মালদা, 15 এপ্রিল : ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় । পাইপগান ও তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, “একটি ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমাদের কাছে কিছু তথ্য আসে । সেই তথ্যের ভিত্তিতে ও ইংরেজবাজার থানার পুলিশের সূত্র অনুযায়ী গতকাল ভোররাতে হভসখানা এলাকায় অভিযান চালানো হয় ।"
তিনি বলেন, "সূত্র অনুযায়ী সেখানে তিন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায় । ধাওয়া করতেই দুজন পাশের নদীতে ঝাঁপ দিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায়। আর একজন পালানোর সুযোগ না পেয়ে পুলিশকর্মীদের উদ্দেশ্য করে গুলি চালানোর চেষ্টা করে । তার আগেই পুলিশকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে । ধৃত ব্যক্তির নাম আসমাউল শেখ । বয়স 34 বছর । বাড়ি কালিয়াচকের সর্দার পাড়া এলাকায়। ধৃতের হেপাজত থেকে একটি পাইপগান ও আট মিলিমিটারের এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ।"
আরও পড়ুন : ভোটের মুখে তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার
ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশে একাধিক কেস রয়েছে বলে জানান তিনি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে ধৃতরা জমায়েত করেছিল। ধৃত ব্যক্তিকে আজ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।