মালদা, 21 জুলাই: চলতি বছরে মালদা জেলায় ব্যাপক ঘাটতি রয়েছে বৃষ্টির । এদিকে, তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের । রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । বুধবারই হরিশ্চন্দ্রপুর অসুস্থ হয়ে পড়েছিল দুই খুদে পড়ুয়া । পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিল বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্রও । এই পরিস্থিতি সাধারণ মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এল মালদা জেলা প্রশাসন (Malda Administration Arranged Water and Medical Booths)। জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা শহর-সহ গ্রামাঞ্চলের জনবহুল এলাকাগুলোতে জলছত্র ও চিকিৎসা পরিষেবা ক্যাম্প করা হয়েছে । সেই ক্যাম্পে পানীয় জলের পাশাপাশি ওআরএস বিভিন্ন ওষুধপত্রও থাকছে ।
আরও পড়ুন : খাঁকি উর্দিধারীদের মানবিক মুখ, হাঁসফাঁস গরমে সাধারণ মানুষের মুশকিল আসান রায়গঞ্জ ট্রাফিক পুলিশ!
জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, প্রবল গরমে রাস্তাঘাটে চলাচল করতে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে এনিয়ে সচেতন করা হচ্ছে । আমরা বিভিন্ন জনবহুল এলাকায় ওয়াটার বুথ হেলথ ক্যাম্প করা হয়েছে । রাস্তায় চলাফেরা করতে গিয়ে মানুষের পানীয় জলের প্রয়োজন হলে সেখান থেকেই পানীয় জল পাওয়া যাবে । পাশাপাশি কারো ওআরএস কিংবা একটু আশ্রয়ের প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হয়েছে । মালদা শহরের 10টি পয়েন্টে এই ক্যাম্প করা হয়েছে । পাশাপাশি গ্রামাঞ্চলের জনবহুল এলাকাতেও বেশ কিছু ক্যাম্প করা হয়েছে ।
জেলা প্রশাসনের এই পদক্ষেপে খুশি পথচলতি মানুষ । পথযাত্রী প্রশান্ত চৌধুরী, সালাম মিয়াঁ জানান, প্রবল গরমে আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে পানীয় জল, ওআরএস ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে । এতে আমাদের বেশ সুবিধে হচ্ছে ।