মালদা, 6 জুন : সোমবার থেকে ঐতিহ্যবাহী মালদা ক্লাবে শুরু হল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব 14 স্তরের টেনিস প্রতিযোগিতা (AITA Tennis Tournament)। চলবে 11 জুন পর্যন্ত । এই প্রতিযোগিতা উত্তরবঙ্গে প্রথম মালদাতেই অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা ।
এনিয়ে মালদা ক্লাবের তরফে সোমেশ দাস সাংবাদিক সম্মেলনে বলেন, "শুধু মালদা জেলা নয়, এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা এবং দিল্লি, অসম, কর্নাটক-সহ একাধিক রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছে । এই প্রতিযোগিতায় স্থানীয় 60 জন প্রতিযোগী অংশ নিয়েছে । প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছর বয়সী ছেলে ও মেয়েরা অংশ নিয়েছে । আগামী 11 জুন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । এই খেলার প্রতি স্থানীয় ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতেই মালদার মতো মফ্ফসল শহরে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এখানে খেলা দেখার জন্য টিকিটের কোনও ব্যবস্থা করা হয়নি । যে কেউ এসে খেলা উপভোগ করতে পারেন ।"
আরও পড়ুন : দেশে ধ্বংস আর মৃত্যুর হাহাকার, তার মাঝেই উষ্ণতা ছড়াচ্ছেন ইউক্রেনীয় টেনিস তারকা
সোমেশবাবু আরও বলেন, "অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের এই প্রতিযোগিতা এর আগে কলকাতার বাইরে দুর্গাপুরে হয়েছে । তবে উত্তরবঙ্গের মধ্যে মালদা শহরেই এই প্রথম এমন প্রতিযোগিতার আসর বসেছে । এটা মূলত ব়্যাঙ্কিং টুর্নামেন্ট । এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা নিজেদের ব়্যাঙ্কিং বাড়াতে পারে । প্রি কোয়ার্টার, কোয়ার্টার, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য আলাদা আলাদা পয়েন্ট রয়েছে । পয়েন্ট যত বাড়বে, একজন প্রতিযোগীর যোগ্যতাও তত বাড়বে । গোটা দেশে এমন প্রায় 30টি ব়্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট আয়োজিত হয় ।"