ETV Bharat / state

জমি দখলে বাধা দেওয়ায় খুনের চেষ্টা জওয়ানের ভাইকে - ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন পেশায় BSF কর্মী ।

ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন পেশায় BSF কর্মী । বর্তমানে পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় কর্মরত ।

dalim
dalim
author img

By

Published : Dec 3, 2019, 10:40 AM IST


ইংরেজবাজার , 3 ডিসেম্বর : জমি দখলে বাধা দেওয়ায় জওয়ানের ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজারে ৷ আতঙ্কে দিন কাটছে তাঁদের ৷

ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন পেশায় BSF কর্মী । বর্তমানে পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় কর্মরত । বাড়িতে রয়েছেন তাঁর আম্মা গালিনূর বেওয়া ও ভাই ডালিম হোসেন ৷ তিনি বিশেষভাবে সক্ষম । দাউদের পরিবার সূত্রে খবর, পারিবারিক 10 কাঠা জমি রয়েছে । অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই জমি দখলের চেষ্টা করছেন ওই এলাকারই প্রভাবশালী ব্যক্তি সেলিমুদ্দিন । গতকাল সেলিমুদ্দিন তাঁদের বাড়িতে হামলা চালায় ৷ জওয়ানের আম্মা এবং ডালিমকে মারধর করা হয় । ডালিমকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করা হয় । চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে যান ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন৷ জওয়ানের পরিবারের আরও অভিযোগ, সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি ।

দেখুন ভিডিয়ো...

ডালিম বলেন, "দাদা সেনা বাহিনীতে চাকরি করেন । আমি বিশেষভাবে সক্ষম ৷ তাও বাড়ির সমস্ত দায়িত্ব সামলাচ্ছি । গত কয়েক মাস ধরে জমি নিয়ে ঝামেলা চলছে । আমাদের জমির খানিকটা দখল করতে চাইছে সেলিমুদ্দিন । জমি দখলে বাধা দেওয়ার সেলিমুদ্দিন আমাদের বাড়িতে হামলা করে । বলে পুলিশে অভিযোগ করে কোনও লাভ হবে না । আমাকে মারধর করে গর্তে ফেলে সিমেন্ট-বালি দিয়ে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল । এর আগে গ্রামে সালিশি সভা বসেছিল । কিন্তু সালিশির বিচার মানতে রাজি হয়নি ওরা । পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সাহায্য করছে না ।"


ইংরেজবাজার , 3 ডিসেম্বর : জমি দখলে বাধা দেওয়ায় জওয়ানের ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজারে ৷ আতঙ্কে দিন কাটছে তাঁদের ৷

ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন পেশায় BSF কর্মী । বর্তমানে পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় কর্মরত । বাড়িতে রয়েছেন তাঁর আম্মা গালিনূর বেওয়া ও ভাই ডালিম হোসেন ৷ তিনি বিশেষভাবে সক্ষম । দাউদের পরিবার সূত্রে খবর, পারিবারিক 10 কাঠা জমি রয়েছে । অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই জমি দখলের চেষ্টা করছেন ওই এলাকারই প্রভাবশালী ব্যক্তি সেলিমুদ্দিন । গতকাল সেলিমুদ্দিন তাঁদের বাড়িতে হামলা চালায় ৷ জওয়ানের আম্মা এবং ডালিমকে মারধর করা হয় । ডালিমকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করা হয় । চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে যান ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন৷ জওয়ানের পরিবারের আরও অভিযোগ, সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি ।

দেখুন ভিডিয়ো...

ডালিম বলেন, "দাদা সেনা বাহিনীতে চাকরি করেন । আমি বিশেষভাবে সক্ষম ৷ তাও বাড়ির সমস্ত দায়িত্ব সামলাচ্ছি । গত কয়েক মাস ধরে জমি নিয়ে ঝামেলা চলছে । আমাদের জমির খানিকটা দখল করতে চাইছে সেলিমুদ্দিন । জমি দখলে বাধা দেওয়ার সেলিমুদ্দিন আমাদের বাড়িতে হামলা করে । বলে পুলিশে অভিযোগ করে কোনও লাভ হবে না । আমাকে মারধর করে গর্তে ফেলে সিমেন্ট-বালি দিয়ে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল । এর আগে গ্রামে সালিশি সভা বসেছিল । কিন্তু সালিশির বিচার মানতে রাজি হয়নি ওরা । পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সাহায্য করছে না ।"

Intro:মালদা, ২ ডিসেম্বরঃ সীমান্তে প্রহরায় রয়েছে জওয়ান। অথচ সেই জওয়ানের পরিবারের লোকজন বাড়িতে আতঙ্কে দিন কাটাচ্ছেন। জমি দখলে বাঁধা দেওয়ায় ওই জওয়ানের প্রতিবন্ধী ভাইকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই জওয়ানের পরিবারের লোকজন। Body:ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন। পেশায় বিএসএফ কর্মী। বর্তমানে তিনি পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় কর্মরত। তাঁর আম্মা গালিনূর বেওয়া গৃহবধূ। একমাত্র ভাই ডালিম হোসেন প্রতিবন্ধী। পরিবার সূত্রে জানা গেছে, দাউদ সাহেবের পারিবারিক ১০ কাঠা জমি রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই জমি দখলের চেষ্টা করছেন এলাকার প্রভাবশালী সেলিমুদ্দিন। গতকাল সেলিমুদ্দিন দাউদ সাহেবের বাড়িতে হামলা চালায়। দাউদ সাহেবের আম্মা ও প্রতিবন্ধী ভাই ডালিমকে মারধর করে তারা। পরে ডালিমকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করে। চিৎকার চ্যাঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন৷ দাউদ সাহেবের পরিবারের আরও অভিযোগ, সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত পুলিশের ঘনিষ্ট হওয়ায় পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই জওয়ানের পরিবার।
জওয়ানের প্রতিবন্ধী ভাই ডালিম জানান, “দাদা সেনা বাহিনীতে চাকরি করে। আমি প্রতিবন্ধী হয়েও বাড়ির সমস্ত দায়িত্ব সামলাচ্ছি। গত কয়েক মাস ধরে সাজিদের সঙ্গে জমি নিয়ে ঝামেলা চলছে। আমাদের ১৮ শতক জমি রয়েছে। সেই জমির খানিকটা দখল করতে চাইছে সাজিদ। জমি দখলে বাধা দেওয়ার সালিমুদ্দিন আমাদের বাড়িতে হামলা করে। সে জানায়, পুলিশে অভিযোগ করে কোনও লাভ হবে না। পুলিশের সমস্ত কাজ কর্ম সে নিজেই করে। আমাকে মারধর করে গর্তে ফেলে সিমেন্ট-বালি দিয়ে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল। এর আগে গ্রামে সালিশি সভা বসেছিল। কিন্তু সালিশির বিচার মানতে রাজি হয়নি ওরা। পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সাহায্য করছে না।”Conclusion:জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, সংবাদমাধ্যমের কাছে বিষয়টি তিনি জানতে পেরেছেন৷ এবিষয়ে তিনি খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.