ETV Bharat / state

মালদায় অটো-বাইক সংঘর্ষে মৃত 4 - পুখুরিয়া OC ঝোটন প্রসাদ

মালদায় পথদুর্ঘটনায় মৃত্যু হল চারজনের । গুরুতর আহত অবস্থায় আরও দুইজন চিকিৎসাধীন ।

malda
malda
author img

By

Published : Oct 16, 2020, 11:12 AM IST

Updated : Oct 16, 2020, 2:07 PM IST

মালদা, 16 অক্টোবর : 81 নম্বর জাতীয় সড়কে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ । দুই মহিলা সহ চারজনের মৃত্যু হয় । মালদা মেডিকেলে গুরুতর আহত অবস্থায় আরও দুইজন চিকিৎসাধীন ।

ঘটনাস্থানেই মৃত্যু হয় মোটরবাইক চালক মোজাম্মেল হকের (22 ) ৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি মোটরবাইক আরোহী সহ বাকি যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ চিকিৎসকরা তসলিমা বিবি (35) ও শুকরি বিবিকে (45) মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত্যু হয় শেখ আসলামেরও (12) ।

গত রাতে অটোচালক শেখ ইসলাম তাঁর পরিবারকে নিয়ে গাজোলে যাচ্ছিলেন ৷ শ্রীপুর সংলগ্ন এলাকায় 81 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি । উলটোদিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মৃত্যু হয় অটোচালকের বোন তসলিমা এবং তাঁর জা শুকরির । রাতেই ইসলামের ছেলে শেখ আসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাস্তায় মৃত্যু হয় শেখ আসলামের ৷

মোটরবাইকচালকের ঘটনাস্থানেই মৃত্যু হয় । মোটরবাইক আরোহী ঋজু মণ্ডলসহ আরও একজনকে মালদা মেডিকেলে পাঠানো হয় ৷ তাঁরা মালদা মেডিকেলে চিকিৎসাধীন ৷

কী হয়েছিল দুর্ঘটনাস্থানে ?

পুখুরিয়া OC ঝোটন প্রসাদ জানান, গত রাতে 81 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় মোটরবাইক চালকের ৷ মালদা মেডিকেলে রেফার করা হয় আরও তিনজনকে৷ মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও এক কিশোরের৷ মৃতরা তুলসিহাটা ও ভগবানপুরের বাসিন্দা ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থান থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো ও মোটরবাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

মালদা, 16 অক্টোবর : 81 নম্বর জাতীয় সড়কে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ । দুই মহিলা সহ চারজনের মৃত্যু হয় । মালদা মেডিকেলে গুরুতর আহত অবস্থায় আরও দুইজন চিকিৎসাধীন ।

ঘটনাস্থানেই মৃত্যু হয় মোটরবাইক চালক মোজাম্মেল হকের (22 ) ৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি মোটরবাইক আরোহী সহ বাকি যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ চিকিৎসকরা তসলিমা বিবি (35) ও শুকরি বিবিকে (45) মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত্যু হয় শেখ আসলামেরও (12) ।

গত রাতে অটোচালক শেখ ইসলাম তাঁর পরিবারকে নিয়ে গাজোলে যাচ্ছিলেন ৷ শ্রীপুর সংলগ্ন এলাকায় 81 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি । উলটোদিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মৃত্যু হয় অটোচালকের বোন তসলিমা এবং তাঁর জা শুকরির । রাতেই ইসলামের ছেলে শেখ আসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাস্তায় মৃত্যু হয় শেখ আসলামের ৷

মোটরবাইকচালকের ঘটনাস্থানেই মৃত্যু হয় । মোটরবাইক আরোহী ঋজু মণ্ডলসহ আরও একজনকে মালদা মেডিকেলে পাঠানো হয় ৷ তাঁরা মালদা মেডিকেলে চিকিৎসাধীন ৷

কী হয়েছিল দুর্ঘটনাস্থানে ?

পুখুরিয়া OC ঝোটন প্রসাদ জানান, গত রাতে 81 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় মোটরবাইক চালকের ৷ মালদা মেডিকেলে রেফার করা হয় আরও তিনজনকে৷ মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও এক কিশোরের৷ মৃতরা তুলসিহাটা ও ভগবানপুরের বাসিন্দা ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থান থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো ও মোটরবাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

Last Updated : Oct 16, 2020, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.