ETV Bharat / state

সংখ্যালঘুরাও আমাকে ভোট দিয়েছে : খগেন মুর্মু

এই জয়ে নরেন্দ্র মোদি সবথেকে বেশি খুশি হবেন বলে মনে করছেন খগেন মুর্মু ।

জয়ী BJP প্রার্থী খগেন মুর্মু
author img

By

Published : May 24, 2019, 3:05 AM IST

মালদা, 24 মে : মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন BJP-র খগেন মুর্মু । জয়ের পর তাঁর সংসদ কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানালেন খগেন । বিশেষভাবে বললেন সংখ্যালঘু মানুষের কথা । তাঁর কথায়, "সংখ্যালঘুরাও আমাকে ভোট দিয়েছে ।"

খগেন মুর্মু আরও বলেন, "এই জয় মালদাবাসীর জয় । মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মানুষের জয় । এই জয়ে সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি । আজ সংখ্যালঘুরাও এখানে ভোট দিয়েছেন । আমাকে ভোট দিয়েছেন । তৃণমূলের যে লুট, সেখান থেকে মানুষ বাঁচতে চায় । একমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষকে বাঁচাতে পারে । সেই জন্যই সমস্ত মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নতুন রঙে জয়লাভ করার ব্যাপারে তিনি বলেন, "BJP-র যে জয় হয়েছে পশ্চিমবঙ্গেও তার প্রতিফলন ঘটছে । গোটা দেশেই আজ BJP-র জয় জয়কার । একমাত্র মোদিজিই ভারতবর্ষের 130 কোটি মানুষের প্রাণপুরুষ । তিনি সমস্ত মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সফল হয়েছেন । তাই মোদিজিকেই প্রধানমন্ত্রী করার জন্য মানুষ BJP-কে পুনরায় ভোট দিয়েছেন ।"

মালদা, 24 মে : মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন BJP-র খগেন মুর্মু । জয়ের পর তাঁর সংসদ কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানালেন খগেন । বিশেষভাবে বললেন সংখ্যালঘু মানুষের কথা । তাঁর কথায়, "সংখ্যালঘুরাও আমাকে ভোট দিয়েছে ।"

খগেন মুর্মু আরও বলেন, "এই জয় মালদাবাসীর জয় । মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মানুষের জয় । এই জয়ে সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি । আজ সংখ্যালঘুরাও এখানে ভোট দিয়েছেন । আমাকে ভোট দিয়েছেন । তৃণমূলের যে লুট, সেখান থেকে মানুষ বাঁচতে চায় । একমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষকে বাঁচাতে পারে । সেই জন্যই সমস্ত মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নতুন রঙে জয়লাভ করার ব্যাপারে তিনি বলেন, "BJP-র যে জয় হয়েছে পশ্চিমবঙ্গেও তার প্রতিফলন ঘটছে । গোটা দেশেই আজ BJP-র জয় জয়কার । একমাত্র মোদিজিই ভারতবর্ষের 130 কোটি মানুষের প্রাণপুরুষ । তিনি সমস্ত মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সফল হয়েছেন । তাই মোদিজিকেই প্রধানমন্ত্রী করার জন্য মানুষ BJP-কে পুনরায় ভোট দিয়েছেন ।"

Intro:Body:বাইট আগে দিয়েছি৷ ভিস্যুয়াল দিলাম৷Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.