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স বদল করেছিল তৃণমূল ৷ নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ তাই এবার কালিয়াচক হাইস্কুলে স্ট্রং রুম করার আবেদন জানাচ্ছি ৷” যে কালিয়াচকের নিরাপত্তা নিয়ে মাথাব্যথা পুলিশ প্রশাসনের, সেখানকার নিরাপত্তার উপরেই ভরসা রেখে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে এই আবেদন রেখেছেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা) ৷ পঞ্চায়েত ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে তিনি মালদায় প্রিয়াংকা গান্ধিকেও নিয়ে আসতে চাইছেন (Malda Congress) ৷

যদিও ডালুবাবুর স্ট্রং রুম কালিয়াচকে করার আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস শিবির ৷ এক সময়ের গড়ে বর্তমানে কংগ্রেসের একজনও বিধায়ক নেই, এটা মেনে নিতে পারছে না নেতৃত্ব ৷ তাই পঞ্চায়েত নির্বাচনের মতো ভোটেও প্রিয়াঙ্কা গান্ধিকে ময়দানে নামানোর চেষ্টা করছেন তাঁরা (Malda congress wants Priyanka Gandhi in Panchayat Election campaign) ৷ আবু হাসেম খান চৌধুরি বলেন, “প্রিয়াঙ্কা গান্ধি মালদায় আসবেন ৷ আমি সোনিয়া গান্ধির সঙ্গে এনিয়ে কথা বলেছি ৷ তিনি বলেছেন, প্রয়োজনে আমরা প্রিয়াঙ্কাকে মালদায় নিয়ে আসতে পারি ৷ ডিসেম্বরের শেষে আমরা তাঁকে মালদায় নিয়ে আসব ৷ আপাতত তাঁর জনসভার জন্য তিনটি জায়গা ঠিক করেছি ৷ মোথাবাড়ি ফুটবল মাঠ, বৈষ্ণবনগরের সাউথ মালদা কলেজ মাঠ আর সুজাপুরের হাতিমারি মাঠের মধ্যে কোথাও সেই সভা করা হবে ৷ বেশিরভাগ মানুষ মোথাবাড়ি মাঠেই প্রিয়াঙ্কা গান্ধির সভা করানোর জন্য আমাদের বলছেন ৷ আমি এর মধ্যেই দিল্লি যাচ্ছি ৷ প্রিয়াঙ্কা গান্ধির মালদা আসা নিয়ে ফের সোনিয়া গান্ধির সঙ্গে কথা বলব ৷”

আরও পড়ুন: পুলিশের খাতায় ফেরার তৃণমূল নেতাকে রেশনের ডিলারশিপ, অভিযোগ দায়ের

এরপরেই ডালুবাবু তৃণমূলের বিরুদ্ধে সরব হন ৷ তিনি বলেন,“গত বিধানসভা নির্বাচনে সিএএ ইস্যুতে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সংখ্যালঘু ভোট তাদের দিকে টেনেছিল ৷ তারা প্রচার করেছিল, সংখ্যালঘুদের নাকি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রীই রক্ষা করবেন ৷ লোকেরা ভয়ে চোখ বন্ধ করে ওকে ভোট দিয়েছিল ৷ এখন ভোটাররা আমাদের বলছে, তাদের ভুল হয়েছিল ৷ তাই আমরা বলছি, কংগ্রেসকে ফিরিয়ে আনুন ৷ অধিকারীবাবুর আমলে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের উপর জুলুম হয়েছিল ৷ পুলিশের সাহায্যে ব্যালট বাক্স বদল করে ওরা জিতেছিল ৷ এবার হয়তো ততটা হবে না ৷ আমরা রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং আদালতের কাছে আবেদন জানাচ্ছি, এবার যেন স্ট্রং রুম চত্বরে সব দলের লোক থাকতে পারে ৷ যেমনটা লোকসভা ও বিধানসভা নির্বাচনে হয় ৷ কালিয়াচক হাইস্কুলে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ৷ তাই সেখানে স্ট্রং রুম করলে ভালো হয় ৷ মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবে ৷ কিন্তু ভোট দেওয়ার আগেই যদি ভোট হয়ে যায়, সেটা অন্যায় ৷ তবে আমরা, কংগ্রেসিরা গতবারের অবস্থা থেকে নতুন কিছু শিখেছি ৷ এবারের নির্বাচনে সেটা কাজে লাগাব ৷ ভোটারদেরও শেখাব ৷”

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রিয়াঙ্কাকে আনার পরিকল্পনা মালদা কংগ্রেসের

ডালুবাবুর পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুম কালিয়াচকে নিয়ে যাওয়ার আবেদনের প্রেক্ষিতে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি বলেন, “ওনারা 28 বছর পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় ছিলেন ৷ ভোটে তাঁরা কী করতেন তা সবাই জানে ৷ এসব দেখে দেখে আমরা অভ্যস্ত ৷ তবে এদের দেখে মানুষ আতঙ্কিত ৷ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গে স্বচ্ছতার সঙ্গে ভোট হচ্ছে ৷ এবারও হবে ৷ এসব কথা বলে এঁরা মানুষকে বিভ্রান্ত এবং আতঙ্কিত করার চেষ্টা করছেন৷ আমরা আজও বলে রাখছি, ভোট নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে হবে ৷ সব মানুষই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন৷ ভোট যে স্বচ্ছতার সঙ্গে হবে, তা আমরা প্রমাণ করে দেব ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.